পশ্চিমবঙ্গ

west bengal

Ek Dake Abhishek: তিন সপ্তাহে ফোন করেছেন দেড় লক্ষ মানুষ ! 'এক ডাকে অভিষেক' নিয়ে আশাবাদী তৃণমূল

By

Published : Jul 11, 2022, 8:38 PM IST

'দিদিকে বলো'র ধাঁচেই ডায়মন্ড হারবারের (Diamond Harbour) মানুষের জন্য 'এক ডাকে অভিষেক' (Ek Dake Abhishek) নামে এক বিশেষ কর্মসূচি শুরু করিয়েছিলেন এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ তৃণমূলের দাবি, এই কর্মসূচি সফল ৷ আসন্ন ভোট মরশুমের আগে এই কর্মসূচিই সাংসদকে মানুষের আরও কাছে পৌঁছে দেবে বলে আশাবাদী শাসকদল ৷

one lakh fifty thousand people called to Ek Dake Abhishek within three weeks
Ek Dake Abhishek: তিন সপ্তাহে ফোন করেছেন দেড় লক্ষ মানুষ ! 'এক ডাকে অভিষেক' নিয়ে আশাবাদী তৃণমূল

কলকাতা, 11 জুলাই: গত 18 জুন 'এক ডাকে অভিষেক' (Ek Dake Abhishek) নামে এক বিশেষ কর্মসূচি শুরু করেছিলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ এলাকাবাসী যাতে সহজেই নিজেদের সমস্যা ও প্রয়োজনের কথা সরাসরি সাংসদকে বলতে পারেন, তার জন্যই চালু করা হয়েছিল বিশেষ হেল্প লাইন ৷ তিন সপ্তাহের ব্যবধানে পরিসংখ্যান বলছে, এই কর্মসূচির আওতায় ইতিমধ্যেই প্রায় দেড় লক্ষ মানুষ ফোন করেছেন ৷ প্রতিদিনই হাজার হাজার ফোন এসেছে ৷ তাতে নিজেদের বহু সমস্যা, অভাব, অভিযোগ তুলে ধরেছেন ডায়মন্ড হারবারবাসী ৷ এই পরিসংখ্যানকে সামনে রেখেই তৃণমূলের দাবি, 'এক ডাকে অভিষেক' কর্মসূচি সফল ৷

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে 'দিদিকে বলো' কর্মসূচি চালু করেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ ভোটকুশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্পের ভালোরকম সুফল পেয়েছিল শাসকদল ৷ এদিকে, সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট ৷ আগামী বছর রয়েছে লোকসভা নির্বাচন ৷ সূত্রের দাবি, আসন্ন এই ভোট মরশুমের কথা মাথায় রেখেই 'এক ডাকে অভিষেক' নামে এই নতুন কর্মসূচি শুরু করা হয়েছে ৷ শাসকদলের আশা, সাংসদের সঙ্গে আমজনতার এই প্রত্যক্ষ যোগাযোগের সুফল মিলবে ইভিএম-এও ৷

আরও পড়ুন:Abhishek Slams Himanta : অসমের বন্যার দিকে নজর দিতে হিমন্তকে পরামর্শ অভিষেকের

তৃণমূল সূত্রে খবর, ডায়মন্ড হারবারের মানুষ যাতে তাঁদের প্রয়োজনের কথা সাংসদকে জানাতে পারেন, তার জন্যই 7887778877 টোল ফ্রি নম্বর চালু করা হয়েছিল ৷ কিন্তু, তথ্য বলছে, শুধুমাত্র ডায়মন্ড হারবার নয়, রাজ্যের অন্য়ান্য প্রান্ত থেকেও ফোন এসেছে সাংসদের কাছে ৷ তাতে এলাকার উন্নয়ন, নেতাদের দুর্ব্যবহার, বেকারত্বের অভিযোগ জানানোর পাশাপাশি শাসকদলের কোন্দল নিয়েও অনেকেই সরব হয়েছেন ৷ অনেকই জানিয়েছেন, তাঁদের কেন্দ্রীয় সরকারি বিভিন্ন সুযোগ, সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে ৷ তৃণমূলের দাবি, সমস্যাগুলির সমাধানসূত্র বের করতে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে ৷ বহু ক্ষেত্রে সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে ৷

সূত্রের দাবি, ইতিপূর্বে করোনার টিকা প্রদানের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল ব্যাপক সাড়া ফেলেছিল ৷ একইভাবে এবার 'এক ডাকে অভিষেক' কর্মসূচিতেও যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে ৷ আসন্ন নির্বাচনগুলির আগে এই উদ্যোগ সাংসদকে মানুষের আরও কাছে নিয়ে আসবে বলে আশাবাদী জোড়াফুল শিবির ৷

ABOUT THE AUTHOR

...view details