Wood Smuggling : আসবাবের আড়ালে 20 লক্ষ টাকার সেগুন কাঠ পাচারের চেষ্টা, বাজেয়াপ্ত করল বন দফতর

author img

By

Published : Oct 9, 2021, 6:52 AM IST

Updated : Oct 9, 2021, 8:10 AM IST

আটক চোরাই কাঠ বোঝাই ট্রাক

ট্রাকে লেখা ছিল বাড়ির আসবাবপত্র রয়েছে ৷ কিন্তু গোপনে খবর পেয়ে ট্রাকটির পিছু নেয় বন দফতরের কর্মীরা ৷ ভেতর থেকে পাওয়া গেল মূল্যবান সেগুন কাঠ, যার মূল্য 20 লক্ষ টাকা ৷

শিলিগুড়ি, 9 অক্টোবর : বড়সড় সাফল্য পেল বন দফতর । গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় 20 লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার করল বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া রেঞ্জের বন কর্মীরা । বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির 31 নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় সারুগাড়া রেঞ্জের বন কর্মীরা । রাত আনুমানিক 1.30 মিনিট নাগাদ সন্দেহভাজন একটি ট্রাককে আটক করে তল্লাশি চালানো হয় ৷ ট্রাকের ভিতর থেকে উদ্ধার হয় বহুমূল্য সেগুন কাঠ ।

পুলিশের চোখে ধুলো দিতে ওই ট্রাকের বাইরে বাড়ির আসবাবপত্র লেখা থাকলেও চোরাই কাঠ পাচার করা হচ্ছিল । যদিও বন কর্মীরা ট্রাকটির পিছু নিতেই পরিত্যক্ত জায়গায় ট্রাকটি ফেলে পালিয়ে যায় পাচারকারীরা । ফলে ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছেন বন আধিকারিকেরা ।

ট্রাক বোঝাই সেগুন কাঠ বেআইনি ভাবে বিহারে পাচার হচ্ছিল, ট্রাক বাজেয়াপ্ত করল বন দফতর

আরও পড়ুন : Heroin Seized : বহরমপুর ও শিলিগুড়িতে বাজেয়াপ্ত 45 কোটি টাকার হেরোইন

সারুগাড়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার প্রদীপ প্রধান বলেন, "উত্তর প্রদেশের নম্বরের ওই ট্রাকটি অরুণাচল প্রদেশ থেকে চোরাই কাঠ নিয়ে বিহারে নিয়ে যাচ্ছিল । সেই সময় ফুলবাড়িতে অভিযান চালিয়ে ওই কাঠ উদ্ধার করা হয় ।" ট্রাকের নম্বর ধরে গাড়ির মালিক ও ওই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছে বন দফতর ।

Last Updated :Oct 9, 2021, 8:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.