ETV Bharat / state

Panchayat Elections 2023: 'তৃণমূলের মুখের নকশা বদলে দিন', শেষদিনের প্রচারে বিতর্কিত নিদান শতরূপের

author img

By

Published : Jul 6, 2023, 9:22 PM IST

ব্যালট পেপার বদলাতে আসলে তৃণমূল কর্মীদের মুখের নকশা বদলে দেওয়ার নিদান সিপিআইএম নেতা শতরূপ ঘোষের ৷ বিতর্কিত মন্তব্য ঘিরে জলঘোরা রাজনৈতিক মহলে ৷

Panchayat Elections 2023
শেষ প্রচারে বিতর্কিত মন্তব্য শতরূপের

শেষ প্রচারে বিতর্কিত মন্তব্য শতরূপের

মালদা, 6 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে প্রচারের শেষদিনে ক্ষুরধার মন্তব্য সিপিআইএম নেতা শতরূপ ঘোষের ৷ ভোটের ব্যালট পেপার বদলাতে আসলে তৃণমূল কর্মীদেরও মুখের নকশা বদলে দেওয়ার নিদান দিলেন সিপিএমের যুবনেতা ৷ সিপিএম নেতার এই বক্তব্য নির্বাচনের প্রাক্কালে শৃঙ্খলাভঙ্গের প্রশ্নে সমস্যা হবে কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন ৷

বৃহস্পতিবার রতুয়া-2 ব্লকের সম্বলপুরে মালদা জেলা পরিষদের 21 নম্বর আসনের দলীয় প্রার্থী আবদুর রাকিবের সমর্থনে প্রচার করতে আসেন শতরূপ ৷ এই ব্লকে জেলা পরিষদের তিনটি আসনের কোনওটিতেই বাম ও কংগ্রেসের জোট হয়নি ৷ তবে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরে দু’দলের জোট হয়েছে বলে দাবি বাম নেতৃত্বের ৷ এদিন সম্বলপুরে একটি প্রচার মিছিলেও অংশ নেন শতরূপ ৷ মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন তিনি ৷

তিনি বলেন, "তৃণমূল যদি একটা ব্যালট পেপারের নকশা বদলাতে আসে, ওদের মুখের নকশা বদলে দিতে হবে ৷ ব্যালটের নকশা বদলাতে দেওয়া যাবে না ৷ এই দায়িত্ব কমরেডদের নিতে হবে ৷ ভোট কিংবা গণনার দিন তৃণমূল যে ভাষা বুঝবে, সেই ভাষায় লড়াই করে ওদের হারাতে হবে ৷ কেউ ভয় পাবেন না ৷ পুলিশকে দিয়ে ওরা মামলা মোকদ্দমা যা ইচ্ছে করাক, আমরা বুঝে নেব ৷" প্রচারের শেষলগ্নে রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলপুরে এই ভাষাতেই কর্মীদের উদ্বুদ্ধ করলেন সিপি্এম নেতা শতরূপ ঘোষ ৷

সভা শেষে সায়নী ঘোষ প্রসঙ্গে সাংবাদিকদের শতরূপ বলেন, "আমরা ছোটবেলায় একটা আম চুরি করতে গিয়ে ধরা পড়লে লজ্জায় তিনদিন বাড়ি থেকে বেরোতাম না ৷ আর এঁরা কোটি কোটি টাকা চুরি করেন, চাকরি চুরি করে ধরা পড়েন, ইডির কাছে হাজিরা দিয়ে জিপের মাথায় উঠে গলায় মালা পরে হাত নাড়েন ৷ কত বেহায়া মরলে একটা তৃণমূল নেতা জন্মায় ! আর তৃণমূল সমর্থকদের বলব, কতগুলো চোর, চিটিংবাজ আপনাদের পাড়ায় গলায় মালা পরে হাত নাড়ছে, আর আপনারা সেটা দেখছেন? আপনি যে দলেরই সমর্থক হোন না কেন, চোর আর চিটিংবাজগুলোকে ঝেঁটিয়ে বিদায় দিন ৷"

শতরূপ আরও বলেন, "এবার হয় এসপার, নয় ওসপার ৷ এবার গণতান্ত্রিকভাবে ভোট হবে ৷ আমরা খবর পাচ্ছি, বিডিও অফিস থেকে থানায় অতিরিক্ত ব্যালট পাঠানোর জন্য মৌখিক অর্ডার দেওয়া হচ্ছে ৷ তৃণমূল যাতে ওই ব্যালট নিয়ে কারচুপি করতে পারে ৷ তবে এবার সেটা অত সহজ হবে না ৷ এবারের পঞ্চায়েত নির্বাচনে এখনও পর্যন্ত আমাদের হিসাবে রাজ্যে 18 জন মারা গিয়েছেন ৷ গোটা দেশ এখন হিংসামুক্ত রাজনীতির দিকে এগোচ্ছে ৷ কিন্তু ত্রিপুরায় বিজেপি আর পশ্চিমবঙ্গে তৃণমূল এমন পরিস্থিতি তৈরি করে রেখেছে যে ভোট আসলে বহু মায়ের কোল খালি হয়ে যায় ৷ তবে এবার মারতে আসলে পালটা মার ওরাও খেয়েছে ৷"

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে পাখির চোখ পূর্ব মেদিনীপুর, কার দখলে থাকবে জেলা পরিষদ ?

পঞ্চায়েতের প্রতিটি স্তরে কংগ্রেসের সঙ্গে জোট না-হওয়ায় কিছুটা হলেও হতাশার সুর শোনা গিয়েছে তরুণ বাম নেতার গলায় ৷ তিনি বলেন, "সব আসনে জোট হলে ভালো হত ৷ মালদায় আমরা সেটাই চেয়েছিলাম ৷ তার জন্য আমরা প্রয়োজনে কম সংখ্যক আসনে লড়তে রাজি ছিলাম ৷ কিন্তু যে কোনও কারণেই হোক সেটা হয়নি ৷ মানুষের কাছে আমাদের আবেদন, যেখানে বামফ্রন্ট শক্তিশালী, সেখানে বাম প্রার্থীদের ভোট দিন ৷ কিছুতেই ভোট ভাগাভাগি হতে দেবেন না ৷ পরবর্তীতে বাম ও কংগ্রেস একসঙ্গে জেলা পরিষদে বোর্ড গঠন করবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.