পশ্চিমবঙ্গ

west bengal

Mamata Banerjee: নেতাদের জন্য দেশ নয়, মানুষের জন্য দেশ, কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

By

Published : Nov 15, 2022, 5:44 PM IST

the-country-is-not-for-leaders-but-leaders-are-for-country-mamata-banerjee-fire-salvo-at-centre
Mamata Banerjee: নেতাদের জন্য দেশ নয়, মানুষের জন্য দেশ, কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার ঝাড়গ্রামে এক সরকারি অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি সরাসরি আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকারকে ৷

ঝাড়গ্রাম, 15 নভেম্বর: বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে (Jhargram) গিয়ে 100 দিনের কাজে টাকা না দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন এই মঞ্চ থেকে রাজ্যের পাঁচটি জায়গায় পাঁচটি বিরসা মুন্ডার মূর্তি উদ্বোধন করেন । একই সঙ্গে তাঁর বার্তা, তিনি থাকতে আদিবাসী (Adivasi) ঘরের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য অর্থের অভাব হবে না । এদিন এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নেতাদের জন্য দেশ নয়, দেশ মানুষের জন্য । সেই মানুষের স্বার্থই বিঘ্নিত হচ্ছে । আমাদের এর বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে ।’’

ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটা বড় অংশ জুড়েই ছিল 100 দিনের কাজের (MNREGS) টাকা না দেওয়ার প্রসঙ্গ ৷ তিনি বলেন, ‘‘কেন্দ্র রাজ্য থেকে যে টাকা তুলে নিয়ে যায়, সেই টাকা থেকেই 100 দিনের কাজের টাকা আমরা পাই । ওরা আমাদের থেকে টাকাটা জিএসটির (GST) নামে তুলে নিয়ে যায় । অথচ 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আমাদের দিচ্ছে না । যাঁরা কাজ করেছেন, তাঁরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন । আর কেন্দ্রীয় সরকার এটা দয়া করে দিচ্ছে এমন নয় ।’’

তিনি আরও বলেন, ‘‘আগে রাজ্য সরকার ট্যাক্স সংগ্রহ করত । আমরা সব রাজ্য মিলে কেন্দ্রকে এই দায়িত্ব দিয়েছিলাম । ভেবেছিলাম, এতে আমাদের ভালো হবে । এখন দেখছি ভালোর বদলে কেন্দ্র মানুষকে বিপদে ফেলছে । ফলে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ ।’’

ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘100 দিনের কাজের টাকা আমাদের সাংবিধানিক অধিকার । এই টাকা দেওয়া কেন্দ্রের জন্য অবশ্যই বাধ্যতামূলক । তা সত্ত্বেও এক বছর আগে আমি গিয়ে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সঙ্গে দেখা করে এসেছি । এবার কি পায়ে ধরতে হবে ? আমাদের টাকা আমাদের ফিরিয়ে দাও, না হলে জিএসটি বন্ধ করে দাও । 100 দিনের কাজের টাকা মানুষকে না দিলে, মানুষ তা সহ্য করবে না ।’’

একইভাবে এদিন ঝাড়গ্রাম থেকে বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তাতে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হওয়া নিয়েও সরব হয়েছেন তিনি । মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উন্নয়ন করার জন্যই কেন্দ্রের থেকে টাকা পাই আমরা । কিন্তু সেই টাকাও কেন্দ্রীয় সরকার আমাদের দিচ্ছে না । আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে । এর বিরুদ্ধে আপনারাও সরব হোন ।’’

ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এখানে বিরসা মুন্ডাকে টেনে এনে বলেন, ‘‘বিরসা মুন্ডা বলতেন, রাজা দেশ চালাবে না, আমরা চালাব দেশ । আদিবাসী মানুষকে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে ৷ আমরা কারও উপর নির্ভর করব না । একইভাবে যেভাবে কেন্দ্রীয় সরকার আমাদের বঞ্চিত করছে, আমাদেরও আমাদের অধিকারের জন্য সরব হতে হবে ।’’

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের টাকায় ওরা করে খাবে । আর আমাদের গরিব মানুষকে টাকা দেবে না, এটা হতে পারে না । তুমি বলছো সব টাকা বন্ধ করে দেব, তাহলে আমরাও তো জিএসটির টাকা বন্ধ করে দিতে পারি । নেতার জন্য দেশ নয়, মানুষের জন্য দেশ । মানুষ দেশ তৈরি করে । কাজেই 100 দিনের টাকা ফিরিয়ে দাও না হলে গদি ছেড়ে দাও ।’’

আরও পড়ুন:এবার কি পায়ে ধরতে হবে, একশো দিনের কাজের টাকা নিয়ে মোদিকে তোপ মমতার

ABOUT THE AUTHOR

...view details