পশ্চিমবঙ্গ

west bengal

Mamata Banerjee: জিটিএ নির্বাচনের ইঙ্গিত, পাহাড়ে শীঘ্রই লাগু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা

By

Published : Oct 26, 2021, 6:13 PM IST

State Government Takes Initiative for GTA Election After Chhat Puja says CM Mamata Banerjee
জিটিএ নির্বাচনের ইঙ্গিত, পাহাড়ে শীঘ্রই লাগু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা

পাহাড়ে জিটিএ নির্বাচন করানোর ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ দার্জিলিং ও কালিম্পিংয়ের প্রশাসনিক বৈঠকে একথা জানিয়েছেন তিনি ৷ উৎসবে মরশুম শেষ হলে পাহাড়ের করোনা পরিস্থিতি বিচার করে নতুন ভোটার তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হবে ৷ সেই মতো জিটিএ নির্বাচনের ব্যবস্থা করবে রাজ্য সরকার ৷ পাশাপাশি উৎসবের মরশুম শেষ হলেই পাহাড়ে পঞ্চায়েত ব্যবস্থাকে দ্বিস্তর থেকে ত্রিস্তরীয় করা হবে ৷

দার্জিলিং, 26 অক্টোবর : পাহাড়ের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন ভোটার তালিকা তৈরি করবে রাজ্য সরকার ৷ সেই অনুযায়ী জিটিএ নির্বাচনের উদ্যোগ নেবে রাজ্য সরকার ৷ পাশাপাশি সমগ্র রাজ্যের মতো পাহাড়েও যাতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা থাকে, সেই বিষয়টিও লাগু করার উদ্যোগ নেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই মুহূর্তে পাহাড়ে দ্বিস্তর পঞ্চায়েত ব্যবস্থা লাগু রয়েছে ৷

মঙ্গলবার কার্শিয়াংয়ের টাউনহলে দার্জিলিং এবং কালিম্পং জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 2011 সালে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হওয়ার পরে শুধুমাত্র একবার জিটিএ নির্বাচন হয়েছিল ৷ সেই সময় জিটিএ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং ৷ কিন্তু, তার পর থেকে আর জিটিএ নির্বাচন হয়নি পাহাড়ে ৷ পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে বিমল গুরুং এবং তাঁর সমর্থকদের সন্ত্রাসে সেই প্রক্রিয়া বিঘ্নিত হয় ৷ অভিযোগ ওঠে জিটিএ-তে দুর্নীতি করেছিল গুরুংয়ের নেতৃত্বাধীন বোর্ড ৷ সে নিয়ে রাজ্য সরকার অডিট করতে চাইলে, অশান্ত হয়ে ওঠে পাহাড় ৷ পরবর্তী সময়ে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পাহাড় থেকে বিমল গুরুং দার্জিলিং ছেড়ে পালালে, জিটিএ চেয়ারম্যান হন বিনয় তামাং ৷

আরও পড়ুন : Mamata Banerjee : যুবকদের ভিনরাজ্যে যাওয়া আটকাতে রাজ্যে স্বনির্ভর গোষ্ঠী গড়ার ঘোষণা মমতার

সেই থেকে আজও জিটিএ নির্বাচন হয়নি ৷ বর্তমানে অনীত থাপাকে প্রশাসক করে জিটিএ’র কাজকর্ম সামাল দেওয়া হচ্ছিল ৷ ছট পুজোর পর পাহাড়ের করোনা পরিস্থিতি যাচাই করে নতুন ভোটার তালিকা তৈরি করা হবে বলে আজ জানিয়েছেন মুখ্য়মন্ত্রী ৷ সেই মতো জিটিএ নির্বাচনের আয়োজন করা হবে ৷ আর উৎসবের মরশুম গেলেই পাহাড়ের দ্বিস্তরীয় পঞ্চায়েতকে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় নিয়ে আসা হবে বল জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে জিটিএ ও পঞ্চায়েত নির্বাচনের দাবি জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি, পাহাড়ের আরেক নেতা অনীত থাপা এবং কালিম্পংয়ের বিধায়ক রুদেন লেপচা ৷

আরও পড়ুন : Mamata Banerjee: বিএসএফের ক্ষমতার পরিসর বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details