ETV Bharat / state

HC on Nisith Pramanik Attacked Issue: নিশীথ প্রামাণিকের উপর হামলায় রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

author img

By

Published : Mar 1, 2023, 12:39 PM IST

নিশীথ প্রামাণিকের উপর হামলা প্রসঙ্গে এবার রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HC on Nisith Pramanik)৷ শুক্রবার দুপুর 2টোর মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে ৷

Etv Bharat
নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় রাজ্যকে রিপোর্ট চাইল হাইকোর্ট

কলকাতা, 1 মার্চ: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় বুধবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (HC seeks report from state on Nishith Attack)। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এদিন হামলার ঘটনার পর রাজ্য কী কী পদক্ষেপ নিয়েছে তা সমস্ত জানাতে নির্দেশ দেয় । একইসঙ্গে দুই বিচারপতি কেস ডায়েরি জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে । আগামী শুক্রবার দুপুর 2টোর মধ্যে রিপোর্ট তলব করতে বলা হয়েছে ।

এই বিষয়ে মামলাকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফের আইনজীবী সৌম্য মজুমদার বলেন, "রাজ্যের শাসকদলের সমর্থকরা নিশীথ প্রামাণিকের উপর আক্রমণ করে লাঠি ও ইট ছোড়ে । উসকানি দিয়ে তাঁর উপর আক্রমণ করতে প্ররোচনা দেওয়া হয় । কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উপর পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী এই আক্রমণ করা হয় । ভোট পরবর্তী হিংসার দিন আবার ফিরে আসুক রাজ্যে সেটা আমরা চাই না । এই রকম ঘটতে পারে অনুমান ছিল তা সত্ত্বেও পুলিশ কেন কিছু করেনি । মানে পুলিশ নিজেদের দায়িত্ব পালন করতে ব্যর্থ । সেই জন্য অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তার নির্দেশ দিক আদালত এবং এই ঘটনার যথাযথ তদন্ত করা হোক ।"

কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী বলেন,"কেন্দ্রীয় মন্ত্রীর জন্য একটা প্রোটোকল থাকে । জেলা পুলিশ সেই প্রোটোকল কিছু মানেনি । প্রয়োজনে কেন্দ্র প্যারামিলিটারি ফোর্স দিতেই পারে ।" সিবিআইয়ের তরফে আইনজীবী ধীরজ ত্রিবেদীর বক্তব্য, "সিআইএসএফ প্রাথমিকভাবে এফআইয়ার করেছে বলে আমরা জেনেছি । সিবিআইকে নির্দেশ দিলে তারা প্রাথমিক অনুসন্ধান করে আদালতকে রিপোর্ট দিতে পারে ।"

আরও পড়ুন : উত্তপ্ত দিনহাটা, ভাঙল নিশীথ প্রামাণিকের গাড়ির কাঁচ; এলাকায় বোমাবাজি

রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের (এজি) কথায়, "সিআইএসএফ ইতিমধ্যেই সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে । দু'দিনের মধ্যে রাজ্য রিপোর্ট দেবে এই ব্যাপারে ।" অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তীর বিরোধিতা করে বলেন, "রাজ্য প্রশাসন এই সন্ত্রাস চালিয়েছে । রাজ্যকে রিপোর্ট দেওয়ার সুযোগ দেওয়া উচিত নয় । আদালত নিজের ক্ষমতা প্রয়োগ করুক এ ব্যাপারে ।"

উত্তরে রাজ্যের এজি জানান, একটা নির্দিষ্ট রাজনৈতিক দল, একজন ব্যক্তি (উদয়ন গুহ) ও তাঁর সাঙ্গপাঙ্গরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে । কিন্তু যে ব্যক্তি আক্রান্ত হয়েছেন তিনি একটা কথাও আদালতে বলেননি । সামনে পঞ্চায়েত নির্বাচন দু'দলের সমর্থকদের মধ্যের সমস্যা । এখানে জনস্বার্থের কোনও বিষয় নেই । রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা । দু'পক্ষই রাজনৈতিক বাকবিতণ্ডায় জড়িয়ে সমস্যা সৃষ্টি করেছে । কোনও এক পক্ষের দোষে এই ঘটনা নয় । প্রায় 7 কিলোমিটার আগে থেকে পুরো এলাকা ব্যারিকেড করে ঘেরা ছিল । মোটেও রাজ্যের মদতে এই হিংসার ঘটনা ঘটেনি । এই ব্যাপারে তদন্ত করা হচ্ছে । দু'দিন সময় দেওয়া হোক ।

এই বিষয়ে সিবিআইয়ের তরফে আইনজীবী ধীরজ ত্রিবেদী আরও বলেন, "কেন্দ্রীয় মন্ত্রীর উপর আক্রমণ হয়েছে এটাই সত্যি । পুলিশের কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা লাগবে কিনা সেটার থেকে বড় বিষয় হচ্ছে হামলার ঘটনা ঘটেছে । এই ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন । একজন মন্ত্রীর উপর আক্রমণের গভীর প্রভাব পড়ে জনমানসে । নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার ।"

আরও পড়ুন : প্রাণনাশের উদ্দেশেই ছোড়া হয় বোমা-গুলি, অভিযোগ নিশীথের

প্রধান বিচারপতি সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, "তদন্ত হস্তান্তর করতে গেলে তার প্রমাণ দিতে হয় । কেন আদালত তা করবে তার যথাযথ নথি আদালতকে দিন ৷ কেন্দ্রের তরফে বলা হয়, রাজ্য প্রশাসন নীরব ছিল । আদালতও ক্ষমতাহীন নয় । আদালতেরও নিজের শক্তি প্রয়োগ করা উচিত ।"

বিরোধী দলনেতার আইনজীবী সৌম্য মজুমদারের কথায়,"রাজ্য আক্রমণের ঘটনা তার মানে অস্বীকার করছে না ।
রাজনৈতিক ঝামেলা মানে নিরাপত্তার কোনও প্রয়োজন নেই ? নিরাপত্তার বিষয়টি গুরুত্বহীন নয় নিশ্চয় । রাজ্য পুলিশ কী করছিল ?"

আরও পড়ুন : নিশীথের উপর হামলার ঘটনায় হাইকোর্টে মামলা শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.