ETV Bharat / state

Mamata Banerjee : যুবকদের ভিনরাজ্যে যাওয়া আটকাতে রাজ্যে স্বনির্ভর গোষ্ঠী গড়ার ঘোষণা মমতার

author img

By

Published : Oct 26, 2021, 7:10 AM IST

WB State Government
বাংলার যুবকদের ভিনরাজ্যে যাওয়া আটকাতে স্বনির্ভর গোষ্ঠী গড়বে রাজ্য

চলতি অর্থবছরে আরও দু'লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । ইতিমধ্য়েই স্বনির্ভর গোষ্ঠীকে ঋণের মাত্রাও 14 হাজার কোটি থেকে বাড়িয়ে 18 থেকে 20 হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা রেখেছে রাজ্য সরকার ।

শিলিগুড়ি, 26 অক্টোবর : বাংলার যুবকদের আর পরিযায়ী শ্রমিক হতে হবে না ৷ সেকারণেই বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীতে এবার থেকে যুবকদের নিয়োগ করার উদ্যোগ নেবে সরকার । সোমবার উত্তরকন্যা'-র প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

বরাবরই রাজ্যের গরিব, পিছিয়ে পড়া যুবসমাজের একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন জেলা অথবা রাজ্যে কাজ করতে চলে যান । তাঁরা যাতে আর পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে পাড়ি না দেন সেজন্য তাঁদের স্বনির্ভর করার মাধ্যমে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের তরফে ।

পাশাপাশি চলতি অর্থবছরে আরও দু'লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । ইতিমধ্যেই 70 হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে ৷ এমনকি ঋণের মাত্রাও 14 হাজার কোটি থেকে বাড়িয়ে 18 থেকে 20 হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা রেখেছে রাজ্য সরকার । দুয়ারে রেশন, পর্যটন, বাংলার ডেয়ারি, হাঁস এবং মুরগির প্রতিপালনে যুবকদের দিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: TMC-Goa: ত্রিপুরার পুনরাবৃত্তি গোয়ায়, তৃণমূলের কর্মসূচিতে বাধা পুলিশের

শিলিগুড়ির উত্তরকন্যায় আয়োজিত আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "অনেক যুবকরা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে অথবা জেলায় কাজ করতে চলে যাচ্ছে । এতে তাদের খরচ যেমন বাড়ছে তেমনই জীবনেরও ঝুঁকি থেকে যাচ্ছে । তারা যাতে বাংলাতে থেকেই নিখরচায় স্বনির্ভর হতে পারে সেদিকে আমরা জোর দিচ্ছি । হোমস্টে ট্যুরিজম, কর্মতীর্থ, ডেয়ারি, দুয়ারে রেশন-সহ বিভিন্ন জায়গায় যুবকদের স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগানোর ব্যবস্থা করতে হবে । এতে তারা নিজের বাড়িতে থেকে কাজ করার সুযোগ পাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.