ETV Bharat / state

Municipality Recruitment Scam: 9 ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর পৌরসভা ছাড়ল সিবিআই, বাজেয়াপ্ত একাধিক ফাইল

author img

By

Published : Jun 7, 2023, 10:32 PM IST

Etv Bharat
municipality recruitment scam

9 ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর পৌরসভা থেকে বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা ৷ তবে সিবিআই আধিকারিকরা একাধিক ফাইল বাজেয়াপ্ত করেছেন বলে জানা গিয়েছে ৷

সিবিআই আধিকারিকরা একাধিক ফাইল বাজেয়াপ্ত করেছেন বলে জানা গিয়েছে

বিধাননগর, 7 জুন: রাজ্যের একাধিক পৌরসভায় বুধবার সকালে একযোগে হানা দেয় সিবিআই ৷ বিভিন্ন পৌরসভার পাশাপাশি সল্টলেকের পৌর ও নগরোন্নয়ন ভবনেও এদিন আসে সিবিআইয়ের একটি টিম ৷ মূলত পৌর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের স্বার্থেই এই অভিযোন বলে প্রাথমিকভাবে সিবিআই সূত্রে খবর মিলেছিল ৷ প্রায় ন'ঘণ্টা পর বিধাননগরের পৌর দফতরের কার্যালয় থেকে বেরোলেন সিবিআইয়ের আধিকারিকরা ৷

এদিন একসঙ্গে রাজ্যের 14টি পৌরসভায় হানা দেয় সিবিআই ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই তদন্তে যে পুরদমে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা এদিনের অভিযোন থেকেই স্পষ্ট ৷ সিবিআই সূত্রে খবর, পৌরসভা নিয়োগ সংক্রান্ত নথি এবং তথ্য সংগ্রহ করতেই সিবিআইয়ের এদিনের অভিযান। পুরসভা নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্তভার ইতিমধ্যেই হাতে নিয়েছে সিবিআই। মূলত, অয়ন শীলের সল্টলেকের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে পৌরসভায় নিয়োগের বেশ কিছু নথি আসে ইডির হাতে ৷ আর শিক্ষক নিয়োগের মতো পৌরসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে, সেখান থেকেই সন্দেহের উদ্রেক হয় ইডি আধিকারিকদের ৷ এরপর আদালতেও তাদের তরফে জানানো হয়েছিল, যে শিক্ষক নিয়োগের পাশাপাশি এই দুর্নীতির তদন্তও তারা করতে চায় ৷ এরপর আদালতের নির্দেশ মোতাবেক ইডির পর সিবিআইও তদন্তে নামে ৷

এদিন সকালে নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের বেশ কয়েকটি টিম বের হয়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ৷ সিবিআই আধিকারিকদের একটি টিম এসে উপস্থিত হয় সল্টলেকে নগরন্নোয়ন ভবনে। সূত্রের খবর, দফতরের আধিকারিকদের এদিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷ তাঁদের থেকে পৌর নিয়োগ সংক্রান্ত একাধিক নথিও সংগ্রহ করেন আধিকারিকরা। অন্যদিকে রাজ্য সরকারের ডাইরেক্টর অফ লোকাল বডিজ-এর অফিসেও যায় এদিন সিবিআই ৷

পাশাপাশি সিবিআইয়ের অপর একটি টিম পৌঁছে যায় দমদমের দুটি পৌরসভাতেই। এদিন প্রায় নয় ঘণ্টা ধরে বিভিন্ন পৌরসভায় তল্লাশি চালায় সিবিআই ৷ সূত্রের খবর, বিভিন্ন পৌরসভার পাশাপাশি পৌর ও নগরোন্নয়ন দফতর থেকেও নিয়োগ সংক্রান্ত একাধিক নথি এবং তথ্য জোগার করেছে সিবিআই ৷ বয়ান রেকর্ড করা হয়েছে একাধিক আধিকারিকদেরও ৷ আর সেসব নিয়েই এদিন বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা ৷

আরও পড়ুন: এবার কি বাথরুমেও ঢুকবে নাকি সিবিআই, পৌর নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে কটাক্ষ মমতার

সিবিআই সূত্রে খবর, বিভিন্ন পৌরসভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ ফাইল বাজেয়াপ্ত করেছে তারা ৷ জানা গিয়েছে, এর মধ্যে দক্ষিণ দমদম পৌরসভা থেকে 12টি ফাইল, দমদম পৌরসভা থেকে আটটি ফাইল, পৌর প্রশাসনিক ভবন থেকে 45টি ফাইল বাজেয়াত্ব করেছে সিবিআই ৷ একই সঙ্গে, বাজেয়াপ্ত ফাইলগুলির সিজার লিস্টে একাধিক আধিকারিকদের দিয়ে সইও করানো হয়েছে ৷ সূত্রের খবর, সিবিআইয়ের বাজেয়াপ্ত করা 45টি ফাইলের মধ্যে 14টি পৌরসভার গ্রুপ-সি, গ্রুপ-ডি নিয়োগ হওয়া প্রার্থীদের তালিকা আছে ৷ সেই সঙ্গে, 2013 থেকে 2019 সাল পর্যন্ত নিয়োগের যাবতীয় ফাইল সিবিআই আধিকারিকরা এদিন নিজাম প্যালেসে নিয়ে গিয়েছেন বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.