পশ্চিমবঙ্গ

west bengal

Paschim Medinipur News: ব্যবসায়ীর স্ত্রীকে গণধর্ষণে পুলিশি নিষ্ক্রিয়তা, হাইকোর্টের নির্দেশে তদন্তভার ডিজি ও স্বরাষ্ট্রসচিবের উপর

By

Published : Sep 11, 2022, 8:17 PM IST

Updated : Sep 13, 2022, 4:05 PM IST

বাড়ি লিখে দিতে বলেছিল স্থানীয় তৃণমূল নেতারা ৷ তা না দেওয়াতে দলীয় কর্মীকে হেনস্থা-সহ তাঁর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ৷ একাধিকবার থানায় জানিয়েও লাভ না হওয়ায় হাইকোর্টে মামলা করেন অভিযোগকারী ব্যক্তি ৷ তাতেই হাইকোর্ট ডিজি ও স্বরাষ্ট্রসচিবকে স্থানীয় পুলিশ সুপার ও ওসির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে(Paschim Medinipur News)৷

Etv Bharat
পশ্চিম মেদিনীপুরের খবর

পশ্চিম মেদিনীপুর, 11 সেপ্টেম্বর:স্থানীয়প্রভাবশালীরা বাড়ি লিখে দিতে বলেছিল ৷ অন্যায়ভাবে বাড়ি থেকে উৎখাত করতে চেয়ে বিভিন্নভাবে হেনস্থা করা হত পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানা এলাকার এক দম্পতিকে ৷ পেশায় আলু ব্যবসায়ী ওই ব্যক্তি নিজে তৃণমূলের সদস্য হয়েও বাড়ি লিখে না-দেওয়ায় স্থানীয় প্রভাবশালী নেতাদের হাতে আক্রান্ত হন ৷ এমনকি বাড়িতে কেউ না-থাকার সুযোগে অভিযোগকারী ব্যক্তির স্ত্রীকে গণধর্ষণ করারও অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে(Crime in Paschim Medinipur)৷ শেষমেশ তাঁদের বাড়ি থেকে বের করে দেয় অভিযুক্তরা ৷ এরপর সেই বাড়ির জায়গায় অবৈধ নির্মাণেরও অভিযোগ করা হয় অভিকারীদের তরফে ৷

অভিযোগকারীর বক্তব্য

এই সমস্ত ঘটনার প্রতিটি পদক্ষেপে পুলিশে অভিযোগ দায়ের করলেও কোনও সুরাহা না-মেলায় অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হন ওই দম্পতি ৷ ফলশ্রুতি হিসেবে হাইকোর্ট অবিলম্বে রাজ্যের ডিজি ও স্বরাষ্ট্রসচিবকে এ বিষয়ে তদন্ত খতিয়ে দেখার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ও ওসির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন (High Court ordered on Anandapur Gang Rape Case) ৷ পাশাপাশি আগামী 22 সেপ্টেম্বরের মধ্যে ঘটনার দিনের সমস্ত সিসিটিভি ফুটেজ যা জেলা পুলিশ থেকে হারিয়ে যাওয়ার কথা আদালতে জানানো হয়েছিল, সেই ফুটেজ অবিলম্বে কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজ শেখর মান্থা ।
আরও পড়ুন :'স্টুডেন্ট ক্রেডিট কার্ড না পেয়ে ছাত্রীর আত্মহত্যা', তৃণমূলকে বিঁধলেন সৃজনরা

ঘটনা খতিয়ে দেখতে গিয়ে জানা যায়, পেশায় আলু ব্যবসায়ী এই দম্পতি গড়বেতা থানা এলাকায় একটি বাড়ি কিনে থাকতে শুরু করেন । তাঁদের আদি বাড়ি আনন্দপুর থানা এলাকায় ৷ দুই বাড়িতেই তাঁরা সময় ভাগ করে থাকতেন ৷

অভিযোগ গত এপ্রিল মাসে স্থানীয় বাসিন্দা অরূপ ভুঁইয়া, রাজু কলামুড়ি, জয়ন্ত ঘোষ ও মানস ঘোষ নামে চার ব্যক্তি তাঁদের কাছে এসে অবিলম্বে বাড়ি-ঘর, জায়গা, সম্পত্তি তাদের নামে লিখে দিয়ে বাড়ি ছেড়ে দিতে বলে ৷ এই ঘটনার প্রতিবাদ করতে গিয়েই উপরোক্ত বিপত্তি হয় ৷ এমনকি বিষয়টি পুলিশে অভিযোগ জানালে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া বলে জানান ওই ব্যক্তি ৷ এরপর পাড়া-প্রতিবেশী ও স্থানীয় পঞ্চায়েত প্রশাসন থেকে শুরু করে থানায় গিয়েও কোনও সুরাহা না-মেলায় বাধ্য হয়ে হাইকোর্টে মামলা করেন ওই দম্পতি ৷

22 সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে ৷ সঠিক বিচারের আশায় বুক বাঁধছেন ঘরছাড়া দম্পতি ৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন :পশ্চিম মেদিনীপুর গণধর্ষণের তদন্তে সিআইডি? ডিজিকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাইকোর্টের

Last Updated :Sep 13, 2022, 4:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details