পশ্চিমবঙ্গ

west bengal

Anubrata Mondal: হঠাৎই বুকে ব্যথা ! হেঁটে জরুরি বিভাগে ঢুকলেন কেষ্ট

By

Published : Nov 20, 2022, 12:14 PM IST

Updated : Nov 20, 2022, 4:54 PM IST

Police take Anubrata Mondal to Asansol District Hospital after he complained about Chest Pain

অসুস্থ অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ বুকে হঠাৎ ব্যথা (Chest Pain) অনুভব করায় কেষ্টকে নিয়ে আসা হল আসানসোল জেলা হাসপাতালে (Asansol District Hospital) ৷

আসানসোল, 20 নভেম্বর:গরুপাচার কাণ্ডে (WB Cattle Smuggling Scam) এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED)-এর তৎপরতা বাড়তেই অসুস্থ অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ সূত্রের দাবি, সংশোধনাগারের ভিতরেই হঠাৎ বুকে ব্যথা (Chest Pain) অনুভব করেন তিনি ৷ এই কারণেই রবিবার সকালে অনুব্রতকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয় ৷ আসানসোল জেলা হাসপাতালে (Asansol District Hospital) অনুব্রত মণ্ডলের স্বাস্থ্যপরীক্ষা করা হয় ৷

আপাতত আসানসোলের বিশেষ সংশোধনাগারে (Asansol Special Correctional Home) বন্দি রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তবে, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে শীঘ্রই তাঁকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কারণ, সিবিআই (CBI)-এর হাতে ধৃত অনুব্রতকে ইতিমধ্যেই নতুন করে গ্রেফতার করেছে ইডি ৷ এর আগে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকেও (Saigal Hossain) ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যায় তারা ৷ আপাতত তিহাড় জেলে (Tihar Jail) বন্দি রয়েছেন সায়গল ৷

হাসপাতালে অনুব্রত মণ্ডল ৷

আরও পড়ুন:সারদা কাণ্ডে প্রাক্তন পুলিশকর্তাকে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ, 'ফ্রিজ' জোড়া ব্য়াংক অ্য়াকাউন্ট

মনে করা হচ্ছে, আগামী দিনে তিহাড়ই ঠিকানা হতে চলেছে অনুব্রতরও ৷ ইতিমধ্যেই আসানসোলের সংশোধনাগারে গিয়ে তাঁকে জেরা করেছেন ইডি আধিকারিকরা ৷ আর তারপরই অসুস্থ হয়ে পড়েন অনুব্রত ৷ তবে, লক্ষ্যণীয় বিষয় হল, তাঁর অসুস্থতার কথা বলা হলেও এদিন কিন্তু অনুব্রত হেঁটেই ঢোকেন হাসপাতালে ৷ পুলিশের গাড়ি থেকে নেমে সটান চলে যান জরুরি বিভাগের ওয়ার্ডের ভিতর ৷ সেই সময় সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন ৷ জানতে চান, শরীর কেমন আছে ? জবাবে অনুব্রত শুধু একবার ঘাড় নাড়েন ৷ কিন্তু, মুখে কোনও কথা বলেননি তিনি ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনজন চিকিৎসক দেবদীপ রায়, সুমন সরকার ও কিরীটী নায়ক এদিন অনুব্রতর শারীরিক পরীক্ষা করেন ৷ তাঁরা অনুব্রতর মধ্যে নতুন কোনও শারীরিক সমস্যা বা অসুস্থতার হদিশ পাননি ৷ তবে, তাঁর পুরনো কিছু অসুখ রয়েছে ৷ তার জন্য নিয়মিত ওষুধও খেতে হয় কেষ্টকে ৷ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কিরীটী নায়ক জানিয়েছেন, "বর্তমানে অনুব্রত মণ্ডলের ওজন 100 কেজি ৷ রক্তচাপ ছিল 130/ 111 ৷ এদিন তাঁর ইসিজি এবং রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা হয় ৷ নতুন করে তাঁর শরীরে তেমন কোনও সমস্যা পাওয়া যায়নি ৷"

Last Updated :Nov 20, 2022, 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details