পশ্চিমবঙ্গ

west bengal

অনুরাগ কাশ্যপের 'ঘটিয়া' মন্তব্যে পালটা দেবালয়, ভিডিয়া বার্তায় খোলা চ্যালেঞ্জ পরিচালকের - BADAMI HYENAR KOBOLE

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 2:13 PM IST

Debaloy Open Challenge to Anurag: বাংলা ছবিতে ঘটিয়া বলে বিতর্কের সূত্রপাত করেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ ৷ তাঁকে পালটা দিলেন টলিউড পরিচালক দেবালয় ভট্টাচার্য ৷ ছুঁড়লেন ওপেন চ্যালেঞ্জ ৷ কী বললেন তিনি ভিডিয়ো বার্তায়?

Etv Bharat
ভিডিয়া বার্তায় খোলা চ্যালেঞ্জ দেবালয়ের

কলকাতা, 31 মার্চ: বলিউড পরিচালককে হঠাৎ ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাংলার ব্যস্ত পরিচালক দেবালয় ভট্টাচার্য। চ্যালেঞ্জের উপাদান হিসেবে ব্যবহার করেছেন তাঁর সাম্প্রতিক বাংলা সিনেমা 'শ্রী স্বপনকুমারের বাদামী হায়নার কবলে'। এই ছবিটি একবার বলিউডের হেভি ওয়েট পরিচালককে দেখতে অনুরোধ জানিয়েছেন দেবালয়।

দিনকয়েক আগে বাংলা ছবিকে 'ঘটিয়া' বলে বিতর্ক তৈরি করেন অনুরাগ কাশ্যপ। তাঁর এই মন্তব্যের পর দুটি দলে ভাগ হয়ে যায় টলিউড। পরিচালকের সেই মন্তব্যকেই চ্যালেঞ্জ করলেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। স্পষ্ট জানিয়ে দিলেন অনুরাগ কাশ্যপ যদি তাঁর বানানো ছবি দেখে ঘটিয়া বলেন, তিনি পরিচালনা করা ছেড়ে দেবেন ৷

নববর্ষের আবহে 12 এপ্রিল হইচইতে আসছে 'শ্রী স্বপনকুমারের বাদামী হায়নার কবলে'। এই ছবিটি একবার অনুরাগ কাশ্যপকে দেখার অনুরোধ জানিয়েছেন পরিচালক ৷ তিনি বলিউড পরিচালককে দিয়েছেন এক ভিডিয়ো বার্তা ৷ তিনি জানান, বাইরে থেকে কেউ কোনও ছবিকে ভাল বা মন্দ কিংবা 'ঘটিয়া' না বললে আমাদের টনক নড়ে না। অনুরাগের বক্তব্যের উত্তরে, দেবালয় ভট্টাচার্য ক্ষুব্ধভাবে স্বীকার করেছেন যে বাংলা চলচ্চিত্রগুলি নিম্নমানের, এমনকী তাঁর চলচ্চিত্র 'শ্রী স্বপনকুমারের বাদামী হায়নার কবলে'ও এই 'ঘটিয়া' বিভাগেই পড়ে।

তিনি এই ছবির চিত্রনাট্য, সংলাপ এবং গল্পের নায়ক দীপক চট্টোপাধ্যায় এবং স্বপন কুমারের সঙ্গে তাঁর কাজের বিভিন্ন উপাদানেরও সমালোচনা করেন। আসলে এই সবের মাধ্যমে তিনি বলিউডের হেভিওয়েট পরিচালককে ওপেন চ্যালেঞ্জ ছোঁড়েন। দেবালয় আরও জানান, অনুরাগের যদি এই ছবিটি দেখে 'ঘটিয়া' মনে হয় তা হলে তিনি ছবি বানানো ছেড়ে দেবেন।

উল্লেখ্য, শ্রী স্বপন কুমারের বাদামী হায়নার কবলে প্রেক্ষাগৃহে সমালোক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ৷ বক্সঅফিসে তেমন ছাপ না পড়লেও যাঁরা দেখেছেন তাঁদের এই ছবি মন জয় করেছে ৷ অন্যরকম ছবি বানান পরিচালক অনুরাগ কাশ্যপও ৷ তাই তাঁকে ভিডিয়ো বার্তায় এই ছবি দেখার বার্তা দিলেন তিনি ৷ সঙ্গে করলেন চ্যালেঞ্জও ৷

আরও পড়ুন

1. 'মা' ছবির শুটিঙে বোলপুরে কাজল, সঙ্গী রনিত রায়

2.'নো এন্ট্রি'র সিক্যুয়েলে এন্ট্রি কাদের, সামনে এল তারকাদের নাম

3.20 কোটিতে খাতা খুলল 'ক্রিউ', ইতিহাসে টাবু-করিনার ছবি

ABOUT THE AUTHOR

...view details