পশ্চিমবঙ্গ

west bengal

Sukanta on Sisir : শিশিরের রাজনৈতিক অবস্থান কী? স্পষ্ট করলেন সুকান্ত

By

Published : Sep 27, 2022, 12:42 PM IST

Updated : Sep 27, 2022, 2:05 PM IST

ETV Bharat

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা তথা রাজ্যের প্রবীণ সাংসদ শিশির অধিকারীর রাজনৈতিক অবস্থান কী তা নিয়ে চর্চার অনত নেই । ইতিমধ্যেই তাঁকে ডেকে পাঠিয়েছে লোকসভার প্রিভিলেজ কমিটি (Sukanta Majumdar Commented about Sisir Adhikari)।

চুচুঁড়া, 27 সেপ্টেম্বর: মুকুল রায়কে নিয়ে যেমন একসময় টানাপোড়েন তৈরি হয়েছিল, সেরকম অবস্থায় এখন কাঁথির তৃণমূল লোকসভা সাংসদ শিশির অধিকারী ৷ তিনি আদৌ তৃণমূলে আছেন, নাকি বিজেপিতে যোগ দিয়েছেন, সেই সন্দেহ দূর করতে মুখ খুললেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ( State BJP President said Sisir Adhikari has not joined in BJP) ৷

তিনি বলেন, "লোকসভা নিয়মকানুন অনুসারে চলে ৷ প্রিভিলেজ কমিটির কাছে শিশিরবাবু যাবেন ৷ তিনি রাজ্যের প্রবীণ নেতা ৷ কমিটির কাছেই তিনি খোলসা করবেন, শিশির অধিকারী ঠিক কোন দলে রয়েছেন ৷ এখনও পর্যন্ত শিশিরবাবু বিজেপিতে যোগদান করেননি ৷"

আরও পড়ুন: আলাপনের মামলার খরচ বহনের সিদ্ধান্ত সঠিক, রাজ্য সরকারের পাশে আমলা মহল

গত দু'বছরের মধ্যে রাজ্য রাজনীতির যে কয়েকটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে তার মধ্যে শিশির অধিকারির বিষয়টির অবস্থান একেবারে উপরের দিকে । তৃণমূল সাংসদ হিসেবে 2019 সালের লোকসভা নির্বাচনে জয়ী হন শিশির । এরপর থেকে দ্রুত বদলাতে থাকে পরিস্থিতি । বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে বিজেপিতে যোগ দেন শিশিরের মেজছেলে শুভেন্দু । প্রায় সেই সময় থেকেই শুভেন্দুর হয়ে কথা বলতে শুরু করেন শিশির । তৃণমূলের সমালোচনাও শোনা যেতে থাকে তাঁর কণ্ঠে । পরে শোনা যায় ছেলের মতো তিনিও শিবির বদলাবেন । বিজেপির সভায় তাঁকে মঞ্চেও দেখা যায় । এতকিছুর পরও শিশির বিজেপিতে যোগ দিয়েছেন তা কারও কাছে স্পষ্ট নয় । অন্যদিকে তাঁর সাংসদ পদ খারিজ করতে মরিয়া তৃণমূল । এমতাবস্থায় শিশিরকে তলব করেছে প্রিভিলেজ কমিটি ।

Last Updated :Sep 27, 2022, 2:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details