পশ্চিমবঙ্গ

west bengal

Research on Spike Protein : করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনের এন্ডোডোমেনের আকৃতি ব্যাখ্যা করলেন আইআইটি মান্ডির বিশেষজ্ঞরা

By

Published : Apr 5, 2022, 5:54 PM IST

এবার করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনের এন্ডোডোমেনের আকৃতি ব্যাখ্যা করলেন আইআইটি মান্ডির বিশেষজ্ঞরা ৷ তাঁদের আশা, এর ফলে আগামীতে ওষুধ অনুসন্ধানের ক্ষেত্রে প্রভূত সাহায্য পাবেন বিজ্ঞানীরা (IIT Mandi Research on Spike Protein)৷

Research on Spike Protein
করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনের এন্ডোডোমেনের আকৃতি ব্যাখ্যা করলেন আইআইটি মান্ডির বিশেষজ্ঞরা

নয়া দিল্লি : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-র গবেষকরা করোনা ভাইরাসের 'ফাংশনাল প্রোটিন রিজিয়ন'-এর আণবিক গঠনটি সামনে এনেছেন ৷ তাঁদের আশা এর ফলে আগামীতে ওষুধ অনুসন্ধানের ক্ষেত্রে প্রভূত সাহায্য পাবেন বিজ্ঞানীরা ৷ এই বিশেষজ্ঞ দলটি সংক্রমণের জন্য দায়ী গুরুত্বপূর্ণ একটি স্পাইক প্রোটিনের একটি অংশের কাঠামো খুঁজে বের করতে সক্ষম হয়েছে (IIT Mandi Research on Spike Protein)৷ সম্প্রতি এই গবেষণাটি প্রকাশিত হয়েছে 'ভাইরোলজি' নামক একটি জার্নালে ৷

কর্মকর্তাদের মতে, সার্স কোভ-2-এর নামের কারণই হল এর পৃষ্ঠভাগে বেশ কিছু স্পাইক রয়েছে ৷ যা অনেকটা একটা মুকুটের মত চেহারা নেয় ৷ হোস্ট কোষগুলিতে এই ভাইরাসগুলির অনুপ্রবেশের জন্যও দায়ী সেই প্রোটিনগুলিই, যারা স্পাইক তৈরি করে ৷ ভাইরাসের সংক্রামকতায় স্পাইক প্রোটিনের এই গুরুত্বের কারণেই বিশ্বজুড়ে এর আণবিক কাঠামোর ওপর এত আলোচনা চলছে ৷

এখন এটা জানা গিয়েছে যে স্পাইক প্রোটিন এমন একটি অংশ নিয়ে গঠিত, যা ভাইরাসের প্রধান শরীরের (এক্সট্রাভিরিয়ন) বাইরে থাকে ৷ যা ইক্টোডোমেন নামে পরিচিত ৷ এটি এমন একটি ভাগ যার একটি অংশ ভাইরাসের মেমব্রেনকে অতিক্রম করে এবং আরেকটি অংশ ভাইরাল স্ট্রাকচারের ভিতরে থাকে ৷ যা এন্ডোডোমেন নামে পরিচিত ৷

আইআইটি মান্ডির স্কুল অফ বেসিক সায়েন্সের সহযোগী অধ্যাপক ড: রজনীশ গিরি বলেন, "আমাদের দল স্পাইক প্রোটিনের এন্ডোডোমেনের আকৃতি ব্যাখ্যা করেছে । আমরা দেখতে পেয়েছি যে, এর কোনও ক্রম বা কাঠামো নেই, এবং এটি অন্তর্নিহিতভাবে একটি বিশৃঙ্খল অঞ্চল ৷" তিনি আরও বলেন, "এন্ডোডোমেইন হল স্পাইক প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ ৷ কারণ এতে পরিবহণ সঙ্কেত রয়েছে ৷ যা হোস্ট কোষের ভিতরে প্রোটিনের চলাচলে সহায়তা করে এবং এইভাবেই সংক্রমণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷"

ডঃ গিরির কথায়, "নির্দিষ্ট ক্রম বা কাঠামোর অনুপস্থিতির কারণে, এটি ভাইরাসের ডার্ক প্রোটিওমের অংশ । এন্ডোডোমেন বিভিন্ন অবস্থায় একটি সম্পূর্ণ বিশৃঙ্খল বা আংশিকভাবে বিকৃত কাঠামো গ্রহণ করতে পারে ৷"
আরও পড়ুন : স্কুলে ফিরছে বাচ্চারা, কিছু খাবারই তাদের বাঁচাতে পারে বিভিন্ন রোগের হাত থেকে, দেখুন তালিকা

আইআইটি মান্ডির পিএইচডি স্কলার প্রতীক কুমার বলেন, "আমরা স্পাইক গ্লাইকোপ্রোটিনের ইন্ট্রাভাইরিয়ন অঞ্চলের আকৃতি বা গঠন তদন্ত করতে সিডি স্পেকট্রোস্কোপি এবং আণবিক গতিবিদ্যা সিমুলেশন ব্যবহার করেছি ৷ যা সি-টার্মিনাল অঞ্চল বা এন্ডোডোমেন নামেও পরিচিত। আমাদের অনুসন্ধানগুলি ওষুধের অন্বেষণের জন্য বৈজ্ঞানিকদের কাজে লাগবে ৷"

ABOUT THE AUTHOR

...view details