পশ্চিমবঙ্গ

west bengal

UM John Barla: পথ দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার কনভয়

By

Published : Jul 2, 2023, 5:16 PM IST

পথ দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার এসকর্ট

জলপাইগুড়ি থেকে বানারহাট যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার কনভয়। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের ঠাকুরপাঠ এলাকায় এশিয়ান হাইওয়ে 48-এর উপর। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন পুলিশ কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়ে কনভয়ের পরপর তিনটি গাড়ি। পুলিশের এসকর্ট ভ্যানটি বানারহাট অভিমুখে যাওয়ার সময় একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে গয়েরকাটার দিক থেকে আসা একটি দুধের গাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এরপর একটি কন্টেনার দুধের গাড়ির পিছনে এসে ধাক্কা মারে। 

দুর্ঘটনায় পুলিশের গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ির দমকল বাহিনী পৌঁছে আহতদের উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক ওসি। পুলিশ সূত্রে খবর, এএসআই পরিতোষ বর্মন-সহ মোট 4 জন পুলিশ কর্মী জলপাইগুড়ি থেকে বানারহাট লক্ষ্মীপাড়া চা বাগানে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে আনতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় এএসআই পরিতোষ বর্মন-সহ কনস্টেবল বিট্টু বিশ্বকর্মার আঘাত গুরুতর হওয়ায় তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details