পশ্চিমবঙ্গ

west bengal

জন্মদিনে বিশেষ উপহার, প্রকাশ্যে অজয়ের 'ময়দান' ফাইনাল ট্রেলার - Maidaan Trailer

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 4:36 PM IST

Ajay Devgn New Movie: ট্রেলার মুক্তি পেয়েছিল আগেই ৷ তবে আজকেরটা একটু স্পেশাল ৷ অজয় দেবগণের জন্মদিনে নির্মাতাদের তরফে প্রকাশ্যে আনা হল ময়দান ছবির নতুন ট্রেলার ৷

Ajay Devgn New Movie
প্রকাশ্যে অজয়ের 'ময়দান' ফাইনাল ট্রেলার

হায়দরাবাদ, 2 এপ্রিল: চলতি বছর ঈদে সিলভার স্ক্রিনে মুক্তি পেতে চলেছে অজয় দেবগণ অভিনীত বহু প্রতীক্ষীত ছবি 'ময়দান'৷ ইতিমধ্যেই ছবি ঘিরে সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে ৷ আগেই বায়োগ্রাফিকাল স্পোর্টস ড্রামা নিয়ে তৈরি 'ময়দান'-এর পোস্টার ও টিজার সামনে এসেছে ৷ ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী তুলে ধরা হবে পর্দায় ৷ সেই ছবির ফাইনাল ট্রেলার অজয়ের জন্মদিনের দিন প্রকাশ্যে আনলেন নির্মাতারা ৷

ইন্সটাগ্রামে অজয় দেবগণ সেই ফাইনাল ট্রেলার শেয়ার করেছেন ৷ যেখানে দেখানো হয়েছে ভারতীয় ফুটবলকে উচ্চস্তরে নিয়ে যেতে কোচ সৈয়দ আব্দুলকে কী কী বাধার সম্মুখীন হতে হয়েছে ৷ আইকনিক এই চরিত্র কীভাবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে ভারতীয় ফুটবলে স্বর্ণযুগ এনেছিলেন, সেই কাহিনী দর্শকদের সামনে তুলে ধরা হবে ৷ ট্রেলার শেয়ার করে অজয় লিখেছেন, "মন এক, সমাজ এক, চিন্তাভাবনাও এক ৷ সাক্ষী থাকুন এসএ রহিমের না বলা কাহিনীর ৷ হ্যাশট্যাগ টিম ইন্ডিয়া ৷ সকলেই আসুন ময়দানে 10 এপ্রিল ৷"

'ময়দান' ছবি পরিচালনা করেছেন অমিত রবীন্দ্রনাথ শর্মা ৷ অজয় দেবগণ ছাড়াও মুখ্যচরিত্রে রয়েছেন প্রিয়মণি, গজরাজ রাও, বাংলার রুদ্রনীল ঘোষ ৷ 1952 সাল থেকে 1962 সাল পর্যন্ত ভারতীয় ফুটবলের ইতিহাসে কোচ সৈয়দ আব্দুলের ভূমিকা কী ছিল তা তুলে ধরা হয়েছে ৷ ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে জি স্টুডিয়োজ, বেভিউ প্রোজেক্টস ও ফ্রেশ লাইম ফিল্মস ৷ স্ক্রিন প্লে লিখেছেন সাইয়ান কুয়াদ্রাস ৷ সংলাপ লিখেছেন রীতেশ শাহ ৷ ছবিতে মিউজিক সম্পাদনা করেছেন এআর রহমান ৷ গানের লিরিক্স লিখেছেন মনোজ মুন্তাশির শুক্লা ৷ চলতি বছর ঈদে মুক্তি পাবে 'ময়দান' ৷

ABOUT THE AUTHOR

...view details