পশ্চিমবঙ্গ

west bengal

TMC Inner Clash: ইসলামপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত তিন

By

Published : Jun 22, 2023, 4:34 PM IST

তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়াল ইসলামপুরে ৷ আব্দুল করিম চৌধুরীর সমর্থকদের মারধরের অভিযোগ কানাইয়ালাল আগরওয়ালের গোষ্ঠার বিরুদ্ধে ৷

TMC inner clash
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

ইসলামপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ

রায়গঞ্জ, 22 জুন: নির্দল প্রার্থীদের নাম ঘোষণা হতেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ৷ ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের উপর গোষ্ঠীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা-1 নং গ্রাম পঞ্চায়েতের ছ'ঘরিয়া এলাকায় । মূলত তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী আব্দুল করিম চৌধুরী ও কানাইয়ালাল আগরওয়ালের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে । ঘটনায় তিনজন আব্দুল করিম চৌধুরী গোষ্ঠীর লোক আহত হয়েছেন বলে দাবি তাঁদের । ইসলামপুর মহকুমা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে ।

অভিযোগ, বুধবার রাতে হঠাৎই জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের লোকেরা আব্দুল করিম চৌধুরীর সমর্থকদের উপরে হামলা চালায় । এই হামলার ঘটনায় সানজুর আলম, লাল মহম্মদ এবং নূর আলম নামে তিনজন করিম চৌধুরীর সমর্থক আহত হন। ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । আহত লাল মহম্মদ জানিয়েছেন, তাঁরা দু'তিনজন বসে গল্প করছিলেন। তাঁরা প্রত্যেকেই করিম চৌধুরীর সমর্থক। হঠাৎই আশারুল হক, সাকাওয়াতরা পিছন থেকে লাঠি নিয়ে কোন কারণ ছাড়াই তাঁদের মারধর শুরু করে ।

আরও পড়ুন:তৃণমূলের পতনের জন্য দায়ী মমতাই, অভিযোগ আবদুল করিমের

আব্দুল করিম চৌধুরী সমর্থিত নির্দল প্রার্থী লাল বানুর ছেলে মহম্মদ খইবুল আলম বলেন, "তৃণমূলের প্রতীকে যারা দাঁড়িয়েছে তাদের কোনও সংগঠন নেই। তাদের পায়ের নীচের জমি সরে যাচ্ছে, তাই ওরা ভয় দেখানোর জন্য আমাদের লোকজনের ওপরে হামলা চালিয়েছে । ওরা ভোটে হেরে যাওয়ার ভয়ে এলাকায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে ।

উল্লেখ্য, বুধবার ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সাংবাদিক বৈঠক ডেকে তাঁর সমর্থিত নির্দল প্রার্থীদের নাম ঘোষণা করেন । ইসলামপুর পঞ্চায়েত সমিতির 27টি আসন, জেলা পরিষদের 2টি আসন এবং গ্রাম পঞ্চায়েতের 134টি আসনে তাঁর সমর্থিত নির্দল প্রার্থীরা লড়াই করছেন বলে জানান তিনি । পাশাপাশি নির্বাচনে সন্ত্রাস, বোমাবাজি, গুলি চালানোর ঘটনায় তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল এবং ব্লক সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে সোচ্চার হন তিনি ।

আরও পড়ুন:শীর্ষনেতৃত্বের হুঁশিয়ারিকে আমল নয়, নির্দলদের হয়ে প্রচারে ইসলামপুরের বিধায়ক

তারপরই রাতের এই সংঘর্ষের ঘটনা ঘটায় আতঙ্কিত এলাকার মানুষজন । অপরদিকে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ফোনে বলেন, "করিম সাহেব নিজের মত কাজ করুক । গোটা ঘটনা দলকে জানানো হয়েছে ।" মাটিকুন্ডা হোক কিংবা অন্য কোন জায়গা, কোথাও কোনো গণ্ডগোল হতে দেবেন না বলে আশ্বস্ত করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details