পশ্চিমবঙ্গ

west bengal

Saugata Roy: নিহতদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাই দু'হাজারের নোটে সাহায্য; সাফাই সৌগতর

By

Published : Jun 7, 2023, 11:08 PM IST

রেল দুর্ঘটনায় মৃত এবং আহতদের পরিবারকে তৃণমূলের দুই হাজার টাকার নোটে আর্থিক সাহায্য দেওয়া নিয়ে সাফাই দিলেন সৌগত রায় । তৃণমূল সাংসদের দাবি, নিহতদের পরিবারের সদস্যদের ব্যাংকে অ্যাকাউন্ট না থাকাতেই নগদে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ।

Etv Bharat
সৌগত রায়

কলকাতা, 7 জুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক তর্জা অব্যাহত । ফের একবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইট প্রসঙ্গে তীব্র বিষোদগার করলেন দমদমের তৃণমূল সংসদ সৌগত রায় । বুধবার তিনি স্পষ্টতই অভিযোগের সুরে বলেন, "শুভেন্দু এটা নীচ মনের পরিচয় দিয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায় তাও তো কিছু করেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী যে দলের সদস্য তাদের ব্যর্থতার জন্যই তো আজকে এত বড় রেল দুর্ঘটনা হয়েছে আমাদের পাশের রাজ্যে।" একই সঙ্গে, রেল দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট না থাকাতেই নগদে টাকা দিয়েছে তৃণমূল । ক্ষতিপূরণের ক্ষেত্রে দুই হাজার টাকার নোট দেওয়ায় সাফাই দিলেন সৌগত রায় ।

রেল দুর্ঘটনায় মৃত এবং আহতদের পরিবারকে রাজ্যের শাসক দলের তরফে দুই হাজার টাকার নোট দেওয়া নিয়ে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু । একের পর এক অধিকারী টুইট করে এবং সাংবাদিক বৈঠক করেও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে একহাত নিয়েছিলেন তিনি । শুধু শুভেন্দু একা নয়, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও কার্যত একইভাবে তৃণমূলকে আক্রমণ করেছেন এই ইস্যুতে । আর তা নিয়েই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানোতর শুরু হয়েছে । তার সাফাই দিতে গিয়েই সৌগত রায় অবশ্য পালটা আক্রমণের পথই বেছে নিয়েছেন এদিন । তৃণমূল সাংসদ বলেন, "এখানে আহত বা নিহত বেশিরভাগই আমাদের রাজ্যের বাসিন্দা। মমতা বন্দ্যোপাধ্য়ায় তাদের পাশে দাঁড়িয়েছেন। শুভেন্দুদের ক্ষমতাও নেই, ইচ্ছাও নেই এদের পাশে দাঁড়ানোর । শুধু নোংরামি করে ।"

আরও পড়ুন:9 ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর পৌরসভা ছাড়ল সিবিআই, বাজেয়াপ্ত একাধিক ফাইল

মঙ্গলবার রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্যের নামে দুই হাজার টাকার নোট তুলে দেওয়া নিয়ে চরম আক্রমণ করেন বিজোপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । এই প্রসঙ্গে তৃণমূল নেতা সৌগত রায় বলেন, "এখনও তো দুই হাজার নোট বাতিল হয়নি। এটা এখনও দেশে বৈধ। আর কাকে, কে, কত টাকার নোট দিল তাতে সুকান্ত মজুমদারের কী দরকার ?" এক্ষেত্রে সৌগত রায়ের দাবি, নিহতদের পরিবারের সদস্যদের ব্যাংকে অ্যাকাউন্ট নেই । সে কারনেই নগদ টাকায় তাঁদের সাহায্য এবং ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে।

অন্যদিকে, এদিনই রাজ্যের 14টি পৌরসভার পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন পুরসভাতেও সিবিআই হানা দেয় । যা নিয়ে সৌগত রায় বলেন, "আমি শুনেছি আদালতের নির্দেশে তদন্ত চলছে। যদি কিছু দুর্নীতি হয়ে থাকে তারা বুঝবে । তবে আমার মনে হয় না এতে তারা কিছু পাবে । অহেতুক রাজনীতি করছে ।"

ABOUT THE AUTHOR

...view details