পশ্চিমবঙ্গ

west bengal

Durga Puja Teaser: 2024 সালে নতুন সরকার, পুজোর টিজারে কি মিশে গেল রাজনীতির রং !

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 5:54 PM IST

Updated : Nov 6, 2023, 6:50 PM IST

Durga Puja Teaser
Durga Puja Teaser

Durga Puja Teaser for 2024: এবছরের প্রতিমা নিরঞ্জন সেরেই পরের বছরের পরিকল্পনায় বসে পড়েছে পুজো কমিটিগুলি ৷ ইতিমধ্যে অনেকে পরেরবারের টিজারও সামনে এনেছে ৷ ফলে এখন থেকে কলকাতার বিভিন্ন পুজো ঘিরে আগ্রহের পারদ চড়তে শুরু করেছে ৷

কলকাতা, 6 নভেম্বর: কয়েকমাস পরই লোকসভা নির্বাচন ৷ সেই ভোটে কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে হারাতে কোমর বেঁধেছে বিরোধীরা ৷ কর্মী-সমর্থকদের মনোবল বৃদ্ধিতে এখন থেকেই চব্বিশে নতুন সরকারের স্লোগান শোনা যাচ্ছে বিজেপি বিরোধী নেতাদের মুখে ৷ কিন্তু একই কথা উঠে এল দুর্গাপুজোর টিজারে ৷ যা সামনে আসার পর রীতিমতো জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে ৷

হাতিবাগান নবীনপল্লি সম্প্রতি আগামী বছরের পুজো নিয়ে যে টিজার প্রকাশ করেছে, সেখানেই এই বিষয়টি উঠে এসেছে ৷ তাদের টিজারে লেখা লাইন - ‘২০২৪ সালে নতুন সরকার !’ পরের লাইনে তারা লিখেছে, ‘এই চিহ্নে ভোট দিন ৷’ আর চিহ্ন হিসেবে তাদের পুজো কমিটির নাম উল্লেখ করা হয়েছে ৷

হাতিবাগান নবীনপল্লির পুজোর টিজার

উল্লেখ্য, থিম এখন দুর্গাপুজোর সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে গিয়েছে ৷ যাদের থিম যত ভালো, যত অভিনব, তাদের মণ্ডপে ভিড়ও ততই বেশি ৷ তাই একটা পুজো মিটতে না মিটতেই পরবর্তী পুজোর আয়োজনে ঝাঁপিয়ে পড়তে হয় পুজো কমিটিগুলিকে ৷ সারা বছরই আগ্রহ তৈরি করতে হয় সাধারণ মানুষের জন্য ৷ তার অন্যতম অঙ্গ হল টিজার ৷ আর হাতিবাগান নবীনপল্লির তেমনই একটি টিজার ঘিরে এখনই আগ্রহের পারদ চড়তে শুরু করেছে ৷

কাশীবোস লেনে পুজোর টিজার

প্রশ্ন উঠছে, এর নেপথ্যে কি কোনও রাজনৈতিক যোগ রয়েছে ? নাকি পরের বছর ভোট আছে ভেবে, তার সঙ্গে তাল মিলিয়ে এই টিজার ? নাকি এর পিছনে অন্য কোনও কারণ ? স্বাভাবিকভাবেই এই বিষয়ে মুখ খুলতে নারাজ পুজো কমিটির কেউই ৷

আহিরীটোলা সর্বজনীনের পুজোর টিজার

তবে হাতিবাগান নবীনপল্লির উপদেষ্টা দীপ্ত ঘোষ বলেন, ‘‘এখন সকলেই চায় ভালো শিল্পীকে দিয়ে করাতে কাজ । কিন্তু শিল্পী সংখ্যা সীমিত তাই আগে ভাগেই কথা বলে ফেলতে হয় । এখন আর নির্দিষ্ট কয়েক মাস নয়, সারা বছর পুজোকে কেন্দ্র করে নানা কর্মকাণ্ড হয়ে থাকে । টিজার দেওয়া হয় মানুষকে আকর্ষণ করতে । যত ভালো হবে, তত মানুষের মনে দাগ কাটবে । এখন ব্যানার-হোর্ডিং যুগ চলে গিয়েছে । এখন সামাজিক মাধ্যম খুব শক্তিশালী । সেখানে টিজার দিলে মুহূর্তে ছড়িয়ে পড়ে । টিজার দেখেই মানুষ তাঁর পছন্দের পুজো নিয়ে ভাবেন ।’’

চোরবাগানের পুজোর টিজার

শুধু এই পুজো কমিটিই নয়, আরও অনেকেই ইতিমধ্যে টিজার প্রকাশ করে ফেলেছে পরবর্তী বছরের দুর্গাপুজোর জন্য ৷ সেখানে কেউ লিখেছে, 24-এর নির্মাণ সঙ্গে এবার অনির্বাণ । আরেক কমিটি লিখেছে, নতুন রূপে তরুণ সাজে । আর শুধু টিজারেই শেষ নয়, হাতিবাগান নবীনপল্লি-সহ অনেকে ইতিমধ্যে পরের বছরের থিম আর সেই থিমের রূপকার হবেন কোন শিল্পী, সেটাই ঠিক করে ফেলেছেন ৷

নাকতলা উদয়ন সংঘের পুজোর টিজার

এই পুরো বিষয় ইতিবাচক ভাবেই নিচ্ছেন শিল্পী মহল । আহেরিটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির শিল্পী অনির্বাণের কথায়, ‘‘এখন কেউ আর মাসের পর মাস ফেলে রাখে না । পুজো চলাকালীন ক’টা দিন থামে । তারপরই শিল্পীদের সঙ্গে বিভিন্ন ক্লাব যোগাযোগ শুরু করে । প্রতিমা জলে পড়লেই শিল্পীদের সঙ্গে আলোচনায় বসেন ক্লাব সংগঠকরা । চূড়ান্ত করে ফেলেন আগামী বছরের পরিকল্পনা । এতে উভয়পক্ষের সুবিধা । যেমন শিল্পী জায়গা দেখে বুঝে হতে সময় নিয়ে কাজ এগোতে পারেন ৷ পুজোর মুখে তাড়াহুড়ো থাকে না ৷ একই ভাবে ক্লাবের কাছেও অর্থ জোগাড়ের সময় মেলে ৷ তারা ধাপে ধাপে গোটা খরচটা করতে পারেন ।’’

দমদম পার্ক তরুণ সংঘের পুজোর টিজার

কাশী বোস লেন দুর্গাপুজো সমিতির অন্যতম সংগঠক সৌমেন দত্ত বলেন, ‘‘আমরা যারা থিম পুজো করি, এটা আমাদের কাছে একটা মজার আনন্দের । থিম পুজোর সংখ্যা যে হারে বাড়ছে, সেই সঙ্গে তাল মিলিয়ে শিল্পী বাড়ছে না । তাই বড় কমিটি বা থিমের লড়াইয়ে থাকা কমিটিগুলো চায় শিল্পীদের সবার আগে নিজেদের আয়ত্তে করার । তাই ভালো শিল্পী বুকিংয়ের লড়াই শুরু হয় । এখন বিজয়া থেকেই এই কাজগুলো সেরে ফেলা হয় ।’’

আরও পড়ুন:খড়াই ঘাসের শিল্পকর্মে পুজোর থিম এবার 'সোনার বাংলা'

Last Updated :Nov 6, 2023, 6:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details