পশ্চিমবঙ্গ

west bengal

Bus for Stranded Tourist : পাহাড়ে আটকে পড়া পর্যটকদের ফেরাতে চলবে অতিরিক্ত বাস

By

Published : Oct 20, 2021, 3:43 PM IST

nbstc to run excess buses for stranded tourists at Siliguri

পাহাড়ে ধসের (Darjeeling Landslide) কারণে আটকে থাকা পর্যটকদের কলকাতা ফেরাতে অতিরিক্ত বাস (Bus Service) চালাবে উত্তরবঙ্গ পরিবহণ সংস্থা এনবিএসটিসি (NBSTC)৷

কোচবিহার, 20 অক্টোবর : প্রাকৃতিক দুর্যোগে কালিম্পং ও সিকিমের একাধিক জায়গায় ধস (Darjeeling Landslide) নেমে বহু পর্যটক আটকে পড়েছেন । অনেকে আবার দার্জিলিং কিংবা গ্যাংটক যাওয়ার জন্য শিলিগুড়িতে পৌঁছেও রাস্তা বন্ধ থাকায় শিলিগুড়িতেই আটকে রয়েছেন । সেই পর্যটকদের এ বার কলকাতায় ফেরাতে অতিরিক্ত বাস (Bus Service) চালাচ্ছে উত্তরবঙ্গ পরিবহণ সংস্থা এনবিএসটিসি (NBSTC)। বুধবার সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, বহু পর্যটক শিলিগুড়িতে আটকে রয়েছেন । তাঁরা যদি কলকাতা ফিরতে চান, সে ক্ষেত্রে তাঁদের জন্য অতিরিক্ত বাস চালানো হবে ।

পুজোর সময় থেকেই পাহাড়ে পর্যটকের ঢল নেমেছে । দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক-সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে হাজার হাজার পর্যটক ভিড় জমিয়েছেন । এ দিকে একাধিক জায়গায় ধস নেমে রাস্তায় আটকে পড়েছেন বহু পর্যটক । অনেকে আবার বিভিন্ন হোটেল, হোম-স্টেতেই আটকে পড়েছেন । এ ছাড়াও বহু পর্যটক কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই শিলিগুড়িতে পৌঁছেছেন, যাঁদের কালিম্পং, শিলিগুড়ি কিংবা দার্জিলিঙে যাওয়ার কথা । কিন্তু রাস্তা বন্ধ থাকার কারণে তাঁরা সেখানে যেতে না পারায় শিলিগুড়িতেই আটকে পড়েছেন তাঁরা ।

ধসের কবলে পাহাড়ের রাস্তা

আরও পড়ুন:Rain In Darjeeling : তিস্তার জলে ডুবল জাতীয় সড়ক, আলগাড়ায় মৃত 1 ; বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়

সেইসব পর্যটকরা যদি কলকাতায় ফিরে যেতে চান, তাহলে তাঁদের জন্য অতিরিক্ত বাস চালাবে এনবিএসটিসি । সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত তিনটি বাস চলাচল করে । যদি আরও যাত্রী হয়, সে ক্ষেত্রে যাত্রীদের কথা মাথায় রেখে অতিরিক্ত আরও বাস চালানো হবে ।

অতিরিক্ত বাস চালাবে এনবিএসটিসি

সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, বহু মানুষ শিলিগুড়িতে আটকে পড়েছেন । তাঁরা যদি ফিরে যেতে চান তাহলে তাঁদের তেনজিং নোরগে বাস টার্মিনাসে যোগাযোগ করতে বলা হচ্ছে । আটকে থাকা পর্যটকদের কলকাতা ফেরাতে অতিরিক্ত বাস চালানো হবে ।

আরও পড়ুন:Jalpaiguri Rain : তিস্তার জলে বানভাসি জলপাইগুড়ি, জারি সতর্কতা

ABOUT THE AUTHOR

...view details