পশ্চিমবঙ্গ

west bengal

Arpita Mukherjee with Partha Chatterjee: নির্বাচনে রথীন ঘোষের সমর্থনে পার্থর সঙ্গে প্রচারে অর্পিতা, প্রকাশ্যে এল ছবি

By

Published : Jul 26, 2022, 7:31 PM IST

Updated : Jul 26, 2022, 8:22 PM IST

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নির্বাচনী প্রচারে অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukherjee with Partha Chatterjee)৷ মধ্যমগ্রামে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সমর্থনে পার্থ ও অর্পিতার প্রচারের এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে তরজা ৷

Madhyamgram
খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচারে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়

মধ‍্যমগ্রাম, 26 জুলাই: মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তি এবং ঘনিষ্ঠদের নিয়ে চর্চার মধ্যেই এবার সামনে এল খাদ্যমন্ত্রী রথীন ঘোষের নির্বাচনী প্রচারে অর্পিতা মুখোপাধ্যায়ের অংশ নেওয়ার ছবি(Arpita Mukherjee with Partha Chatterjee in election campaign of Food Minister Rathin ghosh)। যেখানে দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারের মঞ্চে মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষের হয়ে বক্তব্য রাখছেন টাকা উদ্ধার কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায় । সেই মঞ্চে ছিলেন তৃণমূলের মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও রথীন ঘোষ ৷

শুধু বক্তব্য রাখাই নয়, পার্থ এবং রথীনের পাশে মঞ্চ আলোকিত করে বসে ছিলেন অর্পিতা মুখোপাধ্যায় । আর এই ছবিই এখন চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে । মঙ্গলবার এই ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বিধানসভা এলাকা মধ্যমগ্রামেও । যদিও এই নিয়ে মুখ খুলতে রাজি হননি খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ।

এই নিয়ে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলি । তারা অর্পিতা এবং তৃণমূলকে এক সারিতে রেখে সরব হচ্ছে প্রতিনিয়ত । যদিও শাসকদলের নেতারা অর্পিতার সঙ্গে দূরত্ব তৈরি করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন । এই ইস্যুতে শাসক-বিরোধী তরজায় যখন সরগরম রাজ্যরাজনীতি তখনই তৃণমূলের নির্বাচনী প্রচারে পার্থ-রথীনের সঙ্গে একমঞ্চে অর্পিতার সামিল হওয়া নতুন মাত্রা যোগ করেছে রাজনীতির অন্দরে ।

খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচারে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়

আরও পড়ুন :পার্থর 'ঘনিষ্ঠ' কর্ণধার, ইডি'র নজরে বারাসত ও গড়িয়ার বস্ত্র বিপণী সংস্থা

সূত্রের খবর, একুশের বিধানসভা নির্বাচনে মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষের হয়ে প্রচারে যান পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় । মধ্যমগ্রাম পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের হুমাইপুরে একটি নির্বাচনী পথসভায় অংশ নেন তিনি । সেই পথসভার ছবি সামনে আসতেই হাতে আওয়াজ তুলেছে বিরোধী শিবির । তাঁদের দাবি, শুধু মধ্যমগ্রামে রথীন ঘোষের হয়েই প্রচার নয়, আরও অনেক তৃণমূল প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে সামিল হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় । তাই, বিপদে পড়ে শাসকদল যতই তাঁকে ঝেড়ে ফেরার চেষ্টা করুক না কেন, ছবিই বলে দিচ্ছে তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে অর্পিতার ।

তৃণমূল নেতা-মন্ত্রীদের সঙ্গে অর্পিতার এই সখ্যতার উদঘাটন এবং টাকা উদ্ধার কাণ্ডের রহস্য উন্মোচনের দাবিতে একযোগে সরব হয়েছে বাম, বিজেপি ও কংগ্রেস । অবিলম্বে মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বরখাস্তের দাবিতেও সোচ্চার হয়েছেন তাঁরা ।

অন্যদিকে, নির্বাচনী প্রচারে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবি নিয়ে কার্যত মুখে কুলুপ এটেছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ । এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে মঙ্গলবার মন্ত্রীর মধ্যমগ্রামের বাড়িতে যাওয়া হলেও তিনি এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি । ইটিভি ভারতের প্রতিনিধির সামনে এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন খাদ্যমন্ত্রী ।

আরও পড়ুন :মন্ত্রিসভা থেকে অপসারিত হওয়া উচিত পার্থর ? নৈতিকতার প্রশ্ন, বলছেন বিশেষজ্ঞরা

Last Updated :Jul 26, 2022, 8:22 PM IST

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details