পশ্চিমবঙ্গ

west bengal

Panchayat elections 2023: মৃত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে ফোনে কথা রাজ্যপালের, পিস রুমে রিপোর্ট পাঠানোর নির্দেশ

By

Published : Jul 6, 2023, 10:26 PM IST

মৃত কংগ্রেস কর্মী আলফাজ উদ্দিনের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ ৷ পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

Panchayat elections 2023
মৃত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে ফোনে কথা রাজ্যপালের

মৃত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে ফোনে কথা রাজ্যপালের

কলকাতা, 6 জুলাই: দক্ষিণ 24 পরগনার কুলপির দক্ষিণ গাজীপুরের মৃত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মৃত কংগ্রেস কর্মী আলফাজ উদ্দিন হালদারের বাবার সঙ্গে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ ফোনে কথা বলেন রাজ্যপাল। পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। পাশাপাশি এলাকায় ব়্যাপিড অ্যাকশন টিমকে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে রাজভবনের পিসরুমে গোটা ঘটনার রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি আরও এক। এবার ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার কুলপি। জানা গিয়েছে, গত সোমবার রাতে কুলপির দৌলতপুরে নির্দল প্রার্থী গৌতম হালদারের প্রচারে বেরিয়েছিলেন আলফাজ হালদার। সেই সময় চুন ফুলির মোড়ের কাছে তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসা শুরু হয় বলে অভিযোগ। বাঁশ, লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সেই প্রচার মিছিলে হামলায় আক্রান্ত হন আলফাজ উদ্দিন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তী সময়ে অবস্থা আশঙ্কাজনক হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার কলকাতার হাসপাতালে মৃত্যু হয় আলফাজ হালদারের। ঘটনায় উত্তেজনা ছড়ায় কুলপির দৌলতপুরে।

এদিনই ঘটনার খবর পৌঁছায় রাজভবনে। রাজ্যপাল সিভি আনন্দ বোস আলফাজ উদ্দিনের পরিবারের সঙ্গে কথা বলেন ফোনে। পরিবারের পাশে থাকার বার্তা দেন ৷ পাশাপাশি ঘটনার দোষীদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্য নির্বাচন কমিশনারের কাছেও বিষয়টি জানানোর কথা বলা হয়েছে। অবিলম্বে ডিএম-এর কাছে রিপোর্টও চেয়েছেন। এই ঘটনায় প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে এবং নির্বাচন কমিশনের কী ভূমিকা রয়েছে, তা জানার জন্যই রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল।

আরও পড়ুন:'তৃণমূলের মুখের নকশা বদলে দিন', শেষদিনের প্রচারে বিতর্কিত নিদান শতরূপের

এর আগে দক্ষিণ 24 পরগনা ভাঙড়, ক্যানিং, বাসন্তীর মতো এলাকা ঘুরেছেন রাজ্যপাল। স্বজন হারানো পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মুর্শিদাবাদের বহু জায়গাতেও হিংসার ঘটনা ঘটছে। ফলে শুক্রবার সকালে ট্রেনে করে মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা পরিদর্শনে যাবে রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

ABOUT THE AUTHOR

...view details