পশ্চিমবঙ্গ

west bengal

Dengue Situation in Howrah: ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ পৌরনিগম, প্রতিবাদে হাওড়ায় বিজেপির বিক্ষোভ

By

Published : Nov 15, 2022, 3:58 PM IST

হাওড়া শহরে উত্তরোত্তর বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা(Dengue Situation in Howrah)৷ এই ঘটনায় হাওড়া পৌরনিগমের ব্যর্থতা ইস্যুতে বিক্ষোভে নামল বিজেপি ৷

Etv Bharat
ডেঙ্গি প্রতিরোধে হাওড়া পৌরনিগমের ব্যর্থতার বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ

হাওড়া, 15 নভেম্বর: শহরের ক্রমবর্ধমান ডেঙ্গি পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নামল হাওড়া বিজেপি । এদিন বিজেপি কর্মীরা হাওড়া পৌরনিগমের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান( BJP protest against Howrah Municipal Corporations)। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক উমেশ রাইয়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা মিছিল করে পৌরনিগমের দিকে এগোতে থাকেন । নিগমের সদর দফতরে পৌঁছনোর আগেই ব্যারিকেড করে রেখেছিল হাওড়া সিটি পুলিশ । সেই ব্যারিকেডকে ভেঙে এগোনোর চেষ্টাও করেন বিজেপি কর্মীরা । এরপর তাঁরা রাস্তায় বসে ডেঙ্গি মোকাবিলায় পৌরনিগমের ব্যর্থতার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন(Howrah Municipal Corporations Failure to Prevent Dengue)।

এই বিষয়ে বিজেপি নেতা উমেশ রাই অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী ও ফিরহাদ হাকিম ডেঙ্গি নিয়ে যতই দাবি করুন না কেন হাওড়া শহরে ডেঙ্গি পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক । গোটা শহর ডেঙ্গির আঁতুড়ঘর হয়ে উঠেছে ৷ পাশাপাশি অল্প বৃষ্টিতেই শহরের রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে । কয়েকদিন কেটে গেলেও সেই জল নামছে না । এতে মশার উপদ্রব বাড়ছে তাঁর সঙ্গে বাড়ছে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা । হাওড়া শহরের বেহাল নিকাশি ব্যবস্থার জন্যই ডেঙ্গির প্রকোপ বেড়েছে বলেই অভিযোগ করেন উমেশ ।

আরও পড়ুন :পৌরনিগম বলছে ডেঙ্গি নিম্নমুখী, কিন্তু বাস্তব সম্পূর্ণ উলটো; উদ্বিগ্ন হাওড়াবাসী

এছাড়াও তিনি বলেন,"শহরের সব প্যাথলজি সেন্টারে দিনে 20-30টি ডেঙ্গির নতুন কেস ধরা পড়ছে । হাসপাতালে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । মুখ্যমন্ত্রী হাওড়ায় সভাতে এসে বলে গিয়েছিলেন 100 কোটি টাকা নাকি ইতিমধ্যেই নিকাশির পাইলট প্রজেক্ট করতে খরচ হয়ে গিয়েছে । তবে সেই টাকা কোথায় কীভাবে খরচ হয়েছে কেউ জানে না । এখনও অল্প বৃষ্টি হলেই নগর নিগমের গেটের সামনে জল দাঁড়িয়ে যায় । পৌরনিগমের কোনও পরিকল্পনা নেই । 100 দিনের কাজের লোক দিয়ে কাজ করানো হচ্ছে । অথচ খোলা ড্রেন অপরিষ্কার অবস্থায় পড়ে আছে । শুধু বড় বড় কথা আর মিটিং করে যাচ্ছে পৌর নিগম । এদের কাছে সাফাই কর্মীদের জন্য মাস্ক, গ্লাভস, চশমা থেকে শুরু করে ধোঁয়া দেওয়ার যন্ত্র পর্যন্ত নেই । মানুষের মৃত্যু হলেও পৌরনিগমের কিছু যায় আসে না । শুধু সরকারি অর্থ নয়ছয় করতেই এরা বসে আছে ৷"

ডেঙ্গি প্রতিরোধে হাওড়া পৌরনিগমের ব্যর্থতার বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত হাওড়া শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 382 জনের বেশি। যার মধ্যে গত মাসে শতাধিকের বেশি মানুষ ডেঙ্গিতে নতুন করে আক্রান্ত হয়েছে। হাওড়া পৌরনিগমে আক্রান্তের সংখ্যা জেলার ভিত্তিতে 36 শতাংশ বলেই সূত্রের খবর । যদিও 2019 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট 2 হাজার 500 জন মানুষ আক্রান্ত হয়েছিলেন । চলতি বছরে এই সংখ্যার অনেক বেশি ডেঙ্গি আক্রান্ত রয়েছে হাওড়া শহরে। প্রকৃত তথ্য পৌর নিগম লুকাচ্ছে বলেও অভিযোগ বিজেপির ।

আরও পড়ুন :মশার উপদ্রবে অতিষ্ঠ, দয়া করে স্প্রে করুন ; সিবিআই দফতর থেকে চিঠি গেল পৌরনিগমে

ABOUT THE AUTHOR

...view details