ETV Bharat / sports

বৃষ্টি কাঁটায় বিশ্বকাপে পাক-বিদায়, সুপার এইটে আয়োজক যুক্তরাষ্ট্র - T20 World Cup 2024

Pakistan Knocked Out of T20 WC: টি-20 বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল পাকিস্তানের ৷ শুক্রবার যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্য়ান্ড ম্যাট বৃষ্টিতে পণ্ড হতেই বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের ৷ ভারতের সঙ্গে গ্রুপ 'এ' থেকে সুপার এইটে পৌঁছে গেল যুক্তরাষ্ট্র ৷

author img

By ANI

Published : Jun 15, 2024, 6:59 AM IST

USA QUALIFIED TO SUPER 8
বিশ্বকাপের সুপার এইটে মার্কিন যুক্তরাষ্ট্র (মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট- এক্স)

ফ্লোরিডা, 15 জুন: টি-20 বিশ্বকাপে ইন্দ্রপতন ৷ শুক্রবার কুড়ি-বিশের মহারণ থেকে ছুটি হয়ে গেল 2009-এর চ্যাম্পিয়ন পাকিস্তানের ৷ বৃষ্টি কাঁটায় এদিন মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ডের ম্যাচ ভেস্তে যেতেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় বাবর আজম অ্যান্ড কোম্পানির ৷ অন্যদিকে আইরিশদের সঙ্গে পয়েন্ট ভাগ করে পরবর্তী পর্ব অর্থাৎ, সুপার এইটে পৌঁছে গেল আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ৷

প্রতিযোগিতার প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে বেকায়দায় পড়ে গিয়েছিল পাকিস্তান ৷ দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হার আরও বেকায়দায় ফেলে দেয় 'মেন ইন গ্রিন'কে ৷ তৃতীয় ম্যাচে কানাডাকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলেও পাকিস্তানের সুপার এইটে পৌঁছনো দাঁড়িয়েছিল যদি-কিন্তুর উপর ৷ শেষ ম্যাচে তাঁদের জিততে তো হতোই, পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফলাফলের উপরেও নির্ভর করতে হতো পাকিস্তানকে ৷ সেক্ষেত্রে শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ম্যাচ পাকিস্তানের কাছে ছিল গুরুত্বপূর্ণ ৷

তবে বৃষ্টি কাঁটা হয়ে দাঁড়ানোয় শুক্রবার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্য়ান্ড ম্যাচে গড়াল না একটি বল-ও ৷ ফলে দু'দল একটি করে পয়েন্ট ভাগ করে নেওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেল পাকিস্তান ৷ তিন ম্যাচে পাকিস্তানের আপাতত সংগ্রহ 2 পয়েন্ট ৷ শেষ ম্যাচে তাঁরা আয়ারল্যান্ডকে হারালেও যুক্তরাষ্ট্রের সমসংখ্যক পয়েন্টে (5) পৌঁছতে পারবে না ৷ ফলত রবিবার আইরিশদের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ হয়ে দাঁড়াল নিয়মরক্ষার ৷

অন্যদিকে চার ম্যাচ থেকে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ 'এ' থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছে গেলেন অ্যারন জোন্সরা ৷ সপ্তম অ্যাসোসিয়েট (আইসিসি) দেশ হিসেবে টি-20 বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার নজির গড়ল তাঁরা ৷ গ্রুপ 'এ' থেকে আগেই সুপার এইটে পৌঁছে গিয়ে ভারত ৷ শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কানাডার মুখোমুখি রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷

ফ্লোরিডা, 15 জুন: টি-20 বিশ্বকাপে ইন্দ্রপতন ৷ শুক্রবার কুড়ি-বিশের মহারণ থেকে ছুটি হয়ে গেল 2009-এর চ্যাম্পিয়ন পাকিস্তানের ৷ বৃষ্টি কাঁটায় এদিন মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ডের ম্যাচ ভেস্তে যেতেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় বাবর আজম অ্যান্ড কোম্পানির ৷ অন্যদিকে আইরিশদের সঙ্গে পয়েন্ট ভাগ করে পরবর্তী পর্ব অর্থাৎ, সুপার এইটে পৌঁছে গেল আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ৷

প্রতিযোগিতার প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে বেকায়দায় পড়ে গিয়েছিল পাকিস্তান ৷ দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হার আরও বেকায়দায় ফেলে দেয় 'মেন ইন গ্রিন'কে ৷ তৃতীয় ম্যাচে কানাডাকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলেও পাকিস্তানের সুপার এইটে পৌঁছনো দাঁড়িয়েছিল যদি-কিন্তুর উপর ৷ শেষ ম্যাচে তাঁদের জিততে তো হতোই, পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফলাফলের উপরেও নির্ভর করতে হতো পাকিস্তানকে ৷ সেক্ষেত্রে শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ম্যাচ পাকিস্তানের কাছে ছিল গুরুত্বপূর্ণ ৷

তবে বৃষ্টি কাঁটা হয়ে দাঁড়ানোয় শুক্রবার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্য়ান্ড ম্যাচে গড়াল না একটি বল-ও ৷ ফলে দু'দল একটি করে পয়েন্ট ভাগ করে নেওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেল পাকিস্তান ৷ তিন ম্যাচে পাকিস্তানের আপাতত সংগ্রহ 2 পয়েন্ট ৷ শেষ ম্যাচে তাঁরা আয়ারল্যান্ডকে হারালেও যুক্তরাষ্ট্রের সমসংখ্যক পয়েন্টে (5) পৌঁছতে পারবে না ৷ ফলত রবিবার আইরিশদের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ হয়ে দাঁড়াল নিয়মরক্ষার ৷

অন্যদিকে চার ম্যাচ থেকে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ 'এ' থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছে গেলেন অ্যারন জোন্সরা ৷ সপ্তম অ্যাসোসিয়েট (আইসিসি) দেশ হিসেবে টি-20 বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার নজির গড়ল তাঁরা ৷ গ্রুপ 'এ' থেকে আগেই সুপার এইটে পৌঁছে গিয়ে ভারত ৷ শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কানাডার মুখোমুখি রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.