Saradha Chit Fund Case: সারদা কাণ্ডে প্রাক্তন পুলিশকর্তাকে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ, 'ফ্রিজ' জোড়া ব্য়াংক অ্য়াকাউন্ট

author img

By

Published : Nov 20, 2022, 12:54 PM IST

Updated : Nov 20, 2022, 1:10 PM IST

ED again gets active in Saradha Chit Fund Case freezes bank accounts of former IPS

রাজ্যের আসন্ন পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election 2023) আগে সারদা চিটফান্ড মামলা (Saradha Chit Fund Case) নিয়ে ফের তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ তাদের নজরে রয়েছেন প্রাক্তন পুলিশকর্তা রজত মজুমদার (Rajat Majumdar) ৷ সূত্রের খবর, সম্প্রতি এই মামলার সঙ্গে জড়িত সন্দেহে রজতের দু'টি ব্যাংক অ্যাকাউন্ট 'ফ্রিজ' করে দিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

কলকাতা, 20 নভেম্বর: সারদা চিটফান্ড মামলায় (Saradha Chit Fund Case) আবারও তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ সংবাদসংস্থা আইএএনএস সূত্রের খবর, সম্প্রতি এই মামলার সঙ্গে জড়িত সন্দেহে এক প্রাক্তন আইপিএস (IPS) আধিকারিকের দু'টি ব্যাংক অ্যাকাউন্ট 'ফ্রিজ' করে দিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সারদা নিয়ে ইডি, সিবিআই (CBI)-এর তদন্ত শুরু হয়েছিল প্রায় আটবছর আগে ৷ সংস্থার কর্ণাধার সুদীপ্ত সেন (Sudipto Sen) ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী দেবযানী মুখোপাধ্যায় (Debjani Mukherjee) আজও সংশোধনাগারে বন্দি ৷ কিন্তু, সাম্প্রতিক অতীতে গরুপাচার, কয়লাপাচারের তদন্ত নিয়ে ইডি বা সিবিআই-এর যে তৎপরতা চোখে পড়েছে, সেই তুলনায় সারদা মামলা অনেকটাই থিতিয়ে গিয়েছিল ৷ কিন্তু, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) ঠিক আগেই আবারও সারদা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারীদের তৎপরতা শুরু হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে ৷ বাংলার শাসক শিবিরের অভিযোগ, ভোটের আগে তাদের বেকায়দায় ফেলতেই এত উদ্যোগ ! একইসঙ্গে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও (Suvendu Adhikari) নিশানা করছে তারা ৷

সারদা মামলায় এই মুহূর্তে যিনি ইডি-এর নজরে রয়েছেন, তাঁর নাম রজত মজুমদার (Rajat Majumdar) ৷ তিনি রাজ্য পুলিশের (West Bengal Police) প্রাক্তন ডিজি ৷ পরবর্তীতে এই রজত মণ্ডলও সারদায় যোগ দেন ৷ তাঁকে সংস্থার ভাইস চেয়ারম্যানের পদ দেওয়া হয় ৷ এমনকী, রাজনীতির অঙ্গনেও সরাসরি প্রবেশ করেন এই প্রাক্তন পুলিশকর্তা ৷ নাম লেখান বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসে ৷

আরও পড়ুন: সারদা মামলায় নাম জড়াতে চাইছে সিআইডি ! শুভেন্দুকে মামলা রুজুর অনুমতি হাইকোর্টের

উল্লেখ্য, সারদা মামলায় আগেও গ্রেফতার হতে হয়েছে রজত মজুমদারকে ৷ 2014 সালের সেপ্টেম্বর মাসে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) বা সিবিআই (CBI) ৷ প্রসঙ্গত, সারদা কাণ্ডে (Saradha Ponzi Scam) অন্তত 2 হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ৷ আজও সেই টাকা সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়নি ৷

এই প্রেক্ষাপটে রজত মজুমদারকে আবারও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে বলে দাবি সূত্রের ৷ শনিবার পর্যন্ত দু'দফায় ইডি-এর বিধাননগরের কার্যালয়ে রজতকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সেই পর্ব চলে শনিবার গভীর রাত পর্যন্ত ৷ সূত্রের দাবি, রজতের জিজ্ঞাসাবাদ চলাকালীন তাঁর বয়ান রেকর্ড করা হয় ৷ মনে করা হচ্ছে, আগামী দিনে এই ঘটনায় আরও অনেক প্রভাবশালীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চলেছে ইডি ৷ যে প্রভাবশালীরা সারদা থেকে লাভবান হয়েছিলেন বলে অভিযোগ, এক্ষেত্রে তাঁদেরই তলব করা হতে পারে ৷

Last Updated :Nov 20, 2022, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.