ETV Bharat / state

মমতাকে আইনি নোটিশ ভারত সেবাশ্রম সঙ্ঘের, ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে - CM Mamata Banerjee

Bharat Sevashram Sangh: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কড়া পদক্ষেপ নিল ভারত সেবাশ্রম সঙ্ঘ ৷ মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 10:24 AM IST

Updated : May 20, 2024, 10:54 AM IST

Bharat Sevashram Sangh
মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ ভারত সেবাশ্রমের (নিজস্ব চিত্র)

কলকাতা, 20 মে: বিভিন্ন মঠ ও মিশনের একাংশের সন্ন্যাসীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কড়া পদক্ষেপ নিল ভারত সেবাশ্রম সঙ্ঘ ৷ মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছে তারা ৷ একই সঙ্গে মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে বলেও নোটিশে জানিয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ ৷ নোটিশে ভারত সেবাশ্রমের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে সম্মানহানি হয়েছে ভারত সেবাশ্রম এবং সন্ন্যাসীদের ৷

সোমবার এক্স হ্যান্ডেলে আইনি নোটিশের ছবি পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, "সনাতন ধর্মের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্যবস্তু আক্রমণের বিরুদ্ধে এবং সন্ন্যাসীদের তত্ত্বাবধায়কদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমি সন্ন্যাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রদ্ধেয় স্বামী প্রদীপ্তানন্দজিকে (কার্তিক মহারাজ) আমার প্রণাম। সত্য ও সনাতনীদের জয় চিরকাল।"

প্রসঙ্গত, শনিবার হুগলির গোঘাটের জনসভা থেকে রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের সাধুদের একাংশের বিরুদ্ধে সরব হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভারত সেবাশ্রমকে আক্রমণ করে তিনি বলেন, "সব সাধু তো সমান নয়, আমরাও সবাই সমান নই। বহরমপুরে একজন কার্তিক মহারাজ আছেন । ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম । কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন, তাঁকে সাধু বলে মনে করি না ৷ এর অর্থ উনি সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছেন । আমি চিহ্নিত করেছি কে কে করেছেন ।"

খোদ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ভারত সেবাশ্রমের মহারাজরা অভিযোগ তুলছেন, তিনি সাধু-সন্তদের অপমান করেছেন। দুর্গাপুরে ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক সরাসরি মমতাকে আক্রমণ করে তাঁকে 'পাগলি' বলে কটাক্ষ করলেন ৷ এরপরই সরাসরি মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠাল ভারত সেবাশ্রম সঙ্ঘ ৷

আরও পড়ুন

উনি একটা পাগলি ! সন্ন্যাসীদের হুমকির ঘটনায় মমতাকে পালটা ভারত সেবাশ্রম সম্পাদকের

গয়েশপুরে বাঁশ-রড দিয়ে বেধরক মার বিজেপি নেতাদের, রিপোর্ট চাইল কমিশন

কলকাতা, 20 মে: বিভিন্ন মঠ ও মিশনের একাংশের সন্ন্যাসীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কড়া পদক্ষেপ নিল ভারত সেবাশ্রম সঙ্ঘ ৷ মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছে তারা ৷ একই সঙ্গে মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে বলেও নোটিশে জানিয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ ৷ নোটিশে ভারত সেবাশ্রমের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে সম্মানহানি হয়েছে ভারত সেবাশ্রম এবং সন্ন্যাসীদের ৷

সোমবার এক্স হ্যান্ডেলে আইনি নোটিশের ছবি পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, "সনাতন ধর্মের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্যবস্তু আক্রমণের বিরুদ্ধে এবং সন্ন্যাসীদের তত্ত্বাবধায়কদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমি সন্ন্যাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রদ্ধেয় স্বামী প্রদীপ্তানন্দজিকে (কার্তিক মহারাজ) আমার প্রণাম। সত্য ও সনাতনীদের জয় চিরকাল।"

প্রসঙ্গত, শনিবার হুগলির গোঘাটের জনসভা থেকে রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের সাধুদের একাংশের বিরুদ্ধে সরব হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভারত সেবাশ্রমকে আক্রমণ করে তিনি বলেন, "সব সাধু তো সমান নয়, আমরাও সবাই সমান নই। বহরমপুরে একজন কার্তিক মহারাজ আছেন । ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম । কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন, তাঁকে সাধু বলে মনে করি না ৷ এর অর্থ উনি সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছেন । আমি চিহ্নিত করেছি কে কে করেছেন ।"

খোদ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ভারত সেবাশ্রমের মহারাজরা অভিযোগ তুলছেন, তিনি সাধু-সন্তদের অপমান করেছেন। দুর্গাপুরে ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক সরাসরি মমতাকে আক্রমণ করে তাঁকে 'পাগলি' বলে কটাক্ষ করলেন ৷ এরপরই সরাসরি মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠাল ভারত সেবাশ্রম সঙ্ঘ ৷

আরও পড়ুন

উনি একটা পাগলি ! সন্ন্যাসীদের হুমকির ঘটনায় মমতাকে পালটা ভারত সেবাশ্রম সম্পাদকের

গয়েশপুরে বাঁশ-রড দিয়ে বেধরক মার বিজেপি নেতাদের, রিপোর্ট চাইল কমিশন

Last Updated : May 20, 2024, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.