ETV Bharat / state

বন্যার ফলে উঁচু হয়েছে তিস্তার নদীবক্ষ, উদ্বিগ্ন সেচ দফতর - Teesta River

Teesta River Bed: সিকিমের বিধ্বংসী বন্যার প্রভাবে প্রায় দেড় মিটার উঁচু হয়ে গিয়েছে তিস্তা নদীবক্ষ ৷ এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সমীক্ষায় ৷ এর ফলে বর্ষার মরশুমের আগে উদ্বিগ্ন সেচ দফতরের তরফে ডাকা হল বৈঠক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 10:25 PM IST

Updated : May 20, 2024, 10:47 PM IST

Teesta river bed
তিস্তা নদী (নিজস্ব ছবি)
বন্যার ফলে উঁচু হয়েছে তিস্তার নদীবক্ষ (ইটিভি ভারত)

জলপাইগুড়ি, 20 মে: সিকিমের বিধ্বংসী বন্যার ফলে উঁচু হয়ে গিয়েছে তিস্তার নদীবক্ষ। প্রায় দেড় মিটার তিস্তার রিভার বেড উঁচু হয়ে যাওয়ায় উদ্বিগ্ন সেচ দফতর ! শুধু তাই নয়, অনেক বাঁধ নীচু হয়ে গিয়েছে ৷ এখন সেই সকল বাঁধগুলি উঁচু করতে হচ্ছে সেচ দফতরকে । কিছু স্পারের মাথা ড্যামেজ হয়েছে । সমীক্ষায় উঠে এল এমনই সব তথ্য ।

পরবর্তীতে ফের গত বছরের মতো নদীতে জল বাড়লে সমস্যা চরমে উঠতে পারে বলে আশঙ্কা সেচ দফতরের । এর জেরে উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণ নিয়ে বৈঠকে বসলেন সেচ দফতরের আধিকারিকরা । উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং জেলাকে নিয়ে বৈঠক করা হল সোমবার । জলপাইগুড়ি সেচ দফতরের বাংলোতে এ দিনের বৈঠক হয় ।

সেচ দফতরের নর্থ ইস্টের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক বলেন, "সিকিমের বন্যার ফলে তিস্তার নদীবক্ষ উঁচু হয়ে গিয়েছে । প্রায় দেয় মিটার তিস্তার রিভার বেড উঁচু হয়ে গিয়েছে । আমাদের কাছে এটা খুবই চিন্তার বিষয় । আমরা সমীক্ষা করছি। বিষয়টি নিয়ে পর্যালোচনাও করছি । আমাদের অনেক বাঁধ নীচু হয়ে গিয়েছে ৷ স্পারের মাথা ড্যামেজ হয়েছে ময়নাগুড়ির বাকালিতে । আমাদের সেগুলি উঁচু করতে হচ্ছে ৷ ভবিষ্যৎ পরিকল্পনা করা যায় কিনা দেখা হচ্ছে । মে মাসের শেষে বা জুনের প্রথমেই বর্ষা ঢুকে যাবে উত্তরবঙ্গে । আমরা ব্রক্ষ্মপুত্র বোর্ডে টাকার জন্য প্রস্তাব দিয়েছি ৷"

এদিকে সিকিম ও উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত আবহাওয়া আধিকারিক গোপীনাথ রাহা বলেন, "তিস্তার রিভার বেড উঁচু থাকার কারণে পাহাড়ে বেশি বৃষ্টিপাত হলে নদীর জলস্তর বেড়ে যাবে । তাতে সমস্যা হতেই পারে । তবে সব দফতরই বিষয়টি নিয়ে ওয়াকিবহাল রয়েছে ৷ সেইভাবেই তারা কাজ করছে ।"

সেচ দফতরের নর্থ ইস্টের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানান, বন্যা নিয়ন্ত্রণে সেন্ট্রাল ওয়াটার কমিশন, আবহাওয়া দফতর-সহ সেচ দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয় এ দিন । সবার সহযোগিতা যাতে পাওয়া যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে ৷ সিকিমের বন্যার পর 106 কোটি টাকার কাজ চলছে । বন্যা নিয়ন্ত্রণের জন্য জিনিসপত্র মজুত রাখা হচ্ছে ৷ তিনি বলেন, "আমাদের দশখানা রেইন গেজ রয়েছে । 25টি ওয়াটার কমিশন থেকে তথ্য পেয়ে থাকি আমরা । উত্তরবঙ্গের 10টি বড় নদীর ওপরে 15 গেজ রয়েছে ৷ যেগুলির থেকে বন্যার সতর্কতা পাই । ভুটানের চারটি রেইন গেজ থেকে সতর্কতা পাচ্ছি । দিল্লিতে ইন্দো-ভুটানের বৈঠকে আমরা আরও বেশি গেজ মিটার বাড়ানো যায় কিনা, তার প্রস্তাব দিয়েছি ।"

আরও পড়ুন:

  1. বিপর্যস্ত সিকিমে মৃত 11, 22 সেনা জওয়ান-সহ নিখোঁজ 82; মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর
  2. সিকিমের বিপর্যয়ে নড়চড়ে বসল রাজ্যের সেচ দফতর, জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্ত তিস্তা বাঁধ সংস্কার
  3. বিপর্যস্ত সিকিম, ফুলেফেঁপে উঠল তিস্তা! জলপাইগুড়িতে হলুদ সতর্কতা

বন্যার ফলে উঁচু হয়েছে তিস্তার নদীবক্ষ (ইটিভি ভারত)

জলপাইগুড়ি, 20 মে: সিকিমের বিধ্বংসী বন্যার ফলে উঁচু হয়ে গিয়েছে তিস্তার নদীবক্ষ। প্রায় দেড় মিটার তিস্তার রিভার বেড উঁচু হয়ে যাওয়ায় উদ্বিগ্ন সেচ দফতর ! শুধু তাই নয়, অনেক বাঁধ নীচু হয়ে গিয়েছে ৷ এখন সেই সকল বাঁধগুলি উঁচু করতে হচ্ছে সেচ দফতরকে । কিছু স্পারের মাথা ড্যামেজ হয়েছে । সমীক্ষায় উঠে এল এমনই সব তথ্য ।

পরবর্তীতে ফের গত বছরের মতো নদীতে জল বাড়লে সমস্যা চরমে উঠতে পারে বলে আশঙ্কা সেচ দফতরের । এর জেরে উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণ নিয়ে বৈঠকে বসলেন সেচ দফতরের আধিকারিকরা । উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং জেলাকে নিয়ে বৈঠক করা হল সোমবার । জলপাইগুড়ি সেচ দফতরের বাংলোতে এ দিনের বৈঠক হয় ।

সেচ দফতরের নর্থ ইস্টের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক বলেন, "সিকিমের বন্যার ফলে তিস্তার নদীবক্ষ উঁচু হয়ে গিয়েছে । প্রায় দেয় মিটার তিস্তার রিভার বেড উঁচু হয়ে গিয়েছে । আমাদের কাছে এটা খুবই চিন্তার বিষয় । আমরা সমীক্ষা করছি। বিষয়টি নিয়ে পর্যালোচনাও করছি । আমাদের অনেক বাঁধ নীচু হয়ে গিয়েছে ৷ স্পারের মাথা ড্যামেজ হয়েছে ময়নাগুড়ির বাকালিতে । আমাদের সেগুলি উঁচু করতে হচ্ছে ৷ ভবিষ্যৎ পরিকল্পনা করা যায় কিনা দেখা হচ্ছে । মে মাসের শেষে বা জুনের প্রথমেই বর্ষা ঢুকে যাবে উত্তরবঙ্গে । আমরা ব্রক্ষ্মপুত্র বোর্ডে টাকার জন্য প্রস্তাব দিয়েছি ৷"

এদিকে সিকিম ও উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত আবহাওয়া আধিকারিক গোপীনাথ রাহা বলেন, "তিস্তার রিভার বেড উঁচু থাকার কারণে পাহাড়ে বেশি বৃষ্টিপাত হলে নদীর জলস্তর বেড়ে যাবে । তাতে সমস্যা হতেই পারে । তবে সব দফতরই বিষয়টি নিয়ে ওয়াকিবহাল রয়েছে ৷ সেইভাবেই তারা কাজ করছে ।"

সেচ দফতরের নর্থ ইস্টের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানান, বন্যা নিয়ন্ত্রণে সেন্ট্রাল ওয়াটার কমিশন, আবহাওয়া দফতর-সহ সেচ দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয় এ দিন । সবার সহযোগিতা যাতে পাওয়া যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে ৷ সিকিমের বন্যার পর 106 কোটি টাকার কাজ চলছে । বন্যা নিয়ন্ত্রণের জন্য জিনিসপত্র মজুত রাখা হচ্ছে ৷ তিনি বলেন, "আমাদের দশখানা রেইন গেজ রয়েছে । 25টি ওয়াটার কমিশন থেকে তথ্য পেয়ে থাকি আমরা । উত্তরবঙ্গের 10টি বড় নদীর ওপরে 15 গেজ রয়েছে ৷ যেগুলির থেকে বন্যার সতর্কতা পাই । ভুটানের চারটি রেইন গেজ থেকে সতর্কতা পাচ্ছি । দিল্লিতে ইন্দো-ভুটানের বৈঠকে আমরা আরও বেশি গেজ মিটার বাড়ানো যায় কিনা, তার প্রস্তাব দিয়েছি ।"

আরও পড়ুন:

  1. বিপর্যস্ত সিকিমে মৃত 11, 22 সেনা জওয়ান-সহ নিখোঁজ 82; মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর
  2. সিকিমের বিপর্যয়ে নড়চড়ে বসল রাজ্যের সেচ দফতর, জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্ত তিস্তা বাঁধ সংস্কার
  3. বিপর্যস্ত সিকিম, ফুলেফেঁপে উঠল তিস্তা! জলপাইগুড়িতে হলুদ সতর্কতা
Last Updated : May 20, 2024, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.