পশ্চিমবঙ্গ

west bengal

Kali Pujo 2021 : সোনামুখীতে 150 বছরের পুরনো ক্ষ্যাপা কালীর পায়ে শিকল

By

Published : Nov 5, 2021, 11:49 AM IST

শোনা যায়, পাশের কুমোর বাড়িতে আগুন নিভিয়েছিলেন মা কালী নিজের হাতে ৷ তারপর নিজে সেই জ্বালা নিয়ে মন্দির ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ৷ পরে বাঁকুড়ার সোনামুখীবাসীরা কলসি ভরে দুধ এনে মায়ের মাথায় ঢালতেন, যাতে তাঁর যন্ত্রণার উপশম হয় ৷ দৈববাণী অনুযায়ী মায়ের পায়ে শিকল পরানো হয়েছে, আর যেন মন্দির ছেড়ে না যান সোনামুখীর ক্ষ্যাপা কালী ৷ 150 বছরের পুরনো পুজোয় অমাবস্যায় পুজো হয়ে অমাবস্যাতেই বিসর্জনের রীতি ৷ এখন ভক্তের সংখ্যা বৃদ্ধিতে মাঝে একদিন রাখা হয় মাকে ৷ সারারাত ধরে ক্ষ্যাপা কালীর পুজো হয়েছে, তবে কোভিড বিধি মেনে ।

ABOUT THE AUTHOR

...view details