ETV Bharat / bharat

সাঙ্গেলাংয়ে দু’দিনে তৈরি নয়া সেতু, অপারেশন স্বস্তিকে ফের উত্তর সিকিমে সংযোগস্থাপন - New Bridge in Sikkim

New Bridge in Sikkim: দু’দিন পর বর্ডার রোড অর্গানাইজেশনের তৎপরতায় অপারেশন স্বস্তিকের মাধ্যমে উত্তির সিকিমের সঙ্গে স্থাপন হল যোগাযোগ ৷ তৈরি হল নতুন সেতু ৷ এবার আটকে পড়া সাধারণ মানুষ ও পর্যটকদের উদ্ধার সহজ হবে বলে অনুমান ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 15, 2024, 7:11 PM IST

New Bridge in Sikkim
সাঙ্গেলাংয়ে দু’দিনে তৈরি নয়া সেতু (নিজস্ব চিত্র)

শিলিগুড়ি, 15 জুন: বর্ডার রোড অর্গানাইজেশনের (বিআরও) তৎপরতায় উত্তর সিকিমের সঙ্গে ফের যোগাযোগ ব্যবস্থা স্থাপন হল । টানা বৃষ্টির জেরে ধসের কারণে উত্তর সিকিমের সাঙ্গেলাংয়ে সেতু ভেঙে ক্ষতিগ্রস্ত হয় । সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় উত্তর সিকিম । আর তাতে বিপাকে পড়তে হয় সিকিম সরকারকে । কারণ, সাধারণ মানুষের পাশাপাশি প্রায় 1500 পর্যটক উত্তর সিকিমে আটকে পড়েছিলেন । যাঁদের উদ্ধারের জন্য বায়ুসেনার কাছে এয়ারলিফটের আবেদন জানিয়েছিল সিকিম সরকার । কিন্তু লাগাতার বৃষ্টির কার‍ণে সেই পরিকল্পনাও বাস্তবায়িত করা যথেষ্ট চাপের ছিল । প্রতিকূল পরিবেশ ও প্রাকৃতিক বিপর্যয়কে মাথায় নিয়েই দিনরাত এক করে বিআরও কর্মী ও আধিকারিকরা উত্তর সিকিমের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের কাজ চালিয়ে যান ।

ভারী বৃষ্টির কারণে উত্তর সিকিমের দিকে যাওয়ার বিভিন্ন রাস্তা যেমন ডিকচু থেকে সাঙ্গেকেলাং থেকে টুং, তারপর মঙ্গন থেকে সাঙ্গেকেলাং, সিংথাম থেকে রাংরাং, আবার রাংরাং থেকে টুং -যাওয়ার একাধিক রাস্তায় ভারী ধসের ঘটনা ঘটে । এর ফলে উত্তর সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । সাঙ্গেকেলাংয়ে নবনির্মিত ঝুলন্ত সেতু বা বেইলি ব্রিজ ভেঙে পড়ার পর পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে ।

কারণ, উত্তর সিকিম এবং জংগু অঞ্চলের পুরো সংযোগ ওই সেতুর উপর নির্ভরশীল । পরিস্থিতির গুরুত্ব বুঝে বর্ডার রোড অর্গানাইজেশনের (বিআরও) কর্মীরা কাজ শুরু করেন । প্রথম দিন থেকেই অপারেশন স্বস্তিক শুরু করা হয় । উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধার করার জন্য প্রচুর কর্মী ও যন্ত্রপাতি একত্রিত করে কাজ শুরু হয় । খুব দ্রুততার সঙ্গে ডিকচু-সাঙ্গেকেলাং-টুং সড়কের বিশাল ধস সরানো হয় । টুং থেকে সাঙ্গেকেলাং পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তার ধস সরিয়ে পরিষ্কার করা হয় ।

একইভাবে, বিআরও তার ভারী অত্যধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে নাগা পাস থেকে গ্যাংটক-চুংথং সড়কে ধস পরিষ্কার করে । পাশাপাশি নাগা পাস থেকে লান্থাখোলার মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা হয় । টুং-এ মডুলার সেতু তৈরি করে মাধ্যমে উত্তর সিকিমের সঙ্গে সংযোগ সংযোগ করা হয় । এতে আটকে পরা পর্যটকদের এবার দ্রুত উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছে পর্যটনমহল ও সিকিম প্রশাসন ।

শিলিগুড়ি, 15 জুন: বর্ডার রোড অর্গানাইজেশনের (বিআরও) তৎপরতায় উত্তর সিকিমের সঙ্গে ফের যোগাযোগ ব্যবস্থা স্থাপন হল । টানা বৃষ্টির জেরে ধসের কারণে উত্তর সিকিমের সাঙ্গেলাংয়ে সেতু ভেঙে ক্ষতিগ্রস্ত হয় । সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় উত্তর সিকিম । আর তাতে বিপাকে পড়তে হয় সিকিম সরকারকে । কারণ, সাধারণ মানুষের পাশাপাশি প্রায় 1500 পর্যটক উত্তর সিকিমে আটকে পড়েছিলেন । যাঁদের উদ্ধারের জন্য বায়ুসেনার কাছে এয়ারলিফটের আবেদন জানিয়েছিল সিকিম সরকার । কিন্তু লাগাতার বৃষ্টির কার‍ণে সেই পরিকল্পনাও বাস্তবায়িত করা যথেষ্ট চাপের ছিল । প্রতিকূল পরিবেশ ও প্রাকৃতিক বিপর্যয়কে মাথায় নিয়েই দিনরাত এক করে বিআরও কর্মী ও আধিকারিকরা উত্তর সিকিমের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের কাজ চালিয়ে যান ।

ভারী বৃষ্টির কারণে উত্তর সিকিমের দিকে যাওয়ার বিভিন্ন রাস্তা যেমন ডিকচু থেকে সাঙ্গেকেলাং থেকে টুং, তারপর মঙ্গন থেকে সাঙ্গেকেলাং, সিংথাম থেকে রাংরাং, আবার রাংরাং থেকে টুং -যাওয়ার একাধিক রাস্তায় ভারী ধসের ঘটনা ঘটে । এর ফলে উত্তর সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । সাঙ্গেকেলাংয়ে নবনির্মিত ঝুলন্ত সেতু বা বেইলি ব্রিজ ভেঙে পড়ার পর পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে ।

কারণ, উত্তর সিকিম এবং জংগু অঞ্চলের পুরো সংযোগ ওই সেতুর উপর নির্ভরশীল । পরিস্থিতির গুরুত্ব বুঝে বর্ডার রোড অর্গানাইজেশনের (বিআরও) কর্মীরা কাজ শুরু করেন । প্রথম দিন থেকেই অপারেশন স্বস্তিক শুরু করা হয় । উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধার করার জন্য প্রচুর কর্মী ও যন্ত্রপাতি একত্রিত করে কাজ শুরু হয় । খুব দ্রুততার সঙ্গে ডিকচু-সাঙ্গেকেলাং-টুং সড়কের বিশাল ধস সরানো হয় । টুং থেকে সাঙ্গেকেলাং পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তার ধস সরিয়ে পরিষ্কার করা হয় ।

একইভাবে, বিআরও তার ভারী অত্যধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে নাগা পাস থেকে গ্যাংটক-চুংথং সড়কে ধস পরিষ্কার করে । পাশাপাশি নাগা পাস থেকে লান্থাখোলার মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা হয় । টুং-এ মডুলার সেতু তৈরি করে মাধ্যমে উত্তর সিকিমের সঙ্গে সংযোগ সংযোগ করা হয় । এতে আটকে পরা পর্যটকদের এবার দ্রুত উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছে পর্যটনমহল ও সিকিম প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.