পশ্চিমবঙ্গ

west bengal

Monkeypox Research উপসর্গহীন ব্যক্তিরাই আরও বাড়াচ্ছে মাঙ্কিপক্স সংক্রমণের ভয় বলছে গবেষণা

By

Published : Aug 16, 2022, 11:01 PM IST

উপসর্গহীন ব্যক্তিরাই আরও বাড়াচ্ছে মাঙ্কিপক্স সংক্রমণের ভয় বলছে গবেষণা (Monkeypox) ৷ মাঙ্কিপক্স যেভাবে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে তাতে ভ্যাক্সিন দিয়েও সবক্ষেত্রে সংক্রমন এড়ানো সম্ভব হচ্ছে না ৷

Monkeypox News
ফরাসি গবেষকরা পুরুষদের সঙ্গে যৌন মিলনকারী অ্যাসিম্টোমেটিক পুরুষদের মলদ্বার থেকে নেওয়া নমুনায় মাঙ্কিপক্স ভাইরাস সনাক্ত করেছেন

ফরাসি গবেষকরা পুরুষদের সঙ্গে যৌন মিলনকারী উপসর্গহীন পুরুষদের মলদ্বার থেকে নেওয়া নমুনায় মাঙ্কিপক্স ভাইরাস সনাক্ত করেছেন (Monkeypox) ৷ যা এই ভাইরাস সম্পর্কে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে ৷

মাঙ্কিপক্স ভাইরাসের প্রাদুর্ভাব, যা মে মাসে আবির্ভূত হয়েছিল ৷ প্রধানত পুরুষদের সঙ্গে যৌন মিলনকারী পুরুষদের প্রভাবিত করেছিল । যদিও বেশিরভাগ সংক্রমণই ত্বকের ক্ষত দ্বারা চিহ্নিত করা হয়েছিল ৷ সম্প্রতি অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিন উপসর্গহিন পুরুষের ত্বকে ক্ষত নেই কিন্তু ইতিবাচক ফলাফল রয়েছে ।

ফ্রান্সের বিচাট-ক্লদ বার্নার্ড হাসপাতাল থেকে জানা গিয়েছে, বর্তমানে বিশ্বব্যাপী মাঙ্কিপক্স মহামারী আকার ধারণ করেছে ৷ মানুষ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই রোগ ৷

আরও পড়ুন: যৌনসঙ্গীর সংখ্যা কমান, মাঙ্কিপক্স রুখতে সমপ্রেমী পুরুষদের পরামর্শ হু-এর

মাঙ্কিপক্স যেভাবে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে তাতে ভ্যাকসিন দিয়েও সবক্ষেত্রে সংক্রমণ এড়ানো সম্ভব হচ্ছে না ৷

ফরাসি নির্দেশিকা অনুসারে, এই ধরনের স্ক্রিনিং প্রতি তিন মাস পর পর পুরুষদের মধ্যে সঞ্চালিত হয় ৷ যাঁরা একাধিক যৌনসঙ্গী পুরুষদের সঙ্গে সহবাস করেন এইচআইভি প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস (প্রিইপি) গ্রহণ করা হয়েছে ৷ যৌনবাহিত রোগজীবাণুগুলির জন্য নেতিবাচক 200 উপসর্গহীন ব্যক্তির মধ্যে 13 (6.5 শতাংশ) নমুনা মাঙ্কিপক্স ভাইরাসের জন্য পিসিআর পজিটিভ দেখা গিয়েছে ।

গবেষকরা পরামর্শ দিয়েছেন, এই সংক্রমণ থেকে বাঁচতে যাদের বেশি ঝুঁকি রয়েছে তাদের টিকাকরণ করা হবে ৷

TAGGED:

Monkeypox

ABOUT THE AUTHOR

...view details