ETV Bharat / international

শিকাগোয় ভারতীয় ছাত্রকে বেধড়ক মার, ভাইরাল 'রক্তাক্ত' যুবকের ভিডিয়ো বার্তা

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 10:00 AM IST

Updated : Feb 7, 2024, 10:20 AM IST

Indian Student brutally attacked in Chicago: মার্কিন মুলুকে ভারতীয় পড়ুয়ার উপর আক্রমণের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে ৷ এবার তেলেঙ্গানার এক পড়ুয়াকে লুঠ করে মারধরের ঘটনা ঘটল শিকাগোয় ৷

ETV Bharat
শিকাগোয় ভারতীয় পড়ুয়াকে মারধর

শিকাগো, 7 ফেব্রুয়ারি: বিদেশের মাটিতে নিগ্রহের শিকার ভারতীয় পড়ুয়া ৷ স্থানীয় সময় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আমেরিকার শিকাগোতে ৷ তেলেঙ্গানার হায়দরাবাদের এক পড়ুয়াকে নৃশংসভাবে মারধর করার ঘটনা ঘটেছে ৷ এরপরে শিকাগোর ভারতীয় কনস্যুলেটের পক্ষ থেকে ওই ভারতীয় পড়ুয়া সৈয়দ মাজাহির আলি এবং ভারতে তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ৷ কনস্যুলেটে ওই পড়ুয়ার পাশে থাকার আশ্বাস দিয়েছে ৷ সোশাল মিডিয়ায় ভারতীয় কনস্যুলেটের তরফে জানানো হয়েছে, "কনস্যুলেট সৈয়দ মাজাহির আলি এবং ভারতে তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছে ৷ সব দিক দিয়ে সাহায্য করা হবে ৷" স্থানীয় কর্তৃপক্ষ, যারা এই ঘটনার তদন্ত করছে, তাদের সঙ্গেও যোগাযোগ রেখেছে কনস্যুলেট ৷

শিকাগোয় সৈয়দ মাজাহির আলিকে মারধরের এই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে আলির মাথা দিয়ে গলগল করে রক্ত ঝরছে ৷ তিনি গুরুতর জখম অবস্থায় ঘটনার বিবরণ দিচ্ছেন ৷ এদিকে আরেকটি ভিডিয়োয় শিকাগোর রাস্তায় সৈয়দ মাজাহির আলিকে কয়েকজন ধাওয়া করছে ৷ এই ভিডিয়োটি সিসিটিভি ফুটেজ বলে মনে করা হচ্ছে ৷

এর আগেও আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়াদের উপর হামলা চালানোর ঘটনা সামনে এসেছে ৷ গত সপ্তাহেই এক পড়ুয়ার দেহ উদ্ধার হয় ওহিয়োর সিনসিনাটি থেকে৷ ওই পড়ুয়ার নাম শ্রেয়াস রেড্ডি ৷ ঠিক কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও জানা যায়নি ৷ তিনি আমেরিকার লিন্ডার স্কুল অফ বিজনেসের ছাত্র ছিলেন বলে জানা গিয়েছে ৷ তার আগে 30 জানুয়ারি আরেকটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার দেহ উদ্ধার হয় ৷ তিনি বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন ৷

আরও পড়ুন:

  1. আমেরিকায় পড়তে গিয়ে তেলেঙ্গানার দুই ছাত্রের আকস্মিক মৃত্যু
  2. বাইডেনের দেশে ফের ভারতীয়র মৃত্যু, এবার নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার
  3. কানাডায় মন্দির থেকে টাকা চুরির অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত

শিকাগো, 7 ফেব্রুয়ারি: বিদেশের মাটিতে নিগ্রহের শিকার ভারতীয় পড়ুয়া ৷ স্থানীয় সময় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আমেরিকার শিকাগোতে ৷ তেলেঙ্গানার হায়দরাবাদের এক পড়ুয়াকে নৃশংসভাবে মারধর করার ঘটনা ঘটেছে ৷ এরপরে শিকাগোর ভারতীয় কনস্যুলেটের পক্ষ থেকে ওই ভারতীয় পড়ুয়া সৈয়দ মাজাহির আলি এবং ভারতে তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ৷ কনস্যুলেটে ওই পড়ুয়ার পাশে থাকার আশ্বাস দিয়েছে ৷ সোশাল মিডিয়ায় ভারতীয় কনস্যুলেটের তরফে জানানো হয়েছে, "কনস্যুলেট সৈয়দ মাজাহির আলি এবং ভারতে তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছে ৷ সব দিক দিয়ে সাহায্য করা হবে ৷" স্থানীয় কর্তৃপক্ষ, যারা এই ঘটনার তদন্ত করছে, তাদের সঙ্গেও যোগাযোগ রেখেছে কনস্যুলেট ৷

শিকাগোয় সৈয়দ মাজাহির আলিকে মারধরের এই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে আলির মাথা দিয়ে গলগল করে রক্ত ঝরছে ৷ তিনি গুরুতর জখম অবস্থায় ঘটনার বিবরণ দিচ্ছেন ৷ এদিকে আরেকটি ভিডিয়োয় শিকাগোর রাস্তায় সৈয়দ মাজাহির আলিকে কয়েকজন ধাওয়া করছে ৷ এই ভিডিয়োটি সিসিটিভি ফুটেজ বলে মনে করা হচ্ছে ৷

এর আগেও আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়াদের উপর হামলা চালানোর ঘটনা সামনে এসেছে ৷ গত সপ্তাহেই এক পড়ুয়ার দেহ উদ্ধার হয় ওহিয়োর সিনসিনাটি থেকে৷ ওই পড়ুয়ার নাম শ্রেয়াস রেড্ডি ৷ ঠিক কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও জানা যায়নি ৷ তিনি আমেরিকার লিন্ডার স্কুল অফ বিজনেসের ছাত্র ছিলেন বলে জানা গিয়েছে ৷ তার আগে 30 জানুয়ারি আরেকটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার দেহ উদ্ধার হয় ৷ তিনি বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন ৷

আরও পড়ুন:

  1. আমেরিকায় পড়তে গিয়ে তেলেঙ্গানার দুই ছাত্রের আকস্মিক মৃত্যু
  2. বাইডেনের দেশে ফের ভারতীয়র মৃত্যু, এবার নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার
  3. কানাডায় মন্দির থেকে টাকা চুরির অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত
Last Updated : Feb 7, 2024, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.