পশ্চিমবঙ্গ

west bengal

চলতি সপ্তাহেই রেশন দুর্নীতি মামলায় চার্জশিট, নাম থাকছে জ্যোতিপ্রিয়রও

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 7:44 AM IST

ED to submit Charge sheet Over Ration Scam: রেশন দুর্নীতি কাণ্ডে চার্জশিট জমা দিতে চলেছে তদন্তকারী সংস্থা ইডি ৷ জানা গিয়েছে, বাকিবুরের পাশাপাশি দুর্নীতি কাণ্ডে নাম থাকতে পারে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।

Etv Bharat
রেশন দুর্নীতি মামলায় চার্জশিট

কলকাতা, 11 ডিসেম্বর: রাজ্যে রেশন দুর্নীতি কাণ্ডে চলতি সপ্তাহের মধ্যেই চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, সংশ্লিষ্ট চার্টশিটে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হচ্ছে বাকিবুর রহমানকে। পাশাপাশি নাম থাকছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেরও।

জানা গিয়েছে, চার্জশিটে উল্লেখ করা হচ্ছে তৎকালীন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মদতেই মূল অভিযুক্ত বাকিবুর রহমান এবং তাঁর সঙ্গীরা রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছিল। পাশাপাশি, বিভিন্ন হাত ঘুরে কোটি কোটি টাকা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছেও যেত বলে উল্লেখ থাকবে চার্জশিটে ৷

ইতিমধ্যেই রাজ্যের রেশন দুর্নীতি তদন্তে নেমে গোয়েন্দারা প্রথমে বাকিবুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার কোটি কোটি টাকার সম্পত্তি সন্ধান পান তদন্তকারীরা। বাকিবুরকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার পর অবশেষে ইডির তদন্তকারী আধিকারিকরা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম পান।

এরপর বিভিন্ন নথিপত্র ঘেঁটে তদন্তকারীরা জানতে পারেন, অভিযুক্ত বাকিবুর রহমানের কাছ থেকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ন'কোটি টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু রাজ্যের এক মন্ত্রী কেন একজন অভিযুক্তের কাছ থেকে কোটি কোটি টাকা ঋণ নিলেন সেই নিয়ে ওঠে বিস্তর প্রশ্ন। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালানোর পর অবশেষে তাঁকে গ্রেফতার করেন ইডির তদন্তকারী আধিকারিকরা।

প্রথম দিকে অভিযুক্ত মন্ত্রীকে আদালতে পেশ করার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেশ তরতাজা লাগলেও পরবর্তী সময়ে তিনি শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেন। বর্তমানে শারীরিক অসুস্থতা জনিত কারণে গ্রেফতারির পরেও এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ৷ তবে শুধু মন্ত্রী নন, এই দুর্নীতিতে খাদ্য দফতরের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরাও যুক্ত রয়েছেন বলে উঠে এসেছে তদন্তে ৷ সেই সব কিছুই ইডির তদন্তকারীরা চার্জশিটে তুলে ধরেছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন

1. বাস্তবের 'জয়-বীরু', আট বছর ধরে একসঙ্গে খাবারের জোগাড় বিশেষভাবে সক্ষম দুই বন্ধুর

2. কোটি-কোটি টাকা উদ্ধার ইস্যুতে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে একহাত নিলেন অমিত শাহ

3.বিস্বাদ রসগোল্লা ! মিষ্টির দোকান লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের, আহত ক্রেতা

ABOUT THE AUTHOR

...view details