পশ্চিমবঙ্গ

west bengal

Kolkata Traffic Police : রাস্তায় না নেমেও সামলানো যাবে ট্রাফিক, তীব্র গরমে নির্দেশ লালবাজারের

By

Published : Apr 17, 2022, 9:17 PM IST

শীত বা গ্রীষ্ম ৷ যে কোনও ঋতুতে রাস্তায় দাঁড়িয়ে পরিষেবা দিয়ে থাকেন ট্রাফিক পুলিশরা (Kolkata Traffic Police) ৷ তাঁদের কথা মাথায় রেখে এবার তীব্র গরমে নয়া ব্যবস্থা নিল লালবাজার ৷

kolkata
ট্রাফিক পুলিশ

কলকাতা, 17 এপ্রিল :দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম ৷ আর এই গরমে কাজের জন্য লালবাজারের ট্রাফিক বিভাগের নয়া হাতিয়ার প্রযুক্তি । তীব্র গরমে রাস্তায় নেমে ডিউটি না করলেও বসতে হবে ট্রাফিক বুথে (In Summer Lalbazar New Plan for Kolkata Traffic Sergeant) । সেখান থেকেই প্রযুক্তির সাহায্যে নজর রাখতে হবে মনিটরিং স্ক্রিনের উপর । প্রয়োজন হলে ট্রাফিক আইন লঙ্ঘনকারী গাড়িগুলির বিরুদ্ধে সেখান থেকেই আইনগত ব্যবস্থা নিতে পারবেন পুলিশ কর্মীরা (Traffic Police In Summer) ।

প্রতিবছরই এই গরমের সময় কলকাতা পুলিশের নগরপাল রাস্তায় নেমে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টদের জল, ওআরএস ও ওষুধপত্র বিতরণ করে থাকেন । এই চরম দাবদাহে যাতে রাস্তায় কর্তব্যরত কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট অসুস্থ হয়ে না পড়েন তার জন্যই এবার এই বিশেষ ব্যবস্থা নিয়েছে লালবাজার ।

আরও পড়ুন :Mock Drilling by Kolkata Police & Fire Brigade : আপৎকালীন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পোস্তায় কলকাতা পুলিশ এবং দমকলের মক ড্রিলিং

জানা গিয়েছে, লালবাজারের তরফ থেকে শহরের পঁচিশটি ট্রাফিক গার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে সকাল থেকে দুপুরের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক না সামলালেও চলবে । তবে রাস্তায় না থাকলেও থাকতে হবে নিজ নিজ ট্রাফিক বুথে । সেখান থেকেই অনলাইন স্ক্রিনিংয়ের মাধ্যমে দেখতে হবে গাড়ির গতিবিধি । কিন্তু শহরে আচমকা যানজট সৃষ্টি হলে সেই সময় রাস্তায় নামতেই হবে ট্রাফিক পুলিশদের ।

যানজট না হলে তাঁরা বুথের ভিতর থেকে ট্রাফিক পরিচালনা করতে পারবেন (New Rule for Kolkata Traffic Police) । প্রয়োজন হলে প্রত্যেক ট্রাফিক সার্জেন্ট নিজের নিজের এলাকায় তাঁদের কর্মীদের সঙ্গে সমন্বয় সাধন করে সময় ভাগ করে বুথ থেকে ট্রাফিক সামলাতে পারবেন ।
এর ফলে যদি রাস্তায় কোনও বেপরোয়া গাড়ি নজরে আসে তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন সার্জেন্টরা পাশাপাশি নিমেষেই ট্রাফিক লঙ্ঘনকারী গাড়ি মালিকের কাছে সরাসরি এসএমএসের মাধ্যমে জরিমানা মেসেজ পৌঁছে যাবে । ফলে এই দাবদাহের কয়েকমাস তাপপ্রবাহ থেকে খানিকটা রেহাই পেতে চলেছেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট থেকে শুরু করে কনস্টেবলরা ।

আরও পড়ুন :Kolkata Police on Illegal Firearms Supply : বেআইনি অস্ত্র সরবরাহ রুখতে যৌথভাবে নজরদারি কলকাতা পুলিশ ও রাজ্য গোয়েন্দা বিভাগের

ABOUT THE AUTHOR

...view details