পশ্চিমবঙ্গ

west bengal

Maoist poster : মাওবাদী পোস্টার উদ্ধার মেদিনীপুরে

By

Published : Oct 9, 2021, 10:46 PM IST

Maoist poster

পুজো উপলক্ষ্যে জোর তৎপরতার সঙ্গে চলছে পুলিশি নজরদারি৷ কিন্তু তার মধ্যেই এদিন মাওবাদী পোস্টার উদ্ধার হল জঙ্গলমহলে ৷ মেদিনীপুর শহরের 2 কিলোমিটারের মধ্যেই গোলাপি চকের ঈশ্বরপুরে এদিন উদ্ধার হয় লাল কালিতে লেখা মাওবাদী পোস্টার।

মেদিনীপুর, 9 অক্টোবর :পুজোর আগেই মাওবাদী পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে শনিবার চাঞ্চল্য ছড়াল মেদিনীপুর শহরে। তবে জেলা পুলিশ সুপার দীনেশ কুমারের দাবি, এই পোস্টার কোনও এক ধর্মের মানুষের দাবি-দাওয়া সম্বলিত, এর সঙ্গে মাওবাদী যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

পুজো উপলক্ষ্যে জোর তৎপরতার সঙ্গে চলছে পুলিশি নজরদারি৷ কিন্তু তার মধ্যেই এদিন মাওবাদী পোস্টার উদ্ধার হল জঙ্গলমহলে ৷ মেদিনীপুর শহরের 2 কিলোমিটারের মধ্যেই গোলাপী চকের ঈশ্বরপুরে এদিন উদ্ধার হয় লাল কালিতে লেখা মাওবাদী পোস্টার। শুক্রবারই এক অভিযান চালিয়ে বন্দুক, গুলি ও কার্তুজ-সহ 17 জন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ ৷ কিন্তু সকাল হতে না হতেই শহরে এই পোস্টার উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য ৷ জানা গিয়েছে, এই পোস্টারে লেখা রয়েছে, 'অবৈধভাবে আদিবাসীদের জমি দখল করা নেতারা দুর হটো, জমির পাট্টা দেওয়া হচ্ছেনা কেন তার উত্তর দাও, ঘুষ নিয়ে পদ দেওয়া হচ্ছে কেন, অবৈধভাবে বালি খাদান চলছে কেন ঘুষ খোর নেতারা জবাব দাও ।' প্রশাসনকে অবিলম্বে সঠিক কাজ করার আবেদন জানানো হয়েছে এই পোস্টারে। পোষ্টারের নিচে লাল কালিতে লেখা রয়েছে CPI মাওবাদী জিন্দাবাদ।

আরও পড়ুন : Wood Smuggling : আসবাবের আড়ালে 20 লক্ষ টাকার সেগুন কাঠ পাচারের চেষ্টা, বাজেয়াপ্ত করল বন দফতর

এই পোস্টারের খবর মেলার কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেগুলিকে উদ্ধার করে নিয়ে আসে৷ রাতের অন্ধকারে কে বা কারা এ ধরনের পোস্টার দিল তা নিয়ে ধন্দে পুলিশ। এই পোস্টার প্রসঙ্গে এদিন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার বলেন, "কোনও এক ধর্মের মানুষের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়েছে এই পোস্টারে । যেখানে লালকালিতে তা উল্লেখ করা হয়েছে। এই পোস্টার আমরা নজরে রেখেছি। আজকে শহরের একটি জায়গা থেকে এগুলি পাওয়া গিয়েছে । তবে আপনারা আতঙ্কিত হবেন না, আমরা খোঁজখবর চালাচ্ছি।"

ABOUT THE AUTHOR

...view details