পশ্চিমবঙ্গ

west bengal

Fake Currency Recovered: খাস কলকাতায় দেড় লক্ষ টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার এক

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 5:20 PM IST

দেড় লক্ষ টাকার জাল নোট উদ্ধার
Fake Currency Recovered

প্রায় দেড় লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা ৷ ধৃতের নাম, শেখ সফিক। তার বাড়ি মধ্যপ্রদেশের বিদিশায়।

কলকাতা, 4 অক্টোবর: খাস কলকাতায় ফের উদ্ধার জাল নোট। প্রায় দেড় লক্ষ টাকার জাল নোট-সহ এক ব্যক্তিকে এদিন গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। ধৃতের নাম, শেখ সফিক (39)। তার বাড়ি মধ্যপ্রদেশের বিদিশায়। ওই ব্যক্তি কী কারণে এই বিপুল পরিমাণ জাল নোট কলকাতায় এনেছিল সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এসটিএফের এক আধিকারিক বলেন, "ধৃতকে আজ ব্যাংকশাল আদালতে পেশ করা হবে। তাকে নিজেদের হেফাজতে চেয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। লালবাজার সূত্রের খবর, ধৃত ব্যক্তির নামে মধ্যপ্রদেশের একাধিক থানায় অভিযোগ দায়ের রয়েছে। তদন্তে নেমে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা মধ্যপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন। সম্প্রতি কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পান ভিন রাজ্য থেকে এই রাজ্যে জাল নোট কারবারীরা আসছে।

ফলে গোয়েন্দারা জানতে পারেন, মধ্যপ্রদেশ থেকে এক ব্যক্তি বিপুল পরিমাণের জাল নোট নিয়ে কলকাতায় আসবে। গতকাল রাতে সাদা পোশাকে কলকাতা স্ট্যান্ড রোডে হাজির হয়ে যায় কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা। হাতেনাতে ওই ব্যক্তিকে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে একটি কালো রংয়ের ব্যাগ উদ্ধার হয়। তাতে 500 টাকার নোট রাখা রয়েছে। এপারেই প্রথম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় উত্তরবন্দর থানায়। উদ্ধার হওয়া আবার টাকা সম্পর্কে তার কাছে জিজ্ঞাসাবাদ করা হলে ওই ব্যক্তি কোনও উত্তর দিতে পারেনি।

এরপরেই জানা যায় উদ্ধার হওয়া টাকাগুলি প্রত্যেকটি জাল টাকা। রাতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা জানতে চাইছেন যে, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ জাল নোট সে কোথা থেকে পেল? সে এই জাল নোটগুলি কোথা থাকে কোথায় নিয়ে যাচ্ছিল? কে তাকে এই বিপুল পরিমাণ জাল নোট সমেত কলকাতায় পাঠাল? উত্তর খুঁজছে পুলিশ ৷

আরও পড়ুন:জেরক্সের দোকান থেকে উদ্ধার জাল নোট, আটক 1

ABOUT THE AUTHOR

...view details