ETV Bharat / entertainment

'নো এন্ট্রি'র সিক্যুয়েলে এন্ট্রি কাদের, সামনে এল তারকাদের নাম - No Entry sequel

author img

By PTI

Published : Mar 30, 2024, 7:03 PM IST

Boney Kapoor Confirms No Entry 2: পর্দায় আসছে নো 'এন্ট্রি 2' ৷ কারা কারা থাকছেন মুখ্য চরিত্রে, প্রকাশ্যে আনলেন প্রযোজক বনি কাপুর ৷ শনিবার কমেডি ছবির সিক্যুয়েলের কথা জানতে পেরে খুশি অনুরাগীরা৷

No Entry 2
আসছে বনি কাপুরের 'নো এন্ট্রি' সিক্যুয়েল

হায়দরাবাদ, 30 মার্চ: আনিজ বাজমি পরিচালিত 'নো এন্ট্রি' মুক্তি পেয়েছিল 2005 সালে ৷ সলমন খান, অনিল কাপুর ও ফারদিন খান অভিনীত সেই 'সুপারহিট' কমেডি ছবি 19 বছর পর ফিরছে পর্দায় ৷ শনিবার খুশির খবর শোনালেন প্রযোজক বনি কাপুর ৷ 'নো এন্ট্রি'র সিক্যুয়েলে কাদের এন্ট্রি হতে চলেছে, জানালেন প্রযোজক ৷

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এবার হাসির তুফান নিয়ে আসছেন দিলজিৎ দোসাঞ্জ, অর্জুন কাপুর ও বরুণ ধাওয়ান ৷ পুরনো কোনও তারকাকেই নতুন এই ছবিতে ফিরিয়ে আনা হচ্ছে না বলে জানা গিয়েছে ৷ তবে মজার বিষয় হল, ছবিতে তিন অভিনেতা থাকলেও অভিনেত্রী কিন্তু থাকবেন 10 জন ৷ বনি বলেন, "পুরনো তারকাদের নিয়ে তৈরি নো এন্ট্রি'র অধ্যায় শেষ ৷ এবার এই বোর্ডে থাকছেন দিলজিৎ, বরুণ ও অর্জুন ৷ বরুণ ও অর্জুন খুব ভালো বন্ধু ও দিলজিতের কমিক সেন্স খুব ভালো ৷ তাই আমার মনে হয়েছে এই জুটির কম্বিনেশন ভালো হবে ও বিনোদনমূলক হবে ৷"

এই ছবিও পরিচালনা করবেন আনিজ ৷ অভিনেতাদের নাম প্রকাশ্যে এলেও 10 জন অভিনেত্রীদের তালিকায় কারা জায়গা পাবেন, তা এখনও ঠিক হয়নি বলে জানা গিয়েছে ৷ নো এন্ট্রি-তে দেখানো হয়েছিল দু'জন বিবাহিত পুরুষ (অনিল কাপুর-ফারদিন খান) পড়েন সমস্যায় ৷ কারণের নেপথ্যে ছিলেন বন্ধু সলমন খান ৷ স্ত্রীকে মিথ্যে বলা ও ছল-চাতুরির মধ্য দিয়ে তৈরি করা পরিস্থিতিতে ক্রমশ জড়িয়ে পড়তে থাকেন তাঁরা ৷ লারা দত্ত, এষা দেওল ও সেলিনা জেটলিকে দেখা গিয়েছিল মুখ্য অভিনেত্রীদের চরিত্রে ৷ বিপাশা বসুকে দেখা গিয়েছিল ক্যামিও চরিত্রে ৷

'নো এন্ট্রি' সিক্যুয়েলের শুটিং শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে ৷ তার আগে বনি কাপুর প্রযোজিত 'ময়দান' রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে ৷ 10 এপ্রিল মুক্তি পাবে 'ময়দান' ৷ পাশাপাশি বনি কাপুর নিয়ে আ্রসছেন 'মিস্টার ইন্ডিয়া'র সিক্যুয়েলও ৷ শেখর কাপুর পরিচালিত 1987 সালে মুক্তি পাওয়া এই ছবি আজও দর্শক দরবারে জনপ্রিয় ৷ সেই ছবিও ফিরবে সিনেপর্দায় আরও একবার ৷

আরও পড়ুন:

1. 20 কোটিতে খাতা খুলল 'ক্রিউ', ইতিহাসে টাবু-করিনার ছবি

2. জন্মদিনে পার্টিতে নিক-প্রিয়াঙ্কা, দিদি-জিজুকে নিয়ে আপ্লুত বোন

3. সিক্যুয়েল মুক্তির আগেই চমক, মাদাম তুসোয় পুষ্পার পোজে আল্লু অর্জুন

হায়দরাবাদ, 30 মার্চ: আনিজ বাজমি পরিচালিত 'নো এন্ট্রি' মুক্তি পেয়েছিল 2005 সালে ৷ সলমন খান, অনিল কাপুর ও ফারদিন খান অভিনীত সেই 'সুপারহিট' কমেডি ছবি 19 বছর পর ফিরছে পর্দায় ৷ শনিবার খুশির খবর শোনালেন প্রযোজক বনি কাপুর ৷ 'নো এন্ট্রি'র সিক্যুয়েলে কাদের এন্ট্রি হতে চলেছে, জানালেন প্রযোজক ৷

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এবার হাসির তুফান নিয়ে আসছেন দিলজিৎ দোসাঞ্জ, অর্জুন কাপুর ও বরুণ ধাওয়ান ৷ পুরনো কোনও তারকাকেই নতুন এই ছবিতে ফিরিয়ে আনা হচ্ছে না বলে জানা গিয়েছে ৷ তবে মজার বিষয় হল, ছবিতে তিন অভিনেতা থাকলেও অভিনেত্রী কিন্তু থাকবেন 10 জন ৷ বনি বলেন, "পুরনো তারকাদের নিয়ে তৈরি নো এন্ট্রি'র অধ্যায় শেষ ৷ এবার এই বোর্ডে থাকছেন দিলজিৎ, বরুণ ও অর্জুন ৷ বরুণ ও অর্জুন খুব ভালো বন্ধু ও দিলজিতের কমিক সেন্স খুব ভালো ৷ তাই আমার মনে হয়েছে এই জুটির কম্বিনেশন ভালো হবে ও বিনোদনমূলক হবে ৷"

এই ছবিও পরিচালনা করবেন আনিজ ৷ অভিনেতাদের নাম প্রকাশ্যে এলেও 10 জন অভিনেত্রীদের তালিকায় কারা জায়গা পাবেন, তা এখনও ঠিক হয়নি বলে জানা গিয়েছে ৷ নো এন্ট্রি-তে দেখানো হয়েছিল দু'জন বিবাহিত পুরুষ (অনিল কাপুর-ফারদিন খান) পড়েন সমস্যায় ৷ কারণের নেপথ্যে ছিলেন বন্ধু সলমন খান ৷ স্ত্রীকে মিথ্যে বলা ও ছল-চাতুরির মধ্য দিয়ে তৈরি করা পরিস্থিতিতে ক্রমশ জড়িয়ে পড়তে থাকেন তাঁরা ৷ লারা দত্ত, এষা দেওল ও সেলিনা জেটলিকে দেখা গিয়েছিল মুখ্য অভিনেত্রীদের চরিত্রে ৷ বিপাশা বসুকে দেখা গিয়েছিল ক্যামিও চরিত্রে ৷

'নো এন্ট্রি' সিক্যুয়েলের শুটিং শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে ৷ তার আগে বনি কাপুর প্রযোজিত 'ময়দান' রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে ৷ 10 এপ্রিল মুক্তি পাবে 'ময়দান' ৷ পাশাপাশি বনি কাপুর নিয়ে আ্রসছেন 'মিস্টার ইন্ডিয়া'র সিক্যুয়েলও ৷ শেখর কাপুর পরিচালিত 1987 সালে মুক্তি পাওয়া এই ছবি আজও দর্শক দরবারে জনপ্রিয় ৷ সেই ছবিও ফিরবে সিনেপর্দায় আরও একবার ৷

আরও পড়ুন:

1. 20 কোটিতে খাতা খুলল 'ক্রিউ', ইতিহাসে টাবু-করিনার ছবি

2. জন্মদিনে পার্টিতে নিক-প্রিয়াঙ্কা, দিদি-জিজুকে নিয়ে আপ্লুত বোন

3. সিক্যুয়েল মুক্তির আগেই চমক, মাদাম তুসোয় পুষ্পার পোজে আল্লু অর্জুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.