ETV Bharat / state

Kolkata Police on Illegal Firearms Supply : বেআইনি অস্ত্র সরবরাহ রুখতে যৌথভাবে নজরদারি কলকাতা পুলিশ ও রাজ্য গোয়েন্দা বিভাগের

author img

By

Published : Mar 21, 2022, 7:33 PM IST

বেআইনি আগ্নেয়াস্ত্র সরবরাহ বন্ধ করতে যৌথভাবে নজরদারি কলকাতা পুলিশ ও রাজ্য গোয়েন্দা বিভাগের (Kolkata Police and State Intelligence Joint Surveillance to Stop Illegal Firearms Supply) ৷ শহরে প্রায়শই বেআইনি আগ্নেয়াস্ত্র ঢুকছে বলে অভিযোগ ৷

ভবানী ভবন
ভবানী ভবন

কলকাতা, 21 মার্চ : শহর কলকাতায় কিভাবে ঢুকছে বেআইনি অস্ত্র, এবার যৌথভাবে তার খোঁজ নেবে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (Kolkata Police and State Intelligence Joint Surveillance to Stop Illegal Firearms Supply)।

প্রসঙ্গত, অতিসম্প্রতি পারিবারিক বিভাগকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় তিলজলা থানা এলাকার হনুমান মন্দির এলাকায় । গুলি চালানোর অভিযোগ ওঠে । তার আগে দোলের দিন রিজেন্ট পার্ক এলাকায় গুলি করে খুন করা হয় এক যুবককে ৷ এর আগেও কসবা, যাদবপুর, গড়ফা, ফুলবাগান, কড়েয়া, পার্কস্ট্রিট-সহ একাধিক এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে ।

পরপর এই দুই ঘটনায় প্রশ্ন উঠছে, শহরে কি তাহলে প্রায়শই ঢুকছে আগ্নেয়াস্ত্র ৷ পাশাপাশি এও প্রশ্ন উঠেছে, কিভাবে এই আগ্নেয়াস্ত্র সরবরাহের ঘটনা পুলিশের চোখ এড়িয়ে যাচ্ছে ৷

আরও পড়ুন : Fraud Case in Kolkata : দিল্লি মেডিক্যাল কলেজে ভর্তির নামে 52 লক্ষ টাকার প্রতারণা, অসম থেকে ধৃত 1

ইতিমধ্যেই কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের একটি যৌথ বৈঠক হয়েছে (Kolkata Police on Illegal Firearms Supply) । আর সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, শহরে এবং রাজ্যে কিভাবে, কোন পথে দিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র সরবরাহ হচ্ছে, তা এবার সরেজমিনে খতিয়ে দেখবেন রাজ্য ও কলকাতা পুলিশের গোয়েন্দা কর্তারা ।

ভবানী ভবন সূত্রের খবর, কলকাতা পুলিশে যেমন প্রত্যেকটি এলাকায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়, রাজ্য সড়কগুলির উপর সেই ভাবে নাকা চেকিংয়ের ব্যবস্থা নেই । ফলে রাজ্য সড়ক হয়ে অতি সহজেই আগ্নেয়াস্ত্র ঢুকছে রাজ্যে ও তথা শহরে । তাই এবার রাজ্য ও জাতীয় সড়কগুলির উপর নাকা চেকিংয়ের বন্দোবস্ত করা হবে । যদিও এই নিয়ে ডিআইজি সিআইডি অপারেশন মিরাজ খালেদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি ।

আরও পড়ুন : School Uniform Case in High Court : সরকার পোষিত স্কুলের পোশাকে কেন বিশ্ববাংলা লোগো, হাইকোর্টে মামলা

নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের একটি থানার অফিসার ইনচার্জের অনুমান ,অস্ত্র আসছে ভিনরাজ্য থেকে । চোরাপথে ঢুকছে এ শহরে এবং রাজ্যে । ভবানী ভবন সূত্রের খবর, বিহারের মুঙ্গের তৈরি হওয়া অস্ত্র সরাসরি ঝাড়খণ্ড হয়ে চোরাপথে ঢুকছে এই শহর এবং রাজ্যে । আবার বিহার থেকে মালদা, মুর্শিদাবাদ হয়েও শহরে ঢুকতে পারে আগ্নেয়াস্ত্র বলে অনুমান । যেহেতু এ রাজ্যে আগ্নেয়াস্ত্র চোরাপথে ঢোকানোর একমাত্র সম্বল সড়কপথ, তাই জাতীয় ও রাজ্য সড়কগুলির উপর বিশেষভাবে নাকা চেকিংয়ের বন্দোবস্ত করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.