পশ্চিমবঙ্গ

west bengal

চণ্ডীগড়ে মেয়র নির্বাচনে কারচুপি নিয়ে বিজেপির বিরুদ্ধে আপের বিক্ষোভ

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 4:15 PM IST

Protest outside BJP office: চণ্ডীগড়ে মেয়র নির্বাচনে কারচুপির অভিযোগে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ আম আদমি পার্টির ৷ শুক্রবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরের বাইরে এই বিক্ষোভ হয় ৷ সামিল হন অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মান ৷

Arvind Kejriwal
Arvind Kejriwal

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: চণ্ডীগড় মেয়র নির্বাচনে কারচুপির অভিযোগে দিল্লিতে বিজেপি সদর দফতরের বাইরে আম আদমি পার্টির বিক্ষোভ হয় শুক্রবার । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই বিক্ষোভে অংশ নেন ৷

এই বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী দিল্লির রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে ৷ সেই কারণে বিজেপি ও আম আদমি পার্টি বা আপের কার্যালয়ের বাইরে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ৷ দিল্লি পুলিশের পাশাপাশি আধা-সেনার জওয়ান মোতায়েন করা হয়েছে দুই জায়গায় ৷

আপের অভিযোগ, চণ্ডীগড়ে কারচুপি করে মেয়র নির্বাচনে জিতেছে বিজেপি । দিল্লিতে আপের রাজ্য যুব মোর্চার সভাপতি পঙ্কজ গুপ্তা বলেন, "আমরা সবাই দেখেছি যে কেন্দ্রের মোদি সরকার কিভাবে গণতন্ত্রকে ধ্বংস করতে চায় ৷ চণ্ডীগড় নির্বাচনে আম আদমি পার্টি ও কংগ্রেস জোট জিতেছিল ৷ কিন্তু শেষ মুহূর্তে এই লোকেরা কারচুপি করেছে, যা দেশের মানুষ দেখেছে । বিজেপি দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চায় ।"

আম আদমি পার্টির অন্য এক নেতা বরুণ রাজ সিং বলেছেন, "মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নেতৃত্বে সারা দেশ থেকে আম আদমি পার্টির সমস্ত কর্মী এখানে এসেছেন ৷ আমাদের কর্মীদের থামাতে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছিল । বিজেপি গণতন্ত্রকে হত্যা করতে চায় । আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছি । আমাদের দাবি, বিজেপি কারচুপি করা বন্ধ কর, গণতন্ত্র হত্যা বন্ধ কর ।’’ তাঁর আরও বক্তব্য, জনসাধারণ সঙ্গে নিয়ে আম আদমি পার্টি রাজনীতি করে ৷ মাটির সঙ্গে সরাসরি যোগ আছে অরবিন্দ কেজরিওয়ালের দলের৷ আর বিজেপি শুধু গুন্ডামি করছে ৷

উল্লেখ্য, চণ্ডীগড়ে মেয়র নির্বাচনের জন্য 36টি ভোট ছিল ৷ বিজেপি 16-12 ফলাফলে জিতে যায় ৷ মেয়র হন মনোজ সোনকর ৷ আপ ও কংগ্রেস জোট করে মেয়র নির্বাচনে নেমেছিল ৷ তাদের কাছে 20টি ভোট ছিল ৷ হিসেব মতো তাদের জেতার কথা ৷ কিন্তু তাদের আটটি ভোট বাতিল হয়ে যাওয়ায় তারা হেরে যায় ৷ এই নিয়েই আপ ও কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কারচুপি করার অভিযোগ ওঠে ৷

আরও পড়ুন:

  1. বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পূর্ণরূপে নির্বাচনী, অভিযোগ থারুরের
  2. আমায় জেলে পুরে দিলেও জেল ফুটো করে বেরিয়ে আসব, হুঁশিয়ারি মমতার
  3. দু’দিন পর নীতীশের ‘ইন্ডিয়া’ ত্যাগ নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধি, কী বললেন কংগ্রেস সাংসদ ?

ABOUT THE AUTHOR

...view details