ETV Bharat / entertainment

বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর স্টাইলে অক্ষয়কে এপ্রিল ফুল করলেন টাইগার শ্রফ - Bade Miyan Chote Miyan

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 1:37 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Bade Miyan Chote Miyan: এপ্রিল ফুল দিবসে অক্ষয় কুমারকে বোকা বানালেন অভিনেতা টাইগার শ্রফ ৷ আর সেই ঘটনার ভিডিয়ো পোস্ট করে তাঁরা প্রচার সারলেন তাঁদের আসন্ন ফিল্ম বড়ে মিয়াঁ ছোট মিয়াঁর ৷ ছবিটি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ।

হায়দরাবাদ, 1 এপ্রিল: খুব শিগগিরই বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে অভিনেতা টাইগার শ্রফকে ৷ তাঁদের বহুল প্রত্যাশিত অ্যাকশন থ্রিলার বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে । মুক্তির তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই প্রচারে কোনও খামতি রাখছেন না অক্ষয় ও টাইগার । ফিল্মের প্রচারের জন্য প্রতিটি সুযোগ ব্যবহার করছেন তাঁরা ৷ তাই আজ এপ্রিল ফুলের দিনটিও প্রচারের অংশ করলেন দুই অভিনেতা ৷ টাইগার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অক্ষয় কুমারকে নিয়ে রসিকতা করার একটি ভিডিয়ো পোস্ট করেছেন ।

ইনস্টাগ্রাম ভিডিয়োর শুরুতে দেখা যায়, টাইগার একটি বড় নরম পানীয়ের বোতল ভালো করে ঝাঁকিয়ে একটি জায়গায় রেখে খেলতে চলে যান । ঠিক তখনই সেখান দিয়ে দৌড়ে আসছিলেন অক্ষয় কুমার ৷ তাঁকে বোতলটি এনে খুলতে বলেন বাঘি স্টার । অক্ষয় তাঁর অনুরোধে কোল্ড ড্রিঙ্কসের বোতল খুলতেই তার থেকে ফেনা উঠে তা ভিজিয়ে দেয় বলিউডের খিলাড়িকে ৷ আর টাইগার ও অন্যান্যরা তখন চিৎকার করে বলে ওঠেন এপ্রিল ফুল ৷ তাঁকে বোকা বানানো হয়েছে বুঝতে পেরে সবার গায়ে কোল্ড ড্রিঙ্কস ছিটিয়ে দেন অক্ষয় ৷ এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করে জ্যাকি শ্রফের ছেলে লেখেন, "এপ্রিল (ফুল ইমোজি) বড়ে মিয়াঁ (হাসির ইমোজি) ৷"

পেশাদার ফ্রন্টে, অক্ষয় এবং টাইগার তাঁদের আসন্ন ফিল্ম বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ দিয়ে দর্শকদের মুগ্ধ করার জন্য তৈরি ৷ এই ছবিতে তাঁরা ছাড়াও আছেন সোনাক্ষী সিনহা, আলায়া এফ এবং মানুশি চিল্লার । আলি আব্বাস জাফরের ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন । ছবিটি 10 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৷ ছবিটি পূজা এন্টারটেইনমেন্ট এবং এএজেড ফিল্মসের ব্যানারে নির্মিত ও প্রখ্যাত আলি আব্বাস জাফর পরিচালিত । এটি 2024 সালের সবচেয়ে বড় ব্লকবাস্টার হবে বলে আশা করা হচ্ছে ৷ বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ কন্নড়, তামিল, তেলুগু এবং মালায়লাম ভাষায় মুক্তি পাবে ৷

আরও পড়ুন:

  1. হাঁটুর বয়সি মেয়ের প্রেমের ফাঁদে অম্বরীশ ! রাজি অভিনেত্রীও
  2. কপিলের শো'য়ে সুনীলের প্রত্যাবর্তন, কতটা পছন্দ করল দর্শক?
  3. 20 কোটিতে খাতা খুলল 'ক্রিউ', ইতিহাসে টাবু-করিনার ছবি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.