পশ্চিমবঙ্গ

west bengal

ভাইজানের বাড়ির সামনে গুলি চলায় কলকাতায় 'বাদশা'র কড়া নিরাপত্তা, দায়িত্বে কারা? - Shah Rukh Khan

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 4:25 PM IST

IPL 2024: আইপিএলে নিজের দলের খেলা দেখা থেকে শুরু করে উদবুদ্ধ করে চলেছেন বাদশা ৷ রবিবার ইডেনে লখনউয়ের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ চেটেপুটে উপভোগ করেছেন পাঠান ৷ মঙ্গল সন্ধেয় ফের নাইট শিবিরের সামনে রয়েছে রাজস্থান ৷ তাই নিজের শহর মুম্বই ছেড়ে পাঠান রয়েছে তিলোত্তমায় ৷ তাঁর নিরাপত্তায় যাতে কোনও খামতি না-থাকে সেই দিকেও কড়া নজর দেওয়া হয়েছে ৷ নজরদারির দায়িত্বে রয়েছে ডেলি, ডেইজি, পায়েল কোরাল ও সেরারা ৷

SHAH RUKH KHAN
কলকাতায় 'বাদশা'র কড়া নিরাপত্তা

কলকাতা, 16 এপ্রিল:আইপিএলের জন্য এই কয়েকদিন কলকাতায় রয়েছেন বলিউডের কিং খান। সূত্রের খবর, গতকাল নাকি কিং খান হোটেল ছেড়েই বেরোননি। কিন্তু কেন? বলিউডের কিং কেন কলকাতায় এসে নিজেকে হোটেল বন্দি রাখছেন? শোনা যাচ্ছে, বলিউডের পাঠান নিজেকে বন্দি রাখছেন না। বরং বলা চলে তাঁকে কিছুটা বাড়তি নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে। মহানগরে কিং খানের নিরাপত্তায় লালবাজার থেকে দায়িত্বে রয়েছেন ডেলি, ডেইজি, পায়েল, সেরা, কোরালরা ৷ কিন্তু এরা কারা? আচমকাই পাঠানের বাড়তি নজরদারির এমন কী প্র‍য়োজন হল?

সূত্রের খবর, মুম্বইয়ে বলিউডের সুলতান সলমন খানের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চলার পর থেকেই এই শহরে কিছুটা হলেও বাড়তি নজরদারির বন্দোবস্ত করা হয়েছে কিং খানের উপর। যদিও এই বিষয়ে অবশ্য কলকাতা পুলিশের কোনও আধিকারিক কোনওভাবেই মুখ খুলতে না-চাইলেও, নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিআইজি পদমর্যাদার পুলিশ আধিকারিক বলেন, "কিং খান আন্তর্জাতিক মানের তারকা। এই সকল তারকা কলকাতায় এলে, তাঁদের জন্য এমনিতেই বিশেষ সুরক্ষার বন্দোবস্ত করা হয়।" তবে বলিউড ভাইজানের বাড়িতে গুলি চলার জন্য কিছুটা হলেও যে কলকাতায় কিং খানের সুরক্ষা বাড়ানো হয়েছে, তা তিনি একপ্রকার মেনে নিয়েছেন।

লালবাজার সূত্রের খবর, এমনিতেই কিং খানের জন্য তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা থাকেন ৷ কিন্তু যে শহরে তিনি যান সেই শহরের প্রশাসনের দায়িত্ব তারকার নিরাপত্তা সু-বন্দোবস্ত করা। ফলে কিং খানের নিরাপত্তার জন্য রয়েছে কলকাতা পুলিশের ডেলি, ডেইজি, পায়েল, কোরাল, সেরা। এরা প্রত্যেকেই কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের সক্রিয় সদস্য। প্রতিনিয়তই তারা কিং খানের হোটেলের বাইরে এমনকী শাহরুখ যখন, যেখানে যাচ্ছেন, ঠিক তার আগে-পিছু রয়েছে।

মূলত কিং খান যে গাড়ি ব্যবহার করছেন সেই গাড়িতে ওঠার আগে কলকাতা পুলিশের এই ডেইজি, ডেইলি, পায়েল, কোরাল এবং সেরারা গন্ধ শুকে আগে দেখে নিচ্ছে সেখানে কোনও বিস্ফোরক জাতীয় বস্তু রাখা রয়েছে কি না। পাশাপাশি কিং খান যে হোটেলে রয়েছেন তার বাইরে এবং ভিতরে তল্লাশির দায়িত্বে রয়েছে এই ডেইজি, পায়েল, সেরারাই। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের এক ডগ হ্যান্ডেলার বলেন, "মানুষ বিশ্বাসঘাতকতা করলে করতেও পারে। কিন্তু সারমেয়রা কখনও বিশ্বাসঘাতকতা করবে না।"

আরও পড়ুন:

  1. লিগ টপারদের সরিয়ে ঘরের মাঠে আজ শীর্ষে ওঠার লড়াই নাইটদের
  2. নববর্ষের দিন জয়ে ফিরল নাইটরা, সল্টের ব্যাটে লখনউকে হারিয়ে ইতিহাস কলকাতার
  3. এবার 287-র ইতিহাস হায়দরাবাদেরই, ট্র্যাভিস হেডের ব্যাটে রানের পাহাড়ের সামনে বেঙ্গালুরু

ABOUT THE AUTHOR

...view details