পশ্চিমবঙ্গ

west bengal

Worker Protest : সিএইচপি প্রোজেক্টে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় বিক্ষোভ পাণ্ডবেশ্বরে

By

Published : Aug 6, 2021, 10:08 AM IST

40 জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে পাণ্ডবেশ্বরের সোনপুর বাজারে গতকাল বিক্ষোভ দেখায় সিএইচপি প্রোজেক্টের এক শ্রেণির কর্মী এবং জামুরিয়া ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাংশ ৷

Worker Protest
অন্যায়ভাবে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় বিক্ষোভ পাণ্ডবেশ্বরে

পাণ্ডবেশ্বর, 6 অগস্ট: কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয় পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এলাকায় ৷ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, 16 এপ্রিল থেকে বিনা নোটিশে প্রায় 40 জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে ৷ এরই প্রতিবাদে পাণ্ডবেশ্বরের সোনপুর বাজারে গতকাল বিক্ষোভ দেখায় সিএইচপি প্রোজেক্টের এক শ্রেণির কর্মী এবং জামুরিয়া ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাংশ ৷

ঘটনায় ব্যাপকভাবে ক্ষুব্ধ কর্মীদের একাংশ এবং ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে পঞ্চায়েত সদস্য সোমনাথ মণ্ডল জানান, শ্রমিকরা 3 বছর ধরে কাজ করে আসছেন ৷ অথচ শ্রমিকদের না দেওয়া হয় নায্য বেতন না কোনও সামাজিক সুরক্ষা ৷ নেই কোনও পিএফ-ইএসআই সহ অন্যান্য সরকারি সুবিধা । তাও শ্রমিকরা 3 বছর ধরে কাজ করে আসছে । 16 এপ্রিল সকালে কাজে যোগ দিতে এসে তারা দেখে তাদের 40 জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে বিনা নোটিশে । সোমনাথবাবু বলেন, "বহিরাগতদের দিয়ে কাজ করানো হচ্ছে অথচ স্থানীয় মানুষদের অন্যায়ভাবে বেছে বেছে ছাঁটাই করা হচ্ছে ।"

অন্যায়ভাবে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় বিক্ষোভ পাণ্ডবেশ্বরে

আরও পড়ুন: দিনভর লাইনে, টিকাকরণ কেন্দ্র বন্ধের কথা অজানা মহীশিলার বাসিন্দাদের

ঘটনার তীব্র প্রতিবাদ করতে গিয়ে তিনি আরও বলেন, "এই ব্যাপারে আমরা কারখানার গেটে বিক্ষোভ দেখালে পুলিশ দিয়ে বিক্ষোভ উঠিয়ে দেওয়া হচ্ছে । যদি ম্যানেজমেন্ট শ্রমিকদের কাজ না দেয় তাহলে আমরা 9 অগস্ট পর্যন্ত এই বিক্ষোভ চালিয়ে যাব ৷" 10 অগস্ট সিএইচপি বন্ধ করে রাস্তা অবরোধ করারও হুঁশিয়ারি দেন তিনি । যদিও এই ব্যাপারে প্রোজেক্ট কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details