পশ্চিমবঙ্গ

west bengal

MP John Barla: একাধিক দাবিতে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ির সামনে ধরনা চা শ্রমিকদের

By

Published : Mar 1, 2023, 5:38 PM IST

Updated : Mar 1, 2023, 7:11 PM IST

কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ (MP John Barla) জন বারলার বাড়ির সামনে ধরনা চা শ্রমিকদের ৷ বকেয়ার দাবিতে গত মাসের পর ফের কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ধরনায় বসল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন।

UM John Barla
বাড়ি ঘেরাও চা শ্রমিকদের

বাড়ি ঘেরাও চা শ্রমিকদের

জলপাইগুড়ি, 1 মার্চ: চা শ্রমিকদের বকেয়া মেটানোর দাবিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বারলার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন (Sit in protest Infront of John Barlas House)। গতমাসে 3 তারিখে একই দাবিতে জন বারলার বাড়ির সামনে ধরনায় বসেছিলেন আইএনটিটিইউসি (INTTUC)- এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মালবাজারের সভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিলেন চা শ্রমিকদের পাওনার দাবিতে বিজেপির সাংসদ ও বিধায়কদের বাড়িতে ঘেরাও কর্মসূচি করা হবে। সেই কথামতো কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে এদিন ফের ধরনায় বসল তৃণমূল কংগ্রেসের চা শ্রমিক সংগঠন।

পিএফ-এ দুর্নীতির শিকার চা শ্রমিকরা, কেন্দ্রীয় সরকারের একাধিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা ৷ এমনই চার দফা দাবিদাওয়া নিয়েই বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন । তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের চরম উদাসীনতার কারণে চা শ্রমিকরা বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁরা অবসরের পরেও কেন্দ্রীয় সরকারের পিএফ পাচ্ছেন না। চা বাগানের শ্রমিকদের বৃত্তি দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বাজেটে চা বাগানের কোনও বরাদ্দ ঘোষণা করা হয়নি বলেও অভিযোগ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের।

আরও পড়ুন:নিশীথ প্রামাণিকের উপর হামলায় রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন উত্তরবঙ্গের চা শ্রমিকদের সমস্যা গুলো কেন্দ্রীয় সরকার ডিসেম্বর মাসে মিটিয়ে না-দিলে উত্তরের সব বিজেপি বিধায়ক, সাংসদের বাড়ি চা শ্রমিকরা ঘেরাও করা হবে। সেইমতো আজ জলপাইগুড়ির বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের জন বারলার বাড়ি শ্রমিক নেতা রাজেশ লাকড়ার নেতৃত্বে চা শ্রমিকরা আন্দোলনে বসেছেন। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি রাজেশ লাকড়া বলেন, "আমার চার দফা দাবি রয়েছে। সেই দাবিতেই আমরা কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করছি। শ্রমিকরা পিএফের টাকা পাচ্ছেন না। শ্রমিক পরিবারের ছেলে-মেয়েদের কেন স্টাইপেন্ড দেওয়া হচ্ছে না। গত বছর কেন্দ্রীয় বাজেটে চা বাগানের জন্য 1 হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল সেই টাকা কোথায় গেল, তা ফেরতের দাবিও আমরা জানাচ্ছি ৷

Last Updated :Mar 1, 2023, 7:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details