পশ্চিমবঙ্গ

west bengal

Ballot Box Recovery: জালে মাছ নয় ফের ব্যালট বক্স, এবার জয়নগরে

By

Published : Aug 5, 2023, 7:51 PM IST

Ballot Box Recovered from Pond: একটা-দুটো নয়, চারটে ব্যালট বক্স উদ্ধার হল পুকুর থেকে ৷ জয়নগরের একটি পুকুর থেকে শনিবার ব্যালট বক্স উদ্ধার করেন গ্রামবাসীরা ৷ সামনেই পঞ্চায়েত ভোটের বোর্ড গঠন আর তার আগে ব্যালট বক্স উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Ballot Box Recovery
মাছ ধরার জালে উঠল ব্যালট বক্স

মাছ ধরার জালে উঠল ব্যালট বক্স

জয়নগর, 5 অগস্ট: ভোট মিটলেও ব্যালট বক্স উদ্ধার জারি । জেলার একাধিক জায়গায় পুকুর থেকে উদ্ধার হচ্ছে ব্যালট বক্স। এবার জয়নগরে । পুকুরে জাল ফেলতেই একের পর এক ব্যালট বক্স উদ্ধার । শনিবার জয়নগর বিধানসভার অন্তর্গত বকুলতলা ময়দা বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পাশে রয়েছে একটি পুকুর ৷ শনিবার সেই পুুকুরে ব্যালট পেপার ভাসতে দেখেন গ্রামবাসীরা। এরপর পুকুরে জাল ফেলা হয় ৷ একটা-দু'টো নয়, জালে ওঠে চার-চারটে ব্যালট । উত্তর 24 পরগনার মতো দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের পর এবার পুকুর থেকে ব্যালট বক্স উদ্ধার হল জয়নগরে।

সামনেই পঞ্চায়েত ভোটের বোর্ড গঠন আর তার আগে ব্যালট বক্স উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে 8 জুলাই ওই প্রাথমিক বিদ্যালয়ে ময়দা গ্রাম পঞ্চায়েতের 141, 143 ও 144 নম্বর বুথের ভোট গ্রহণ কেন্দ্র করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়।

আরও পড়ুন:করণদিঘিতে মাছ ধরতে ফেলা জালে পুকুর থেকে উঠল ব্যালট বাক্স

ভোট চলাকালীন শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে প্রাথমিক বিদ্যালয় চত্বর। এলাকায় বোমাবাজি ও স্কুলে ভাঙচুর শুরু করে দুষ্কৃতীরা। এরপর রাজ্যের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, পুনরায় 10 তারিখ পুনর্নির্বাচন করা হয়। এলাকার এক বাসিন্দা কৃষ্ণ দাস নস্কর বলেন, "আমি প্রতিদিনের মতো কাজে যাচ্ছিলাম ৷ দেখলাম স্কুলের সামনের পুকুরে এক ব্যক্তি জাল ফেলছিল ৷ প্রথমে জালে একটি ব্যালট পেপার উদ্ধার হয়। এরপর একে একে চারটি ব্যালট বক্স পাওয়া যায়।"

তিনি আরও বলেন, "ভোটের সময় যে দুষ্কৃতীর তাণ্ডব চলেছে এলাকাজুড়ে এটা তারই ফল। এলাকায় অশান্তি যেন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বকুলতলা থানার পুলিশ পৌঁছে চারটি ব্যালট বক্স উদ্ধার করে নিয়ে যায়। পুকুরের মধ্যে কীভাবে ব্যালট বক্স এল তা তদন্ত শুরু করেছে পুলিশ। পুকুরের মধ্যে ব্যালট বক্স, কীভাবে সম্পূর্ণ হল ভোট গণনা ? তা নিয়ে রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধী শিবির।

আরও পড়ুন:কীভাবে ব্যালট রাস্তায়, জাঙ্গিপাড়ার ঘটনায় বিডিওর কাছে জবাব তলব হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details