Dengue in Howrah: পৌরনিগম বলছে ডেঙ্গি নিম্নমুখী, কিন্তু বাস্তব সম্পূর্ণ উলটো; উদ্বিগ্ন হাওড়াবাসী

author img

By

Published : Nov 9, 2022, 4:27 PM IST

Updated : Nov 9, 2022, 7:46 PM IST

Dengue in Howrah

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি (Dengue Situation in WB) নিয়ে রীতিমতো চিন্তার ভাঁজ প্রশাসনের শীর্ষ কর্তাদের কপালে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজেও ডেঙ্গি নিয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনকে। জেলাশাসক (DM)পর্যায়ে বিশেষ নজরদারির রাখার বিষয়েও নির্দেশ দিয়েছেন তিনি। যদিও নবান্নের তরফে ডেঙ্গি নিয়ে রাজ্যজুড়ে উদ্বেগ দেখানোর মধ্যেই পৌরনিগম সূত্রে জানা যাচ্ছে এলাকাতে ক্রমাগত নিম্নমুখী হয়েছে ডেঙ্গির প্রকোপ। তবে নিম্নমুখী হলেও এখনও ডেঙ্গি নিয়ে উদ্বেগ কমেনি হাওড়া পৌরনিগম এলাকায়।

হাওড়া, 9 নম্ভেম্বর: শহরে ডেঙ্গি (Dengue) নাকি নিম্নমুখী ৷ হাওড়া পৌরনিগম এমন দাবি করলেও তা মানতে নারাজ শহরবাসী ৷ হাওড়ায় ডেঙ্গি আরও বেড়েই চলেছে বলে মত শহরবাসীর (Dengue Situation in Howrah)।

নগর নিগম সূত্রে পাওয়া গত তিন সপ্তাহের তথ্য অনুসারে পৌর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 325 থেকে নেমে হয়েছে 157 । পাশাপাশি জানুয়ারি মাস থেকে সংখ্যাটা ধরলে মোট আক্রান্তের সংখ্যা প্রায় 4 হাজার ছুঁয়েছে। এছাড়া এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 6 জনের। জেলা স্বাস্থ্য দফতর ও পৌরনিগমের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থাও করা হয়েছে বলেই সূত্রের খবর।

পৌরনিগমের (Howrah Municipality) দাবি চলতি উৎসবের মরশুমে ডেঙ্গি সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী হলেও এখন অনেকটাই নিম্নমুখী রয়েছে। যদিও পৌরনিগমের দাবি আর বাস্তব চিত্রের মধ্যে অনেকটাই ফারাক রয়েছে বলেই মনে করছেন শহরবাসী। যথেষ্ট আতঙ্ক ও উদ্বেগে রয়েছেন তাঁরা। পৌরনিগমের তরফে ডেঙ্গি প্রতিরোধের কাজ প্রয়োজন মাফিক হচ্ছে না বলেই মনে করছেন তাঁরা। শহরের বাসিন্দা সন্তোষ কুমার সিং জানান, নগর নিগমের শীর্ষকর্তাদের নির্দেশমতো নীচের তলাতে কাজ হচ্ছে না। যারা রাস্তায় নেমে ডেঙ্গি প্রতিরোধের কাজে যুক্ত তাঁদের কাজে অনেক খামতি রয়েছে বলেই দাবি করেন তিনি।

আরও পড়ুন: 'দিলীপ দা'র বাবার ক্ষমতা থাকলে...', ডেঙ্গি কটাক্ষের জবাবে বেলাগাম ফিরহাদ

পাশাপাশি তিনি আরও জানান, অন্যান্য বছর শীত শুরু হওয়ার আগে ডেঙ্গির প্রকোপ কমতে থাকলেও এ বছর তা হয়নি। এখনও নিত্যদিন বহু মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হচ্ছেন। পৌরনিগমকে আরও সুষ্ঠু উপায়ে কাজ করা উচিৎ বলেই তিনি জানান। শহরের অপর এক বাসিন্দা বিদেশ পাত্রর মতে, "ডেঙ্গি নিয়ে সর্বত্র ঠিকভাবে কাজ করছে না পৌরনিগম। সর্বত্র মশা মারার ব্যবস্থা সমানভাবে হচ্ছে না। এই অবস্থায় শীত শুরুর মুখেই মশার উপদ্রব আরও বেড়েছে। মশারি ছাড়া থাকার কোনও উপায় নেই। তাই ডেঙ্গি নিয়ে যথেষ্ট চিন্তা ও উদ্বেগের মধ্যেই দিন কাটছে তাঁর। তিনি আরও জানান, দুবছর কোভিডের জন্য যা বাড়াবাড়ি হয়েছিল এই বছর ডেঙ্গি নিয়ে তাঁরা নাজেহাল হয়ে পড়ছেন।

হাওড়া পৌরনিগম ডেঙ্গি নিম্নমুখী হওয়ার দাবি করলেও, বাস্তবটা পুরোটাই অন্য জানাচ্ছেন শহরবাসী

যদিও হালফিলের ডেঙ্গি প্রতিরোধের পরিকল্পনা নিয়ে পৌরনিগম থেকে বিস্তারিত তথ্য না পাওয়া গেলেও মূলত মশার তেল, ব্লিচিং ছড়ানো ও নর্দমা পরিষ্কার রাখাই এখন মুখ্য কাজ হয়ে দাঁড়িয়েছে পৌরনিগমের কাছে। পরিসংখ্যানগত ভাবেও গত বছরের তুলনাতে এই বছরে যথেষ্টই বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। নিগম সূত্রে যে তথ্য দেওয়া হয়েছে তাঁর থেকে অন্তত দশ গুনের বেশি বাস্তবে আক্রান্তের সংখ্যা এমনটাই অভিমত শহরবাসীর। শীতের আগমনে প্রাকৃতিকভাবে ডেঙ্গির হাত থেকে তাঁদের মুক্তি ঘটবে নাকি আরও দ্রুত পরিস্থিতি বদল করতে পৌরনিগম আরও সক্রিয় হবে এখন নাগরিকদের কাছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন।

আরও পড়ুন: ডেঙ্গি রুখতে কতটা সচেতন শহর? নিজের ওয়ার্ডের অলিগলিতে ঘুরলেন মেয়র ফিরহাদ

Last Updated :Nov 9, 2022, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.