পশ্চিমবঙ্গ

west bengal

বাণিজ্য সম্মেলনে 3 লক্ষ 76 হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, জানালেন মমতা

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 5:36 PM IST

Updated : Nov 23, 2023, 8:40 AM IST

BGBS 2023: এবারের বাণিজ্য সম্মেলন থেকে রাজ্য 3 লক্ষ 76 হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে ৷ বুধবার এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 188টি আগ্রহ ও সমঝোতাপত্র সাক্ষরিত হয়েছে ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 22 নভেম্বর:এবছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে রাজ্যে 3 লক্ষ 76 হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে ৷ বুধবার সম্মেলনের শেষ দিনে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার এই সম্মেলনের সপ্তম সংস্করণ ৷ গত বছর অর্থাৎ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের ষষ্ঠ সংস্করণে 3 লক্ষ 42 হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছিল । সেবার মৌ স্বাক্ষর হয়েছিল 197টি । সেই রেকর্ড ভেঙে এবার মোট 3 লক্ষ 76 হাজার 288 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে রাজ্য ৷ একইসঙ্গে আগ্রহপত্র এবং সমঝোতা পত্র সাক্ষরিত হল 188টি ।

এদিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি ভাসনে এই বিনিয়োগের প্রস্তাবের সুখবর দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শিল্প এবং বাণিজ্য মহলের কাছে দেখিয়ে দিয়েছে কোথায় বাংলা আলাদা ৷ কোথায় এগিয়ে এই রাজ্য। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর আগেই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এবার বাণিজ্য সম্মেলনে বাংলার ফোকাস হতে চলেছে এমএসএমই সেক্টর বা মাঝারি ও ক্ষুদ্র শিল্প । এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে পুরোদস্তুর সেই ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্পের প্রশংসা শোনা গিয়েছে। একইসঙ্গে পরিকাঠামো থেকে শুরু করে সব ক্ষেত্রে যে রাজ্য শিল্পের জন্য আদর্শ জায়গা সেটাই বারংবার তুলে ধরেছেন তিনি।

এদিন বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে কেন্দ্রের ডিজিটাল কারেন্সি বিরুদ্ধে কড়া সমালোচনাও । তিনি এও বলেছেন,"ক্যাশলেস ইকোনমি কর্মসংস্থান তৈরি করতে পারে না। কর্মসংস্থান যদি কেউ করতে পারে সেটা হল ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প ।" এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দেশে চল্লিশ শতাংশ কর্মসংস্থান হ্রাস পাওয়া নিয়েও কেন্দ্রকে খোঁচা দিতে ছাড়েননি। তিনি জানান, দেশে যখন 40 শতাংশ কর্মসংস্থান কমেছে তখন রাজ্যে 42 শতাংশ কর্মসংস্থান বেড়েছে ৷

এবার বিশ্ববঙ্গ সম্মেলন শুরু হয়েছিল 26টি আগ্রহপত্র এবং 7 হাজার 600 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব নিয়ে। গতকাল মুকেশ আম্বানি থেকে শুরু করে দেবী শেঠীরা একের পর এক বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন রাজ্যে । সম্মেলনের শেষে মুখ্যমন্ত্রীর কাছে মোট বিনিয়োগের এই প্রস্তাব অবশ্যই আকর্ষণীয়। যদিও দিনের শেষে বিরোধী সিপিএম ও বিজেপি এই পরিসংখ্যান নিয়ে সন্ধিহান। সিপিএম নেতা সুজন চক্রবর্তী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন মুখ্যমন্ত্রী । শেষ কয়েকটি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কত বিনিয়োগের প্রস্তাব এসেছিল আর কতটা বাস্তবায়িত হয়েছে তা রাজ্যবাসীকে জানাক সরকার ।

আরও পড়ুন:

'ক্যাশলেস ইকোনমি কর্মসংস্থান তৈরি করতে পারে না', ডিজিটাল ভারত মডেলকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতার

বাংলায় নাকি শুধুই হিংসা, তাহলে এত উন্নয়ন কীভাবে ? বিরোধীদের নিশানা মমতার

Last Updated :Nov 23, 2023, 8:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details