ETV Bharat / state

Attack on Nisith Pramanik: প্রাণনাশের উদ্দেশেই ছোড়া হয় বোমা-গুলি, অভিযোগ নিশীথের

author img

By

Published : Feb 25, 2023, 5:54 PM IST

ETV Bharat
নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা

শনিবার দুপুরে দিনহাটায় হামলা চালানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে ৷ নিশীথের অভিযোগ, তাঁর প্রাণনাশের উদ্দেশেই তৃণমূলের দুষ্কৃতীরা গাড়িতে বোমা-গুলি ছোড়ে (Nisith Pramanik under attack) ৷

নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা

দিনহাটা, 25 ফেব্রুয়ারি: শনিবার দুপুরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটার বুড়িরহাট ৷ ভাঙচুর চালানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে ৷ নিশীথ অভিযোগ করেছেন, তাঁর প্রাণনাশের উদ্দেশেই হামলা চালানো হয় এদিন ৷ তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা, গুলি ছোড়া হয় ৷ গাড়িতে গুলির আঘাতের চিহ্নও দেখিয়েছেন তিনি ৷

নিশীথ প্রামাণিকের বক্তব্য,"আমার গাড়ির একেবারে সামনে যেভাবে হামলা চালান হয়েছে, তা প্রাণনাশের উদ্দেশেই করা হয়েছে ৷ রাজনীতির নামে নোংরামো করা হচ্ছে ৷ এটা দুঃখের যে রাজ্যের মানুষকে এই ধরনের রাজনীতি দেখতে হচ্ছে ৷ কিন্তু যতই বাধা, চোখ রাঙানি আসুক আমাদের কর্মসূচি চলবে ৷"

নিশীথ প্রামাণিক এদিন বলেন, "এরাজ্যে যে একজন কেন্দ্রীয় মন্ত্রীরও নিরাপত্তা নেই সেটা রাজ্যের মানুষ দেখছেন ৷ যদি এরকম রাজনৈতিক পরিস্থিতি চলতে থাকে তাহলে এখানে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়বে ৷" কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অভিযোগ পুলিশ-প্রশাসনের মদতে পরিকল্পনা করে এদিন এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ তাদের যৌথ প্রয়াসে এই ঘটনা ঘটেছে ৷ কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, "তৃণমূলের দুষ্কৃতীদের সুষ্ঠুভাবে হামলা চালাতে সাহায্য করেছে পুলিশ ৷ আমার গাড়িতে বুলেটের দাগ রয়েছে ৷" পুলিশ আক্রমণকারীদের বাঁচিয়েছে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ৷

আরও পড়ুন: উত্তপ্ত দিনহাটা, ভাঙল নিশীথ প্রামাণিকের গাড়ির কাঁচ; এলাকায় বোমাবাজি

উল্লেখ্য, দু'দিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ হুঁশিয়ারি দিয়েছিলেন নিশীথ প্রামাণিক যেখানেই যাবেন সেখানেই তাঁকে কালো পতাকা দেখানো হবে ৷ সেইমতো এদিন কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় নিশীথ প্রামাণিককে কালো পতাকা দেখান তৃণমূল কর্মীরা ৷ সেখান থেকেই উত্তেজনা আরও ছড়াও ৷ তৃণমূল ও বিজেপি কর্মীরা পরস্পরের দিকে লাঠি নিয়ে তেড়ে যান ও পাথর ছোড়েন বলে অভিযোগ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেলও ফাটায় পুলিশ (Dinhata TMC-BJP clash) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.