পশ্চিমবঙ্গ

west bengal

মাতৃ দিবসে ছেলেকে প্রথমবার প্রকাশ্যে আনলেন নুসরত! কেমন কাটালেন বাকিরা? - Mothers Day 2024

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 4:36 PM IST

Updated : May 12, 2024, 10:41 PM IST

Mother's Day special: প্রথম মা হওয়ার অনুভূতি লেখায় বা ভাষায় বোঝানো সম্ভব নয় ৷ কারণ, একজন মায়ের অন্তরে যে অনুভূতিগুলি তৈরি হয়... নড়েচড়ে, তা নাকি সবথেকে আলাদা ৷ এমনটাই বলেন সকল মায়েরা ৷ আজ আন্তর্জাতিক মাতৃদিবসে টলিউডের তারকাদের কেমন কাটছে ? চলুন ঢুঁ মারা যাক তাঁদের সোশাল পেজে ৷

Mother's Day special
আন্তর্জাতিক মাতৃদিবস (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 12 মে:

"জড়ায়ে মায়ের গলা শিশু কহে আসি

মা, তোমারে কত ভালোবাসি!

কত ভালবাস ধন? জননী শুধায়।

এ-ত । বলি দুই হাত প্রসারি দেখায়।

তুমি মা আমারে ভালবাসো কতখানি?

মা বলেন, মাপ তার আমি নাহি জানি।..."

সত্যিই তো! সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কতখানি, তার কখনও পরিমাপ করা যায় না ৷ কবি কামিনী রায়ের 'কত ভালোবাসি' কবিতা তারই ছোট্ট উদাহরণ ৷ আসলে প্রতিটা দিনই মায়েদের দিন ৷ তা-ও ক্যালেন্ডারের পাতায় বিশেষ এই একটা দিন মায়েরা হয়ে ওঠেন 'সেলিব্রেটি' ৷ তাই আজকের দিনে অনেকে যেমন নিজে মাতৃত্ব দিবস যাপন করছেন আবার অনেকে মাকে নিয়ে মিষ্টি মধুর ছবি শেয়ার করেছেন ৷

প্রথমেই দেখা যাক ঋদ্ধিমা ঘোষের প্রোফাইল ৷ 2023 সালের 16 সেপ্টেম্বর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঋদ্ধিমা ৷ বাবা হয়েছেন গৌরব চক্রবর্তী ৷ এদিন ছেলের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, "আমি প্রথম মা দিবস উদযাপন করছি ৷ ধীর, আমার জীবনের সেরা উপহার ৷ যে আমাকে মাতৃত্বের স্বাদ দিয়েছে ৷ তার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে সেরা প্রাপ্তি ৷ "

সঙ্গীতশিল্পী দুর্নিবার ও ঐন্দ্রিলার জীবন বদলে গিয়েছে চলতি বছরের 4 ফেব্রুয়ারি ৷ এদিন তাঁদের পরিবারে আসে নতুন সদস্য ৷ মা হন ঐন্দ্রিলা সেন ৷ পুত্র সন্তানের জন্ম দেন তিনি ৷ ফলে আজকের মাতৃত্ব দিবস যাপনে ব্যস্ত তিনিও ৷

তালিকায় রয়েছেন অভিনেত্রী নুসরতও ৷ সোশাল পেজে ছেলের সঙ্গে কাটানো বিশেষ কিছু ছবি তিনি শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে ৷ ছেলে ঈশানের ছবি শেয়ার করতেই সোশাল মিডিয়ায় শুভেচ্ছা অনুরাগীদেরও ৷

অভিনেত্রী মিমি চক্রবর্তী এই মুহূর্তে কেরিয়ারে সফলতার শিখরে রয়েছেন ৷ সম্প্রতি তাঁর মুক্তি পাওয়া আলাপ জনপ্রিয় হয়েছে দর্শক দরবারে ৷ ব্যক্তিগত জীবনে তিনি বরাবরই নিজের পোষ্য ও পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন ৷ মাতৃত্ব দিবসে তিনি তাঁর মায়ের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন ৷ সকলকে আন্তর্জাতিক মাতৃ দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন ৷

শুভশ্রী গঙ্গোপাধ্যায় দ্বিতীয়বার মা হয়েছেন ৷ গত বছর নভেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন শুভশ্রী ৷ ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনিকে নিয়ে নিজের মাতৃত্ব দিবস উদযাপন করছেন ইন্দুবালা ভাতের হোটেল অভিনেত্রী ৷

অভিনেতা জিৎ ও তাঁর স্ত্রী মোহনা দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন ৷ 16 অক্টোবর তাঁদের জীবনে আসে পুত্র সন্তান রোনাভ ৷ এর আগে মোহনার এক কন্যা সন্তান রয়েছে ৷ টলিউড তারকার পাশাপাশি বলিউড তারকারাও নিজের সোশাল পেজে মাতৃত্ব দিবসে শুভেচ্ছা জানিয়েছেন ৷

আরও পড়ুন

1. মা না হয়েও মাতৃত্বে 'ফুল' ছড়াচ্ছেন ফুলমিনারা

2.চুটিয়ে করছেন মাতৃত্বযাপন, প্রথমবার মাতৃদিবস সেলিব্রেট করছেন যে সকল বলি তারকারা

3.মাতৃদিবস যাপন বলিউডের 'মা' সংলাপের মধ্য দিয়েই, যার প্রভাব রয়েছে রিল থেকে রিয়েলে

Last Updated : May 12, 2024, 10:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details