ETV Bharat / bharat

Sitharaman on ED: সম্পূর্ণ স্বাধীন ভাবে কাজ করে ইডি, কেন্দ্রীয় হস্তক্ষেপের অভিযোগ উড়িয়ে দাবি নির্মলার

author img

By

Published : Oct 16, 2022, 12:29 PM IST

সম্পূর্ণ স্বাধীন ভাবে কাজ করে ইডি (Sitharaman on ED)৷ কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাজে কেন্দ্রীয় হস্তক্ষেপের অভিযোগ উড়িয়ে দিয়ে এমনই দাবি করলেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)৷

ED is completely independent in what it does: Nirmala Sitharaman
সম্পূর্ণ স্বাধীন ভাবে কাজ করে ইডি, কেন্দ্রীয় হস্তক্ষেপের অভিযোগ উড়িয়ে দাবি নির্মলার

ওয়াশিংটন, 16 অক্টোবর: রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি-কে (Sitharaman on ED) ব্যবহার করে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার ৷ বিরোধী দলগুলির এই অভিযোগ খারিজ করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)৷ তাঁর দাবি, সম্পূর্ণ স্বাধীন ভাবে কাজ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED is completely independent)৷

শনিবার ওয়াশিংটন সফর শেষে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (IMF) ও বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকে যোগ দিয়েছিলেন নির্মলা সীতারমন ৷ তার পরেই সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, আয়কর দফতর ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের থেকে কর্পোরেট সেক্টর ও নাগরিক সমাজের ভয় পাওয়ার কিছু নেই ৷ তিনি বলেন, "ইডি সম্পূর্ণ স্বাধীন ভাবে কাজ করে ৷ এই সংস্থা পূর্ব নির্ধারিত অপরাধকে অনুসরণ করে ৷ প্রথম যে অপরাধ ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI) বা অন্য কোনও সংস্থা তদন্ত করছে, সে সব ক্ষেত্রে দেখা যায় ইডি তার পরবর্তী সময়ে সামনে আসছে ৷" বেসরকারি পুঁজি এবং নাগরিক সমাজে এই জাতীয় প্রতিষ্ঠানগুলিকে কোনও খারাপ অভিপ্রায়ে ব্যবহার করার আশংকা নেই বলে দাবি করেন তিনি ৷

আরও পড়ুন: ‘কিছু জানি না’, ইডি’র প্রশ্নে একই উত্তর মানিকের

এই প্রতিষ্ঠানগুলিকে বেসরকারি পুঁজির ক্ষেত্রে এবং নাগরিক সমাজে নিজেদের প্রয়োজনে ব্যবহার করা হয় বলে একটা ধারণা রয়েছে বিভিন্ন মহলে । ইডিতে দোষী সাব্যস্ত হওয়ার হার খুবই কম । তবুও একটি ধারণা রয়েছে যে ইডি-র তদন্ত প্রক্রিয়া নাগরিক সমাজের প্রতিষ্ঠানগুলির জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠেছে । ইডি ও আইটি-র ভূমিকা সম্পর্কে আপনি কি আশ্বস্ত করতে পারেন ? ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এ কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যথাযথ তথ্য ও প্রমাণ পাওয়ার পরই নিজেদের কাজ এগিয়ে নিয়ে যায় ইডি ৷ ইডি যদি কোনও ঘটনার তদন্ত শুরু করে, তাহলে বুঝতে হবে অবশ্যই সে ক্ষেত্রে প্রাথমিক কোনও তথ্য বা প্রমাণ তাঁদের হাতে এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.