পশ্চিমবঙ্গ

west bengal

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর জন্য সরকারি টাকায় বেসরকারি রিসর্ট সংস্কার, মমতার মালবাজার সফরের আগে শুরু বিতর্ক

By

Published : Oct 16, 2022, 10:54 PM IST

সোমবার মালবাজার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee to visit Malbazar) ৷ তার আগে তাঁর থাকার জায়গা নিয়ে শুরু হয়েছে বিতর্ক controversy sparks before Malbazar tour of Mamata Banerjee) ৷

ETV Bharat
Mamata Banerjee malbazar

জলপাইগুড়ি, 16 অক্টোবর: সোমবার মালবাজারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee to visit Malbazar)৷ এখানকার তেসিমলাতে বেসরকারি ফার্মহাউজে থাকার কথা তাঁর ৷ কিন্তু এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ মুখ্যমন্ত্রীর থাকার জন্য, কেন সরকারি টাকা খরচ করে বেসরকারি ফার্মহাউস সংস্কার করা হচ্ছে সেই প্রশ্ন তুলেছে বিজেপি ৷ বিষয়টি নিয়ে জেলা বিজেপি নেতৃত্ব ছাড়াও সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷

টুইটে শুভেন্দু একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, "রাজ্য যখন আর্থিক দুরাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, ডিএ দিতে পারছে না রাজ্য, রাজ্যে কর্মসংস্থান নেই, রাস্তার সংস্কার হচ্ছে না তখন সরকারি টাকা ব্যায় করে কেন এভাবে তৃণমূল বিধায়ক দুলালচন্দ্র দাসের রেসর্ট সাজানো হবে ?" এই টুইটে নাম না করে মুখ্যমন্ত্রীকে 'লেডি কিম' বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (controversy sparks before Malbazar tour of Mamata Banerjee)৷

আরও পড়ুন: সম্পূর্ণ স্বাধীন ভাবে কাজ করে ইডি, কেন্দ্রীয় হস্তক্ষেপের অভিযোগ উড়িয়ে দাবি নির্মলার

বিষয়টি নিয়ে রবিবার জেলা বিজেপির পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে বিজেপির নাগরাকাটার বিধায়ক পুনা ভেঙরা অভিযোগ করে বলেন, "সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৃণমূল বিধায়ক দুলাল দত্তের ফার্ম হাউস সরকার সাজিয়ে দিচ্ছে । এত সরকারি জায়গা থাকতে কেন বেসরকারি জায়গায় মুখ্যমন্ত্রী থাকছেন সেটা বড় প্রশ্ন ।" সরকারি টাকায় কেন বেসরকারি রিসর্টের সংস্কার হবে সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷ তবে তৃণমূলের দাবি, নিরাপত্তার দিক দিয়ে যে জায়গা মুখ্যমন্ত্রীর জন্য উপযুক্ত সেই জায়গাই বাছাই করা হয়েছে ৷

মমতার মালবাজার সফরের আগে শুরু বিতর্ক

এই বিষয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ বলেন, "মুখ্যমন্ত্রী জেড প্লাস সিকিউরিটি পান । তা তিনি সরকারি, বেসরকারি বা নিজের বাড়ি যেখানেই থাকুন না কেন । ফলে তাঁর নিরাপত্তার দিক থেকে যা করণীয় সেটাই করা হচ্ছে । আর যেখানে উনি থাকবেন সেটা আমাদের এক বিধায়কের ফার্ম হাউস ।"

সোমবার মালবাজারে এসে তেসিমলায় অবস্থিত মহেশতলার বিধায়ক দুলাল দত্তের ফার্ম হাউসে থাকবেন মুখ্যমন্ত্রী ৷ দুর্গা প্রতিমা বিসর্জনের দিন মাল নদীতে হড়পা বানে 8 জন প্রাণ হারিয়েছিলেন ৷ 18 অক্টোবর মুখ্যমন্ত্রী মালবাজার আদর্শ বিদ্যাভবনে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন । এর আগে মালবাজারে এসে পূর্ত দফতরের বাংলোতে ছিলেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু এবার কেন তিনি তা করলেন না তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি ৷

আরও পড়ুন:ফরিদাবাদের সম্মেলনে কি অমিত শাহের মুখোমুখি মমতা, বাড়ছে জল্পনা

বিজেপি বিধায়ক পুনা ভেংরা দাবি করেছেন, জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) পূর্ত বিভাগকে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর তেসিমলার থাকার জায়গায় পুকুরের চারপাশ সংস্কার করতে হবে । হাঁটার জায়গায় পেভার ব্লক বিছিয়ে দিতে হবে । ফার্ম হাউসের চারপাশে ফেনসিং ঠিক করতে হবে । পূর্ত বিভাগকে পাঠানো জেলা প্রশাসনের সেই চিঠি এখন ভাইরাল ৷

ABOUT THE AUTHOR

...view details