ETV Bharat / entertainment

জন্মদিনে পার্টিতে নিক-প্রিয়াঙ্কা, দিদি-জিজুকে নিয়ে আপ্লুত বোন - Priyanka attend Mannara birthday

Priyanka-Nick attend Mannara birthday: বোন মানারার জন্মদিন ধুমধাম করে পালন করলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ সঙ্গে ছিলেন নিক জোনাসও ৷ তাঁদের উপস্থিতি নিয়ে মুখ খুললেন বার্থ-ডে গার্ল ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 1:44 PM IST

Etv Bharat
মানারার জন্মদিনে উপস্থিত নিক-প্রিয়াঙ্কা

হায়দরাবাদ, 30 মার্চ: বেশ কয়েক দিন ধরেই পরিবারের সঙ্গে একান্ত সময় কাটাতে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া ৷ মেয়ে মালতিকে নিয়ে অনেকে আগেই তিনি মুম্বইয়ে উপস্থিত হয়েছেন ৷ তারপরেই আসেন হাবি নিক জোনাসও ৷ আপাতত পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সেলিব্রেশন মুডে দেখা যাচ্ছে দেশী গার্লকে ৷ এমনকী, শুক্রবার বিগবস প্রতিযোগী মানারা চোপড়ার জন্মদিন উদযাপন করলেন প্রিয়াঙ্কা-নিক ৷

মানারা 33তম জন্মদিনে আয়োজন করা হয়েছিল গ্র্যান্ড পার্টির ৷ সেখানে নিক-প্রিয়াঙ্কা পৌঁছতেই স্পটলাইট কেড়ে নেন তারকা দম্পতি ৷ এদিন পিগি চপসকে দেখা গিয়েছে ব্রালেট পোশাকে, সঙ্গে ম্যাচিং স্কার্ট ৷ অন্যদিকে, নিককে দেখা গিয়েছে হলুদ রঙের প্যান্ট ও প্রিন্টেড শার্টে ৷ পাপারাৎজিদের সামনে বোন মানারাকে নিয়ে নানা পোজে দেখা যায় তাঁদের ৷ পাশাপাশি, পাপারাৎজিদের দেখে নমস্কার করতেও ভোলেননি প্রিয়াঙ্কা-মানারা ৷ পাশাপাশি, মানার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি খুব খুশি প্রিয়াঙ্কা-নিক ব্যস্ত শিডিয়ল থেকে তাঁর জন্য সময় বের করে এসেছেন ৷ দিদি-জিজু আসায় তিনি আপ্লুত ৷ এটাই ছিল তাঁর জন্মদিনের সেরা উপহার ৷

এর আগে এই জুটির দোল উদযাপনের ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ নয়ডায় মানারা ও পরিবারের অনান্য সদস্যদের চুটিয়ে রঙের উৎসবে মেতে ওঠেন নিক-প্রিয়াঙ্কা ৷ আসলে প্রিয়াঙ্কা মুম্বইয়ে পা রাখেন বুলগরি সংস্থার নতুন শো-রুমের উদ্বোধনের কারণে ৷ কারণ তিনি এই সংস্থার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসডর ৷ কাজ সেরেই তিনি যোগ দেন পরিবারের সঙ্গে ৷ অন্যদিকে, নিকও লোল্লাপালাজো মিউজিক ইভেন্টে তাঁর ভাইয়ের সঙ্গে অনুষ্ঠান সেরে গিয়েছিল ৷

ছবির দিকে নজর দিলে জানা যায়, এই মুহূর্তে প্রিয়াঙ্কার আপকামিং প্রোজেক্ট হল 'হেডস অফ স্টেট' ৷ এই ছবিতে দেখা যাবে জন সেনা ও ইদ্রিস এলবাকে ৷ এছাড়াও ডিজনির নতুন ছবি 'টাইগার'-এ শোনা যাবে দেশি গার্লের গলার স্বর ৷ অন্যদিকে, বলিউডে তাঁকে দেখা যাবে ফারহান আখতারের 'জী লে জারা' ছবিতে ৷ তাঁর বিপরীতে দেখা যাবে আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফকে ৷ 2021 সালে এই ছবির ঘোষণা হলেও শুটিং এখনও শুরু হয়নি ৷ অন্যদিকে, প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে সঞ্জয় লীলা বনশালির বাড়িতে ৷ অনুরাগীদের অনুমান এই জুটি নতুন কোনও ছবি উপহার দিতে পারেন ৷

আরও পড়ুন

1. সিক্যুয়েল মুক্তির আগেই চমক, মাদাম তুসোয় পুষ্পার পোজে আল্লু অর্জুন

2. প্রকাশ্যে 'ফ্যামিলি স্টার' ট্রেলার, বিজয়-ম্রুণালের কেমিষ্টি দেখতে আগ্রহী অনুরাগীরা

3. শ্রেয়স তলপড়ে-বিজয় রাজের করতম ভুগতাম মুক্তি পাচ্ছে এই তারিখে

হায়দরাবাদ, 30 মার্চ: বেশ কয়েক দিন ধরেই পরিবারের সঙ্গে একান্ত সময় কাটাতে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া ৷ মেয়ে মালতিকে নিয়ে অনেকে আগেই তিনি মুম্বইয়ে উপস্থিত হয়েছেন ৷ তারপরেই আসেন হাবি নিক জোনাসও ৷ আপাতত পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সেলিব্রেশন মুডে দেখা যাচ্ছে দেশী গার্লকে ৷ এমনকী, শুক্রবার বিগবস প্রতিযোগী মানারা চোপড়ার জন্মদিন উদযাপন করলেন প্রিয়াঙ্কা-নিক ৷

মানারা 33তম জন্মদিনে আয়োজন করা হয়েছিল গ্র্যান্ড পার্টির ৷ সেখানে নিক-প্রিয়াঙ্কা পৌঁছতেই স্পটলাইট কেড়ে নেন তারকা দম্পতি ৷ এদিন পিগি চপসকে দেখা গিয়েছে ব্রালেট পোশাকে, সঙ্গে ম্যাচিং স্কার্ট ৷ অন্যদিকে, নিককে দেখা গিয়েছে হলুদ রঙের প্যান্ট ও প্রিন্টেড শার্টে ৷ পাপারাৎজিদের সামনে বোন মানারাকে নিয়ে নানা পোজে দেখা যায় তাঁদের ৷ পাশাপাশি, পাপারাৎজিদের দেখে নমস্কার করতেও ভোলেননি প্রিয়াঙ্কা-মানারা ৷ পাশাপাশি, মানার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি খুব খুশি প্রিয়াঙ্কা-নিক ব্যস্ত শিডিয়ল থেকে তাঁর জন্য সময় বের করে এসেছেন ৷ দিদি-জিজু আসায় তিনি আপ্লুত ৷ এটাই ছিল তাঁর জন্মদিনের সেরা উপহার ৷

এর আগে এই জুটির দোল উদযাপনের ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ নয়ডায় মানারা ও পরিবারের অনান্য সদস্যদের চুটিয়ে রঙের উৎসবে মেতে ওঠেন নিক-প্রিয়াঙ্কা ৷ আসলে প্রিয়াঙ্কা মুম্বইয়ে পা রাখেন বুলগরি সংস্থার নতুন শো-রুমের উদ্বোধনের কারণে ৷ কারণ তিনি এই সংস্থার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসডর ৷ কাজ সেরেই তিনি যোগ দেন পরিবারের সঙ্গে ৷ অন্যদিকে, নিকও লোল্লাপালাজো মিউজিক ইভেন্টে তাঁর ভাইয়ের সঙ্গে অনুষ্ঠান সেরে গিয়েছিল ৷

ছবির দিকে নজর দিলে জানা যায়, এই মুহূর্তে প্রিয়াঙ্কার আপকামিং প্রোজেক্ট হল 'হেডস অফ স্টেট' ৷ এই ছবিতে দেখা যাবে জন সেনা ও ইদ্রিস এলবাকে ৷ এছাড়াও ডিজনির নতুন ছবি 'টাইগার'-এ শোনা যাবে দেশি গার্লের গলার স্বর ৷ অন্যদিকে, বলিউডে তাঁকে দেখা যাবে ফারহান আখতারের 'জী লে জারা' ছবিতে ৷ তাঁর বিপরীতে দেখা যাবে আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফকে ৷ 2021 সালে এই ছবির ঘোষণা হলেও শুটিং এখনও শুরু হয়নি ৷ অন্যদিকে, প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে সঞ্জয় লীলা বনশালির বাড়িতে ৷ অনুরাগীদের অনুমান এই জুটি নতুন কোনও ছবি উপহার দিতে পারেন ৷

আরও পড়ুন

1. সিক্যুয়েল মুক্তির আগেই চমক, মাদাম তুসোয় পুষ্পার পোজে আল্লু অর্জুন

2. প্রকাশ্যে 'ফ্যামিলি স্টার' ট্রেলার, বিজয়-ম্রুণালের কেমিষ্টি দেখতে আগ্রহী অনুরাগীরা

3. শ্রেয়স তলপড়ে-বিজয় রাজের করতম ভুগতাম মুক্তি পাচ্ছে এই তারিখে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.