Alapan Bandyopadhyay: আলাপনের মামলার খরচ বহনের সিদ্ধান্ত সঠিক, রাজ্য সরকারের পাশে আমলা মহল

author img

By

Published : Sep 27, 2022, 1:54 PM IST

West Bengal bureaucrats backs govt on legal expenses for Alapan Bandyopadhyay case

রাজ্যের মুখ্যসচিব থাকার সময় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhyay) বিরুদ্ধে ৷ সেই নিয়ে মামলা চলছে ৷ সেই মামলায় আলাপানের খরচ বহন করছে রাজ্য সরকার ৷ সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ তবে আমলা মহল এই নিয়ে রাজ্যের পাশে দাঁড়িয়েছে ৷

কলকাতা, 27 সেপ্টেম্বর : রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhyay) পাশে দাঁড়াতে গিয়ে কোটি কোটি টাকা ব্যয় রাজ্য সরকারের । আর এই নিয়েই রাজনৈতিক মহলে চড়ছে উত্তাপ ।

এমনিতে পুজো মরশুম শুরু হয়ে গিয়েছে বাংলায় । ইতিমধ্যেই পুজোমণ্ডপগুলিতে ভিড় জমাতে শুরু করেছে উৎসব পাগল জনতা । তবে রাজ্য রাজনীতিতে উত্তাপ থামার নাম নেই । এবার রাজনৈতিক চাপানউতোর চলছে আলাপনের মামলা নিয়ে ।

প্রসঙ্গত, চাকরি জীবনের শেষ লগ্নে এসে রাজ্য সরকারের সঙ্গে থেকে কেন্দ্রের চক্ষুশূল হয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় । 2021 সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ডাকা যশ পরবর্তী পরিস্থিতির পর্যালোচনা বৈঠকে তৎকালীন মুখ্যসচিব আলাপন পুরো সময় থাকতে পারেননি । ওই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) প্রশাসনিক বৈঠক থাকায় যোগ দিতে হয়েছিল তাঁকে ।

অবশ্য প্রধানমন্ত্রীকে জানিয়ে আলাপনকে সঙ্গে নিয়েই নিজের কর্মসূচিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । তার পরেই কেন্দ্রের রোষানলে পড়েন আলাপন । এরপর তাঁকে দিল্লিতে ডেপুটেশনে ডাকা হয় । সেদিনই ছিল তাঁর চাকরি জীবনের শেষ দিন । আলাপন সেই সময় তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধির ডাকে সাড়া না দিয়ে অবসর নেন । এরপরই আলাপনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু করে কেন্দ্র । তা নিয়েই চলছে জটিলতা ।

যেহেতু রাজ্যের মুখ্যসচিব থাকাকালীন এই ঘটনা এবং রাজ্য সরকারি দায়িত্ব সামলাতে গিয়ে শৃঙ্খলাভঙ্গের মুখে পড়েছিলেন আলাপন । তাই এই মামলার যাবতীয় খরচ বহন করছে রাজ্যই । গত সপ্তাহেও প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলায় একবার সওয়াল করার ফি হিসেবে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিকে (Abhishek Manu Singhvi) 25 লক্ষ টাকা মেটানোর নির্দেশ দিয়েছিল রাজ্য স্বরাষ্ট্র দফতর । এখনও পর্যন্ত মোট কয়েক কোটি টাকা আইনি খরচ মেটানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর । আর এই অবস্থায় আলাপনের জন্য খরচ নিয়ে উঠছে প্রশ্ন ।

যদিও আমলা মহলের একাংশ সরকারের এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছে । তাঁরা জানাচ্ছেন, রাজ্যের মুখ্যসচিব হিসেবে আলাপন মুখ্যমন্ত্রীর নির্দেশ মানতে কার্যত বাধ্য । গত বছর কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে পুরো সময় থাকার বদলে মুখ্যমন্ত্রীর সঙ্গেই রাজ্য সরকারের কর্মসূচিতে যোগ দিতে হয়েছিল তাঁকে । তাই আলাপনের এই দুঃসময়ে তাঁর পাশে থাকার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, তা একদম সঠিক । যে ঘটনার সূত্রে এই আইনি লড়াই, তখন আলাপন রাজ্যের মুখ্যসচিব হিসেবে কর্মরত । মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই কাজ করেছিলেন তিনি । ফলে তাঁকে আইনি সহায়তা দেওয়া রাজ্যের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে । যদিও অপর একাংশের মতে, ইতিমধ্যেই অবসর নিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় । অবসর নেওয়া কোনও আধিকারিকের জন্য কেন রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করবে ।

তাঁর বিরুদ্ধে কেন্দ্র শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রক্রিয়া শুরু করায় আলাপন কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইবুনালের কলকাতা বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন । পরে তা দিল্লিতে সরিয়ে নিয়ে গিয়েছিল কেন্দ্র । তার পর থেকে মামলায় প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা আলাপনের পাশেই রয়েছে রাজ্য ।

আরও পড়ুন : ধাক্কা আলাপনের, দিল্লি হাইকোর্টে ক্যাটের বিরুদ্ধে মামলা খারিজ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.